03/07/2025
কিশোর হলেন মন্ত্রী
মন্ত্রী হলেন ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তপশিলি জাতি সংরক্ষিত নলছড় আসন থেকে বিজেপির টিকিটে বিজয়ী প্রার্থী কিশোর বর্মন। বৃহস্পতিবার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।রাজ্য মন্ত্রিসভার ১১ তম সদস্য হিসেবে এদিন তিনি শপথ বাক্য পাঠ করেন। এদিন এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রনজিত সিংহ রায়, সুধাংশু দাস, টিংকু রায়, বিকাশ দেববর্মা, সান্তনা চাকমা। উল্লেখ্য আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি বরসিয়ান মন্ত্রী রতনলাল নাথকে। পাশাপাশি উপস্থিত ছিলেন না মথার প্রতিনিধীরাও। ত্রিপুরার সিপাহিজলা জেলার নলচরের বাসিন্দা অমর চাঁদ বর্মণের ছেলে কিশোর বর্মন জন্মগ্রহণ করেছিলেন ১৯৮০ সালে।
তিনি ২০০৪ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেছিলেন।
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করে কিশোর বর্মণ তপশিলি জাতি সংরক্ষিত নলচর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন । তিনি ২০,৮৩৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -এর তপন চন্দ্র দাসকে ২,৩৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি বিজেপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি উনার দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বিজেপি দলের সংগঠন নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। শপথ গ্রহণ শেষে তিনি উনার উপর বিশ্বাস এবং এরকম গুরুদায়িত্ব রাখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহকে সহ কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার স্বচ্ছ ভাবমূর্তিকে পাথেয় করে এগিয়ে যেতে হবে বলেও তিনি জানান।