05/09/2024
অনেক দিন চিঠি লিখি না...,
কাল হঠাৎ মনে হলো আমি বোধ হয় চিঠি লিখতে ভুলে যাচ্ছি..., সত্যি কী আমি ভুলে যাচ্ছি সব..???
যাচ্ছিই তো.., অমন মোহিনীর চোখে চোখ পড়লে নিজেকে না ভুলে উপায় আছে...,
আপনি না এলে জানতেই পারতাম না এভাবে ভালোবাসা যায়..., এভাবে ও ডুবে যাওয়া যায় কারোর চোখের পরে...,
তুমি কী নিজের ভেতর আফিম চাষ করো...,???
না হয় আমার এতো নেশা হয় কেন...? জানি সব ঠিক নয়, কিছু আমার নয় তবুও আমি গুমরে যাচ্ছি প্রতি মুহূর্তে আপনার জন্য..., শরীর পূড়ছে, মন পূড়ছে কিন্তু কোনো গন্ধ বের হচ্ছে না..., এ যেন জীবন্ত চিতায় সেচ্ছায় আত্মাহুতি দেওয়ার সামিল...,
আমার একটা বাজে স্বভাবের কথা আপনাকে বলা হয় নি আমি ভীষণ লোভী মানুষ..., আপনাকে দেখার লোভ, ছোঁয়ার লোভ, জড়িয়ে থাকার লোভ আমার এ জন্মে ফুরোবে না...,
কতবার ভেবেছি ফিরে যাই, এ সুখ আমার নয় তবে কেন মিছে পিছুটান..., কিন্তু কী এক অমোঘ টানে তোমার দিকেই ফিরে আসছি অনন্ত কাল যার শুরু আছে শেষ নেই..., আমি কী কোনোদিন আপনাকে ভুলে বাঁচতে পারবো??? পারবো না তো..., প্রয়োজন ও নেই.. যে জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই কী হবে সে জীবন দিয়ে..., তার চাইতে বরং একটা জীবন আপনার নামেই লিখে দিলাম...,
আমায় ভুলে যাবেন না তো...,
⚜️Last Blood⚜️