Anushka’s Digital World

Anushka’s Digital World As a content creator and Online Network Marketing Business owner, I will establish and share my knowledge and experiences to 'learn and grow together' system.
(1)

Where I could help others to build a brand, startups grow entrepreneurs. www.anushkamahmud.com

13/12/2025

Watch, follow, and discover more trending content.

12/12/2025

একটা বৃষ্টিভেজা শীতের সকাল আর আশার ছোট্ট গল্প —
শীতের ভোর।
বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ—
যেন আকাশও আজ একটু ভাবনায় ডুবে আছে।
হাওয়া ঠান্ডা, কুয়াশা জমাট, আর চারদিকে এক ধরনের নরম নীরবতা।

এমন সময় রাহিমা খালা জানালার পাশে বসে গরম দুধ-চা খাচ্ছিলেন।
মনটা তার গত কয়েকদিন ধরে খুব অবসন্ন—
বড় ছেলে চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখনো কোনো খবর নেই।
অপেক্ষার ভার যেন দিনের পর দিন তার কাঁধে জমে জমে পাহাড় হয়ে উঠেছে।

কিন্তু সেদিনের সেই বৃষ্টির সকালটা ছিল আলাদা।
জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা ধরে রেখেপড়া ছোট্ট রঙধনুর মতো
রাহিমা খালার মনেও একটু আলো ফুটে উঠল।
তিনি মনে মনে বললেন,
“আল্লাহ যেটাই করেন, মানুষের ভালোর জন্যই করেন।
এই দেরি হয়তো আরেকটা ভালো রাস্তা খুলে দেওয়ার প্রস্তুতি।”

ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল।
ওপাশ থেকে ছেলে আনন্দে চিৎকার করে বলল—
“আম্মু! আলহামদুলিল্লাহ, চাকরিটা হয়ে গেছে!”

রাহিমা খালার চোখ ভিজে গেল—
বৃষ্টির মতোই, তবে এবার তা ছিল খুশির জল।
তিনি বুঝলেন—
যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও একটা দরজা থাকে—
আশার দরজা। আর তা খোলে ঠিক সেই সময়ে, যখন খোলা দরকার।

শীতের বৃষ্টির সকালটা তাই তার জীবনে নতুন আশার উষ্ণতা নিয়ে এল।

#বৃষ্টিসকাল
#শীতেরসকাল
#আশারগল্প
#ইনস্পিরেশন
#হৃদয়েরকথা
#বাংলাগল্প
#ইসলামিকরিমাইন্ডার
#আলহামদুলিল্লাহ
#পজিটিভভাইবস


12/12/2025

আপনার কনটেন্ট খারাপ না—
হুকটা শুধু একটু ভালোবাসা চায়। 💛

ভালো খবর?
হুক ঠিক করাই সবচেয়ে সহজ। 😉

✨ মানুষ আপনাকে শুনবে—
শুধু প্রথম কয়েক সেকেন্ডে থামার একটা কারণ দরকার।

✨ আপনার অডিয়েন্স আপনাকে এড়িয়ে যায় না—
তারা শুধু একটা স্ফুলিঙ্গ খুঁজছে:
“ওইটা একটু বলো তো…”

✨ দারুণ হুক মানেই ফ্যান্সি না—
শুধু স্ক্রল থামাবে,
কৌতূহল জাগাবে,
আর একটুখানি আশা দেবে।

✨ আপনি পিছিয়ে নেই—
আপনি শিখছেন।
এটাই জিততে যথেষ্ট। 🤍

বিশ্বাস রাখুন—
একটা ভালো হুকই আপনাকে আরও দৃশ্যমান করে তুলবে।
আর আপনি এটা পারবেই। 🔥
Comments yes to learn more.

🔖 Hashtags

Digital Business Style:The biggest risk?Relying on someone else for your income.The world has already changed — have you...
12/12/2025

Digital Business Style:

The biggest risk?
Relying on someone else for your income.

The world has already changed — have you noticed?

We shop online.
We bank online.
We order food, book trips, learn new skills, even run businesses… all online.

This isn’t the future.
This is now.

So why not earn online too?

Imagine working from home.
Having control over your time.
Building something that’s truly yours.

This isn’t a dream — it’s the new normal.
You don’t have to stay stuck in the old way of living.
A new path is open… you just have to take the first step.

✅ 2. Bangla

সবচেয়ে বড় রিস্ক কী জানেন?
কারো ওপর নির্ভর করে জীবিকা চালানো।

দুনিয়া বদলে গেছে — আপনি কি খেয়াল করেছেন?

আমরা অনলাইনে শপিং করি।
অনলাইনে ব্যাংকিং করি।
খাবার অর্ডার দিই, ট্রিপ বুক করি, জিনিস বিক্রি করি… সবই অনলাইনে।

এটা ভবিষ্যৎ না—
এটাই বর্তমান।

তাহলে উপার্জনটাও অনলাইনে কেন নয়?

ভাবুন তো—
বাড়ি থেকে কাজ করছেন,
সময়ের ওপর আপনার নিয়ন্ত্রণ,
নিজের কিছু তৈরি করছেন।

এটা কোনো স্বপ্ন না—
এটাই নতুন বাস্তবতা।

পুরনো পথে আটকে থাকতেই হবে না।
একটা নতুন রাস্তা খোলা আছে… শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে।

12/12/2025

Fast fat burning, strengthening your immunity, Skin glow, strong metabolism etc. tonic 🥰

12/12/2025

Pinky Morning!🩷

11/12/2025

Good
morning!

Address

Dublin

Alerts

Be the first to know and let us send you an email when Anushka’s Digital World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anushka’s Digital World:

Share