19/08/2024
Happy Raksha Bandhan
কথাটা খুব ছোটো এবং সুন্দর
এই দিনটার জন্য অনেক ভাই অপেক্ষা করে থাকে তার বোনের থেকে রাখি পড়ার জন্য এবং বোনরাও অপেক্ষা করে থাকে তাদের ভাইদের রাখি পড়ানোর জন্য। কিন্তু আসল কথা হলো এই রাখি বন্ধন তখনই সুন্দর যখন তুমি অন্য কোনো মেয়েকে দেখলে বাজে কোনো "শব্দ" নয় নিজের বোনের শ্রদ্ধা আসবে। তাহলেই তুমি একটা সত্যিকারের পুরুষ এবং সত্যিকারের একটা মায়ের ছেলে। আর যদি কোনো মেয়েকে দেখলে তোমার মনে বাজে চিন্তাভাবনা বাজে দৃষ্টিভঙ্গি আসে তাহলে তুমি মানুষ নও,তোমার স্থান হিংস্র প্রাণীর থেকেও নিচে,মান এবং হুশ ছাড়া অমানুষ তুমি। আমি প্রাক্টিক্যালি কিছু মানুষকে দেখলাম, সে নাকি মেয়েদেরকে দাম - ই দেনা,"ফেলে দেওয়া আবর্জনা মনে করে" ভাই শোন তুইও কিন্তু একটা মায়ের ছেলে মেয়েদেরকে দাম দিসনা তার মানেতো এটাই সম্পূর্ণ পরিষ্কার যে তুই তোর মাকেও দাম দিসনা,,তোর ভবিষ্যত এখানেই শেষ মনে রাখিস।।।তার জন্য রাখিটা তাদের হাতেই মানাই যাদের মুখে এবং চোখে মেয়েদের জন্য বাজে চিন্তা ভাবনা এবং বাজে দৃষ্টিভঙ্গি নয় অসীম শ্রদ্ধা আছে ।