TripuraVisions

03/07/2025

কিশোর হলেন মন্ত্রী

মন্ত্রী হলেন ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তপশিলি জাতি সংরক্ষিত নলছড় আসন থেকে বিজেপির টিকিটে বিজয়ী প্রার্থী কিশোর বর্মন। বৃহস্পতিবার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।রাজ্য মন্ত্রিসভার ১১ তম সদস্য হিসেবে এদিন তিনি শপথ বাক্য পাঠ করেন। এদিন এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রনজিত সিংহ রায়, সুধাংশু দাস, টিংকু রায়, বিকাশ দেববর্মা, সান্তনা চাকমা। উল্লেখ্য আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি বরসিয়ান মন্ত্রী রতনলাল নাথকে। পাশাপাশি উপস্থিত ছিলেন না মথার প্রতিনিধীরাও। ত্রিপুরার সিপাহিজলা জেলার নলচরের বাসিন্দা অমর চাঁদ বর্মণের ছেলে কিশোর বর্মন জন্মগ্রহণ করেছিলেন ১৯৮০ সালে।
তিনি ২০০৪ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেছিলেন।
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করে কিশোর বর্মণ তপশিলি জাতি সংরক্ষিত নলচর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন । তিনি ২০,৮৩৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -এর তপন চন্দ্র দাসকে ২,৩৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি বিজেপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি উনার দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বিজেপি দলের সংগঠন নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। শপথ গ্রহণ শেষে তিনি উনার উপর বিশ্বাস এবং এরকম গুরুদায়িত্ব রাখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহকে সহ কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার স্বচ্ছ ভাবমূর্তিকে পাথেয় করে এগিয়ে যেতে হবে বলেও তিনি জানান।

03/07/2025



বৃহস্পতিবার পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। বৃহস্পতিবার সকালে চিরাচরিত ধর্মীয় আচার আচরণ মেনে সম্পন্ন হয় স্নান যাত্রা। এদিন ধর্মীয় রীতি নীতি মেনে মূল মন্দির থেকে চৌদ্দ দেবতার বিগ্রহ গুলিকে একে একে বের করে আনা হয়। এরপর রাজ চন্তাইয়ের উপস্থিতিতে প্রদান করা হয় গার্ড অফ অনার।
গার্ড অফ অনার প্রদান শেষে রাজ চন্তাইয়ের পৌরহিত্যে বের হয় শোভাযাত্রা। ১৪ টি বিগ্রহকে যথা শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি এই ১৪ জন দেবদেবীকে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে।এই স্নান যাত্রা দর্শন করার জন্য রাস্তার দুধারে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শনার্থী। উলুধ্বনি ও ঢাক এবং বাদ্য যন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা পথ।
আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়, চলে সাত দিন । এবছর ২৬৫ বছরে পা দিল খার্চি পূজা। ১৯৪৮ সালে ত্রিপুরা ভারত ভুক্তির পর থেকে এই পূজা ও মেলার দায়িত্ব নেয় রাজ্য সরকার। ত্রিপুরার রাজাদের কুল দেবতা হলেও ১৯৪৮ সালের ১৫ অক্টোবর ভারত অন্তর্ভুক্তির পর মেলার সমস্ত দায়িত্ব বর্তায় রাজ্য সরকারের উপর। ১৭৬০ খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরনো হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো। খার্চি পূজার প্রথম দিন সকালেই পূর্ণ্যার্থীদের ফির দেখে বুঝা যায় আগামী সাতদিন জন ঢল নামবে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়িতে।

02/07/2025

লাল বাহাদুর চৌমুহনীর রীতিকা মেডিকেল হলের বিরুদ্ধে গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন প্রদান করার অভিযোগ উঠল। জানা যায় মঠ চৌমুহনি এলাকার সৌরভ দেব উনার স্ত্রী রুবিতা দেব কে একটি ইনজেকশন দেওয়ার জন্য লাল বাহাদুর চৌমুহনীর রিতিকা মেডিকেল হলে নিয়ে আসে। সেখানে লুপি এসএইচ ৭৫ নামক একটি ইনজেকশন যার দাম রয়েছে ১৪৮৭ টাকা তার এক্সপেরি ডেট না দেখেই রোগীর শরীরে পুশ করে দেওয়া হয়। পরবর্তীতে সৌরভ বাবু দেখতে পান ইনজেকশনটি মার্চ মাসেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ এই ইঞ্জেকশন গর্ভবতী মহিলাকে প্রদান করার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সৌরভবাবু থানায় মামলা করার পর ও পুলিশের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে জনতা। প্রসঙ্গত কিছুদিন পূর্বেও তেলিয়ামুড়ায় এরকম একটি ঘটনায় মৃত্যু হয়েছিল এক মহিলার। এখন দেখার এই ঘটনায় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ড্রাগ কন্ট্রোলার।

