Headlines Today

Headlines Today (ন্যায়ের কলম,অন্যায়ের প্রতিবাদ)
আপনাদের এলাকায় যে কোন খবর দিতে পারবেন।
আপনাদের পরিচয় গোপন রাখা হবে।
7628005745
(1)

18/11/2025

এই মুহূর্তে চাঞ্চল্যকর ঠিকাদারী বাণিজ্য নিয়ে দু পক্ষের সংঘর্ষ দুই রাউন্ড গুলি রণক্ষেত্র কৈলাশহর টিলা বাজারে।

18/11/2025

আবারো নারীদের সুরক্ষা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর একটি ঘটনা

২০৮ নং জাতীয় সড়কে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ — ঘটনাস্থলেই নিহত তেলের ট্যাঙ্কার চালকধলাই জেলার কমলপুর থানার সাইকা বাড়ী এলাক...
17/11/2025

২০৮ নং জাতীয় সড়কে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ — ঘটনাস্থলেই নিহত তেলের ট্যাঙ্কার চালক

ধলাই জেলার কমলপুর থানার সাইকা বাড়ী এলাকায় ২০৮ নং জাতীয় সড়কে আজ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। আসাম থেকে আগরতলা আসা AS 28 AC 0890 নম্বরের সবজি বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা NL 01 K 2604 নম্বরের ১২ চাকার তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুটি গাড়ি দুমড়ে–মুচড়ে যায়। তেলের ট্যাঙ্কারের চালক ঘটনাস্থলেই নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে ট্রাকের চালক মোস্তফা (৩২), বাড়ি—অসমের দরং জেলা, গুরুতর আহত অবস্থায় কুলাই ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

17/11/2025

ইউনূসের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড! প্রহসন বলছে আওয়ামী লীগ
রায় ঘোষণার পরেই বিক্ষিপ্ত অশান্তি বাংলাদেশ জুড়ে

17/11/2025

ভয়া/বহ অ/গ্নি/কান্ডে পুড়ে ছাই বসত ঘর। ঘটনা রাজধানীর দশমীঘাট মহাশ্মশান সংলগ্ন এলাকার এক বাড়িতে। এলাকার এক ব্যক্তি মিন্টু দেবনাথের বাড়িতে ভাড়া থাকতেন উত্তম দাস নামের এক ব্যক্তি। তার ঘরেই এই অ/গ্নি/কান্ডের ঘটনা সংগঠিত হয়। তবে কি ভাবে এই অ/গ্নি/কান্ডের সূত্রপাত তা স্পষ্ট নয়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। ঘটনায় চাঞ্চল্য।

*ত্রিশাবাড়ি ট্রাই-জংশনে তেলিয়ামুড়া থানার মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক দুই*গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিত...
17/11/2025

*ত্রিশাবাড়ি ট্রাই-জংশনে তেলিয়ামুড়া থানার মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক দুই*

গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার (১৬.১১.২৫) সন্ধ্যায় তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। তেলিয়ামুড়া থানার অফিসার ও কর্মীরা ত্রিশাবাড়ি ট্রাই-জংশন এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে।

আটক দুই ব্যক্তি হলেন— সন্তোষ দেববর্মা (৩৯), পিতা শারৎ দেববর্মা, বাসিন্দা গায়াচরণ, থানা রাধানগর, পশ্চিম ত্রিপুরা। শ্যামল দেববর্মা (৩০), পিতা অখিল দেববর্মা, বাসিন্দা বিনাকুব্রা, থানা মান্ডই, পশ্চিম ত্রিপুরা। তাদের বহন করা দুটি পিঠু ব্যাগ থেকে মোট ১৭ কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পর তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের অধীনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হবে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে।

17/11/2025

১৬,নভেম্বর জাতীয় প্রেস দিবস,এই দিনটি দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় দিয়ে পালন করেন।তার সঙ্গে জার্নালিস্ট এসোসিয়েশন অফ ত্রিপুরা সংগঠন।

ভারতের ইতিহাসে বিহার নির্বাচনে 2026  মাএ 19 বছর বয়সে  ভারতের ইতিহাসে সর্ব কনিষ্ঠ MLA  হলেন মৈথিলী ঠাকুর ।
15/11/2025

ভারতের ইতিহাসে বিহার নির্বাচনে 2026 মাএ 19 বছর বয়সে ভারতের ইতিহাসে সর্ব কনিষ্ঠ MLA হলেন মৈথিলী ঠাকুর ।

15/11/2025

বিহার জয়ের পর ত্রিপুরায় BJP রাজ্যজুড়ে সন্ত্রাস শুরু করলো- 43করবুকে চেলাগাং ও সিপিআইএম এর পার্টি অফিস ভাংচুর।

  পুলিশ ও বি.এস.এফের যৌথ অভিযানে প্রায় ১ লাখ পরিপূর্ণ গাঁজা গাছ ধ্বংস করা হয় নিদয়াতে।Tripura news         live  #সংবাদ
14/11/2025

পুলিশ ও বি.এস.এফের যৌথ অভিযানে প্রায় ১ লাখ পরিপূর্ণ গাঁজা গাছ ধ্বংস করা হয় নিদয়াতে।Tripura news live #সংবাদ

14/11/2025

বিহার রাজ্যে এনডিএ জুটের জয় আনন্দে উল্লাসের ত্রিপুরার মন্ত্রী রতন।

14/11/2025

On behalf of TCSA we invite you all to attend the program on 19th Nov 3pm to 10pm
(chakma dubbed invitation)

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when Headlines Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Headlines Today:

Share