07/09/2018
১) ইসরাইল হিজবুল্লাহ যুধ্ব I
মোসাদ হারিয়ে দেয়া মানে ইসরাইল হারিয়ে দেয়া I ২০০৬ সালে ইসরাইল পরাজিত হয় I এর ১ বছর পূর্ব থেকে হিজবুল্লাহ পাহাড়ে বাংকার তৈরি শুরু করে আর মোসাদ এগুলো ট্রাক করছিল I মূলত এটা মোসাদকে তারা বোকা বানাতে চেয়েছিল I যুধ্ব শুরু হলে এই বাংকার লক্ষ্য করে ইসরাইল হামলা করে I ফাঁদে পা দেয়ার পর অন্য জায়গা থেকে হিজবুল্লাহ আক্রমন করলে নাস্তানাবুদ হয় ইসরাইল I তখন তারা হিজবুল্লাহকে বলেছিল Ghost warrior অর্থাৎ বাংকার সহ সব মেরে ফেলার পর তারা আবার কোথা থেকে এসে যুধ্ব করে ? তাদের কিন্তু nuke, hydrozen, icbm সবই ছিল I
২) আফগানিস্থানে ২০ হাজার সৈন্য ফেলে রাশিয়া পলায়ন করে যুধ্ব থেকে I তাদের কিন্তু NUKE, ICBM, HYDROZEN সবই ছিল I
৩) মধ্য শক্তির ভিয়েতনাম আমেরিকা ফ্রান্স চীনকে কুত্তার মতো পিটুয়ে বিদায় করেছিল I তার সব প্রতিপক্ষের সবই ছিল I
৪) NATO তালেবানের সাথে নাকানিচুবানি খেয়ে এখন সৈন্য প্রত্যাহার করছে তাদেরো কিন্তু গোর্খা, ICBM, NUKE, HYDROZEN ছিল I
ভারতের সাথে যুধ্বের কোন পোস্ট এখানে কেউ দিলেই একদল শেয়ালের হাক পড়ে I ICBM, NUKE, HYDROZEN অগুলো কিভাবে থামাবে? ফজলুর রহমান বলেন, "এদেশে একদল আছে যাদের যুধ্বের কথা শুনলে নাড়ী বুড়ি বেরিয়ে আসে, বমি বমি ভাব হয় I তাদের জন্যে এদেশ নয় I তারা এখান থেকে চলে গেলেই পারেI"
*রসুল (স) বলেন মুসলিম আল্লাহ ছাড়া আর কিছুকে ভয় করবে না I
*আল্লাহ কুরানে বলেন, তোমরা যখন আমার দ্বীনের উপর থেকে যুধ্ব কর আমি ২০০ এর উপরে ১ জনকে বিজয় দেই অর্থাৎ মুসলিম ১= কাফির ২০০
যা আপনারা আফগানে আর চেচেনে দেখেছেন I ICBM, BOMB এর মধ্যেই চেচেন যুধ্বাদের নামাজ পড়াড় ভিডিও খোদ BBC তে এসেছে I
ভারত এমন দেশ ৮-৯ রাজ্য স্বাধীনতার জন্যে সংগ্রামী I তাদের আর্মি ৩০০ জাত, ৩০০ ভাষা, ৩০০ ধর্ম থেকে নেয়া I এদের ইউনিটিতে আঘাত করলেই মটাত করে সব ভেঙে পড়বে I মাথামোটা পাকিরা তা পারেনি I চালাক কারো হাতে পড়লেই ঠেলা আর খেলা দেখতে পারবেন ।
- Hero Ab