02/07/2025

ফের নিয়োগের দাবিতে সরব হল ২০২২ সালের এস টি জি টি
পরীক্ষার্থীরা। অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে বুধবার পুনরায় তারা শিক্ষা ভবনে যায়। শিক্ষা দপ্তরের অধিকর্তাকে না পেয়ে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

01/07/2025

মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদুরকর্তা চৌমুহনীতে পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।প্রসঙ্গত
সরকারের প্রশাসনিক কার্য পরিচালনার সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের ৭টি কাউন্সিল অফিসকে আগরতলার বিদুরকর্তা চৌমুহনীস্থিত ডাঃ পি বি দাস মেমোরিয়াল ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং দুতলাতে স্থানান্তরিত করা হল। প্রসঙ্গত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে একই ভবনের নিচে এতগুলি কাউন্সিল অফিস স্থানান্তরিত হল। এই কাউন্সিল অফিসগুলি হলো, ত্রিপুরা স্টেট মেডিক্যাল কাউন্সিল। ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল। ত্রিপুরা স্টেট ফার্মেন্সি কাউন্সিল। ত্রিপুরা নার্সিং কাউন্সিল। ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিল। কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ত্রিপুরা এবং
ত্রিপুরা স্টেট এলাইড এন্ড হেলথ কেয়ার কাউন্সিল।পূর্বে এই কাউন্সিল অফিসগুলি আগরতলার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিস বিন্ডিং-এ অবস্থিত ছিল যার ফলে রেজিস্ট্রেশনকারি বা আবেদনকারীদের যোগাযোগ এবং কার্য পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত। তাদের সুবিধার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে রাজ্য সরকার নীতিগতভাবে এই ৭টি কাউন্সিল অফিসকে একই ছাদের নীচে একই ভবনে স্থানান্তরের করে।

01/07/2025

পরিবার ও পরিজনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে ত্রিপুরার বহু বাঙালি পরিবারে বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে। আষাঢ় মাসে রথ যাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার এবং শনিবার বিপত্তারিণী পুজো করা হয়। শাস্ত্র মতে বিপত্তারিণী আসলে দেবী দুর্গার ১০৮টি স্বরূপের মধ্যে অন্যতম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রদ্ধা-ভক্তিভরে বিপত্তারিণীর পুজো করলে দেবী সমস্ত সংকট কাটিয়ে দেন ও আপদ-বিপদ থেকে রক্ষা করেন। এই পুজোয় সব কিছু ১৩টি করে দেবীকে নিবেদন করা হয়।

প্রতিবছর আষাঢ় মাসে দুদিন বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর প্রথম ২৮ শে জুন অনুষ্ঠিত হয় বিপত্তারিণী পুজো। এবং আজ তথা মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বিপত্তারিণী পুজো। রাজ্যের প্রায় প্রতিটি বাড়িতেই ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে বিপত্তারিণী পুজো। আগরতলা শহরেও বিভিন্ন বাড়িতে অনুষ্ঠিত হয় বিপত্তারিণী পূজা।

01/07/2025

গত কয়েকদিন আগে জেলে থাকা কালীন অবস্থায় গোয়ালা বস্তির বাসিন্দা কৈলাস রায় নামে এক ব্যক্তি মৃত্যু হয় তাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় গোয়ালা বস্তির এলাকা আজ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মৃতার বাড়িতে যায় এবং পরিবার পরিজনদের সাথে কথা বলে।

01/07/2025

দীর্ঘদিন যাবৎ জিরানীয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের ওপর আক্রমনকারী দুর্বৃওদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের ডি.জি. অফিসের সামনে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই (এম), জিরানীয়া মহকুমা। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে, গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে বক্তব্য রাখেন রাধা চরণ দেববর্মা, মানিক দে , রমা দাস।

30/06/2025



ত্রিপুরা টী ওয়ার্কার্স ইউনিয়ন সাত দফা দাবিতে সোমবার অফিস লেনে শ্রম দপ্তরে গণ ডেপুটেশন ও গণধর্ণা কর্মসূচি পালন করে। তাদের দাবিগুলি হল,
মূল্য বৃদির সথে সঙ্গতি রেখে ১৯ কেজি পাতা তোলার -নিরিখের ভিতিতে ২৫০/= টাকা ন্যূনতম মজুরী দিতে হবে।

চা অমিকদের সরকারী দায়িত্বে বাসগৃহ নির্মান করে দিতে হবে। মালিকদের দায়িত্বে বাসগৃহ সংস্কার করতে হবে।
অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক শ্রমিক পরিবার কে ৩ গন্ডা করে বাস ভূমির জায়গার পাট্টা দিতে হবে।
শ্রমিকদের অবসরের পর আইন অনুযায়ী ইপি-এফ,-গ্রেচুয়িটি সহ অন্যান্য প্রাপ্য অর্থ সময় মত মিটিয়ে দিতে হবে। শম দপ্তরে ই-পি-অফের টাকা সঠিক সময়ে পাওয়ার জন্য শ্রমিকদের সহায়তা কেন্দ্র স্থাপন করতে হবে।

