পাহাড়ি ত্রিপুরা

পাহাড়ি ত্রিপুরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ! কথা হবে সোজাসাপ্টা ? news channel

নতুন দিল্লির এইচকেএস সুরজিত ভবনে এসএফআই-এর ১৮তম সর্বভারতীয় সম্মেলনের লোগো উন্মোচন করেন প্রাক্তন এসএফআই সর্বভারতীয় সভাপ...
12/05/2025

নতুন দিল্লির এইচকেএস সুরজিত ভবনে এসএফআই-এর ১৮তম সর্বভারতীয় সম্মেলনের লোগো উন্মোচন করেন প্রাক্তন এসএফআই সর্বভারতীয় সভাপতি এম.এ. বেবি। এসএফআই-এর প্রাক্তন জাতীয় নেতা নীলোৎপল বসু,অরুণ কুমার এবং এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, এসএফআই-এর যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর এবং আদর্শ এম.সাজি, সচিবালয় সদস্য ঐশী ঘোষ, সুরজ এলামন এবং অভিজিৎ এম.এল-এর প্রমূখরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লোগোটি ডিজাইন করেছেন লিবিন।

04/05/2025

আবারো নাশকতার আগুনে পুড়ে চাই কৈলা শহরের বিশিষ্ট কন্ট্রাক্টারআব্দুল মান্নানের এম বি আই ইট ভাট্টা।

পহেলগাঁও হত্যাকাণ্ডের জ*ঙ্গিদের ছবি প্রকাশ করলো নিরাপত্তা সংস্থাগুলি ! গোয়েন্দা সূত্রে খবর, চার জ*ঙ্গি হল— আদিল, আসিফ ফু...
23/04/2025

পহেলগাঁও হত্যাকাণ্ডের জ*ঙ্গিদের ছবি প্রকাশ করলো নিরাপত্তা সংস্থাগুলি ! গোয়েন্দা সূত্রে খবর, চার জ*ঙ্গি হল— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা ।।

সকলের সহযোগিতায় শিশুটি তার নিজ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ প্রশাসন স্বস্তি পেয়েছে সাধারণ জনগণ তবে এতে একটা কথাই স...
28/03/2025

সকলের সহযোগিতায় শিশুটি তার নিজ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ প্রশাসন স্বস্তি পেয়েছে সাধারণ জনগণ তবে এতে একটা কথাই স্পষ্ট ছোট বাচ্চাদের নিয়ে লোকালয়ে গেলে নজরে রাখা প্রয়োজন।।

09/03/2025

সব ক্রেডিট বর্তমান হয়ে নিজেই নিয়ে নিলেন তবে তার বেশ অর্ধেক ভূমিকাই ছিল
প্রাক্তনের কিন্তু তার দাম ও নাম নেই।।

06/03/2025

হিন্দু সনাতন ধর্মের সন্ন্যাসীরা রাস্তায় নামলে বিজেপির বিরুদ্ধে।
আজ দুপুরে পশ্চিমবঙ্গের
তারাপীঠ মন্দিরের পাশের ডেইরিনের বেহাল অবস্থা এই নিয়ে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার কাজ চালু করেছে সেই সরকারি কাজে বাধা দিতে বিজেপির নেতারা যখন আসে তখন তারাপীঠের হিন্দু ধর্মের সন্ন্যাসী ওই বিজেপির বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ।।
#ভাইরালভিডিওシ #পোলাপাইন

দম্পতি জীবনে পদার্পণ! বিবাহতে আবদ্ধ হলেন পাতার কন্যা জমাতিয়া।।
02/03/2025

দম্পতি জীবনে পদার্পণ! বিবাহতে আবদ্ধ হলেন পাতার কন্যা জমাতিয়া।।

নির্বাচন কমিশন বলেছে একই এপিক নম্বর দুবার থাকা মানেই জাল ভোটার হবেন, এমন চিন্তা ঠিক নয়। ব্যাখ্যা করে কমিশন বলেছে, কয়েকটি...
02/03/2025

নির্বাচন কমিশন বলেছে একই এপিক নম্বর দুবার থাকা মানেই জাল ভোটার হবেন, এমন চিন্তা ঠিক নয়। ব্যাখ্যা করে কমিশন বলেছে, কয়েকটি সংমাদ মাধ্যমে বলা হচ্ছে দুটি আলাদা রাজ্যে একই এপিক নম্বরের ভোটার পাওয়া গেছে, এরকমটা হতেই পারে। আলাদা আলাদা রাজ্যের এপিক নম্বরের ক্ষেত্রে ভৌগলিক ও জনভিত্তিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কোন পোলিং বুথে এপিক নম্বর সেটাই বিচার্য। ঐ ভোটার একমাত্র তাঁর সুনির্দিষ্ট পোলিং স্টেশনেই ভোট প্রদান করতে পারবেন। তিনি অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো বিধানসভা কেন্দ্রে ভোট দেওয়ার অধিকারী নন। যে রাজ্য, বিধানসভা কেন্দ্রের যে পোলিং স্টেশনে তার নাম নথিভুক্ত আছে, সেই ভোটার একমাত্র সেখানেই ভোট দেওয়ার অধিকারী।
কমিশন আরও ব্যাখ্যা করে বলেছেন, এরোনেট মঞ্চে তথ্য নথিভুক্ত হওয়ার আগে ম্যানুয়াল পদ্ধতিতে এবং বিকেন্দ্রীভূতভাবে ভোটার তালিকা তৈরি করা হত। কাজেই সেক্ষেত্রে একই এপিক নম্বর দুবার থাকাটা আশ্চর্যের নয়। বহু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের নির্বাচনী দপ্তরের একই ধরনের নম্বরের সিরিজ ব্যবহার করা হয়েছিল। কমিশন আশা প্রকাশ করছে, এরোনেট টু পয়েন্ট জিরো সম্পূর্ণ কার্যকর করা হলে এই নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না।

ভয়ংকর যান দুর্ঘটনা, সিপাহী জেলা অভয়ারণ্যের সন্নিকটে মনো ফকির দরগা সামনে।।
13/02/2025

ভয়ংকর যান দুর্ঘটনা, সিপাহী জেলা অভয়ারণ্যের সন্নিকটে মনো ফকির দরগা সামনে।।

10/02/2025

ন্যাশনাল স্কুল অফ ড্রামা তার উদ্যোগে আগরতলায় রবীন্দ্র সতবার্ষিকী ভবনে 5 দিনব্যাপী চলবে সাংস্কৃতিক সন্ধ্যা।।

এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত ধনপুর অঞ্চল কমিটির ১৮তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। অঞ্চল সম্মেলন থেকে সর্বসম্মতি...
09/02/2025

এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত ধনপুর অঞ্চল কমিটির ১৮তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। অঞ্চল সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের নতুন অঞ্চল কমিটি গঠিত হয়,ইকবাল হোসেন এবং আবুল খায়ের যথাক্রমে নতুন অঞ্চল সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন।

পদত্যাগ করলেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।।
09/02/2025

পদত্যাগ করলেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।।

Address

Agartala

Telephone

+919233694246

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাহাড়ি ত্রিপুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share