টি-ডি-ডি-সি ও সমবায়ের বাগান গুলিতে লুটের বানিজ বন্ধ করতে হবে।

বাগিচা আইন অনুযায়ী অনুযায় বাগানের পায়গা। পায়গা অন্য কাজে ল্যাবহার করা চলবে না, কিংবা বিক্রি করা যাবেনা।-পবর দখল কৃত পায়গা ফেরতের ব্যাবস্থা করতে হবে।
বাগান গুলিতে দলবাজি বন্ধ করে সুষ্ঠু পরিবেশ ফিরিরে আনতে হবে।

বিজেপি রাজ্য রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব উনার ইস্যু করা বিজেপি সভাপতি নির্বাচন পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত ...
27/06/2025

বিজেপি রাজ্য রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব উনার ইস্যু করা বিজেপি সভাপতি নির্বাচন পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত স্থগিত ঘোষণা করলেন।

27/06/2025

আনারস চাষে কৃষকদের আয় দ্বিগুণ করছে বিজেপি সরকার: কৃষিমন্ত্রী

ত্রিপুরার কুইন আনারসকে বিশ্ববাজারে প্রতিষ্ঠা করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ১৩২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক—এই কথা জানালেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
আজ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত ৫ম সিআইআই ত্রিপুরা আনারস উৎসব ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান আন্তর্জাতিক বাণিজ্যে আনারস একটি গুরুত্বপূর্ণ ফল, যা কলা ও সাইট্রাসের পর তৃতীয় স্থানে। ত্রিপুরার কুইন ও কিউ আনারস রাজ্যের পাহাড়ি ও আর্দ্র জলবায়ুতে স্বল্প রাসায়নিক ব্যবহারে উৎপন্ন হয় এবং এগুলির স্বর্ণালি বর্ণ ও সুবাস বিশেষভাবে আকর্ষণীয়।

মন্ত্রী জানান, রাজ্যে মোট ফল চাষের জমির পরিমাণ ৫৮,৪৯১ হেক্টর, যার মধ্যে ১১,৮৬২ হেক্টরে আনারস চাষ হয় এবং বার্ষিক উৎপাদন প্রায় ১,৭৪,০১৬ মেট্রিক টন। এখানকার গড় উৎপাদন হেক্টর প্রতি ১৪.৬ টন, যা জাতীয় গড় ১৭ টনের তুলনায় কিছুটা কম। তবে কুইন আনারসের হেক্টর প্রতি গড় উৎপাদন ১২ টন, আর কিউ জাতের উৎপাদন ১৫.৭১ টন।

তিনি জানান ত্রিপুরার কুইন আনারস জি আই ট্যাগ স্বীকৃতি পেয়েছে, যা এই জাতটির স্বতন্ত্রতা ও গুণমানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে। প্রতিবছর রাজ্যে উৎপাদিত আনারসের মধ্যে প্রায় ১০,০০০ মেট্রিক টন রপ্তানিযোগ্য মানের হয় যা দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

তিনি জানান, ডোনার মন্ত্রক ত্রিপুরার কুইন আনারসকে একটি বিশ্ব বাজারে ব্র্যান্ড হিসেবে প্রচারের পরামর্শ দিয়েছে, যেখানে কৌশলগত বিপণন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “এই প্রকল্পের মাধ্যমে দপ্তরের লক্ষ্য হলো স্থানীয় উৎপাদন ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, ফসল তোলার পর ক্ষয়ক্ষতি হ্রাস, ধাপে ধাপে উৎপাদন প্রক্রিয়া চালু করে সারা বছর ফলন নিশ্চিত করা, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিকরণ। এই লক্ষ্য পূরণে ডোনার মন্ত্রক, যার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরার প্রসিদ্ধ কুইন আনারসকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য ১৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। আমরা কুইন আনারসকে শুধুমাত্র মৌসুমি ফল হিসেবে নয়, সারা বছর ধরে উৎপাদনের লক্ষ্যে ৩৬৫ দিনের স্ট্যাগারিং পদ্ধতির মাধ্যমে চাষ করতে চলেছি এবং প্রাথমিকভাবে ২,০০০ হেক্টর জমিতে এই কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন বিজেপি সরকার আসার আগে আনারস চাষিরা তাঁদের ফলের প্রকৃত মূল্য পেতেন না। কিন্তু এখন রাজ্য সরকার শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানির মাধ্যমে তাঁদের ফল বিক্রির সুযোগ করে দিচ্ছে। ফলে কৃষকরা সরাসরি লাভবান হচ্ছেন।

রাজ্য সরকার আশাবাদী, এই প্রকল্প ত্রিপুরার কৃষিপণ্য রপ্তানিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

আগামী ২৯ জুন ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবে।
27/06/2025

আগামী ২৯ জুন ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবে।

Address

Ramnagar Road No 8
Agartala

Alerts

Be the first to know and let us send you an email when TripuraVisions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TripuraVisions:

Share