TripuraVisions

19/10/2025

বিধায়ক তোফাজ্জল হোসেনের বক্তব্যের তীব্র বিরোধিতা করল প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দল বিরোধী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

19/09/2025
12/09/2025

এডি নগর পুলিশ হেড কোয়ার্টারের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে পুলিশ কর্মীদের কোয়ার্টারে যাওয়ার রাস্তাটা বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘদিন। স্বরাষ্ট্র দপ্তর থেকে মেয়র কে অনুরোধ করা হয়েছিল সেই রাস্তাটি সংস্কার করে দেওয়ার। সেই মোতাবেক শুক্রবার মেয়র দীপক মজুমদার মনিকা দাস দত্ত কমিশনার ডি কে চাকমা সহ অন্যান্যরা সে রাস্তা পরিদর্শন করে। পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাস্তাটি সংস্কার করা দেওয়া হবে দুর্গা পুজোর পর। তবে পুজোর আগে কিছুটা প্রাথমিক মেরামত করে দেওয়া হবে।

12/09/2025

দেব শিল্পী বিশ্বকর্মা পূজার বাকি আর চারদিন।বিশ্বকর্মা পুজোর আগে প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। তবে, বৃষ্টির কারণে রাজ্যের কিছু কিছু জায়গায় প্রতিমা নির্মাণে অসুবিধা হচ্ছে, যা শিল্পীদের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি গণেশ পূজা পরবর্তীতে বিশ্বকর্মা পূজা
এবং দুর্গাপূজার মধ্যে বেশি দিনের ফারাক না থাকায় রাত দিন এক করে কাজ করতে হচ্ছে তাদের। মহিলারাও হাত লাগিয়েছে প্রতিমা তৈরিতে। তবে রাজ্যে যে হারে দিন দিন গনেশ পূজা বাড়ছে তাতে করে জৌলুষ হারাচ্ছে বিশ্বকর্মা পূজা। শিল্পীদের সঙ্গে কথা বলে বুঝা গেল চাহিদা অনেকটাই কম রয়েছে। পাশাপাশি প্রতিমা তৈরীর উপকরণের মূল্য বৃদ্ধির
ফলে সেই অর্থে তাদের পরিশ্রমের সঠিক মূল্যও তারা পাচ্ছেন না বলে জানান।

12/09/2025

শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকী পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। এদিন উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব রতন ভৌমিক সহ অন্যান্যরা। প্রসঙ্গত নিউমোনিয়ার কারণে অসুস্থ হয়ে সীতারাম ইয়েচুরি দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন ১৯ অগাস্ট ২০২৪ সালে।
কিন্তু ডাক্তারদের তিন সপ্তাহের প্রচেষ্টা ব্যর্থ করে ৭২ বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি।
১২ সেপ্টেম্বর ২০২৪ সালে দুপুর ৩টে ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
১৯৫২ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ইয়েচুরি। জে এন ইউতে পড়ার সময়ে বাম রাজনীতির হাতেখড়ি। পরবর্তীতে মৃত্যুর আগ পর্যন্ত সিপিআইএমের সর্বোচ্চ পদে নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি।

08/09/2025

বিশ্বের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ফলে বয়স্কদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এ বছর
বিশ্ব ফিজিওথেরাপি দিবসের থিম রাখা হয়েছে "স্বাস্থ্যকর বার্ধক্য", যা মূলত দুর্বলতা ও পতন প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্বের উপর জোর দেয়। বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা এই থিমের অধীনে বার্ধক্য প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা তুলে ধরে আজকের দিনটি পালন করছে। আজকের দিনটিকে সামনে রেখে দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স যৌথ উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। এই সচেতনতামূলক শোভাযাত্রার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগত করা এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টা তুলে ধরা। আজকের এই সচেতনতামূলক শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ, তাছাড়া উপস্থিত ছিলেন দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার মুখ্য উপদেষ্টা সুজিত রায় সহ অন্যান্যরা।আজকের এই শুভযাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।

07/09/2025

রবিবার ভাদ্র পূর্ণিমা মহা মহোৎসব তিথি এবং ভগবতজয়ন্তী উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরে বিশেষ গীতাযজ্ঞের আয়োজন করা হয়। আজকের এই দিনে শ্রীমৎ ভগবত গীতার মধ্যে আবির্ভূত হয়েছিলেন। আজকের এই দিন থেকে ঘিরে ইসকন মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

07/09/2025

শনিবার রাতে পাহাড় ও সমতলে ভারী বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকাল থেকেই হাওড়া নদীর জল বাড়তে থাকে। দুপুর থেকে বলদাখাল এলাকা জলে প্লাবিত হয়ে পড়ে। স্থানীয় জনগণ পড়ে সমস্যায়।

07/09/2025

শহর থেকে বের হবার রাস্তায় দুর্ঘটনা রোধে বসানো হচ্ছে ডিভাইডার। চন্দ্রপুর বলদাখাল ঢোকার রাস্তার মুখে এই ডিভাইডার বসানো কে নিয়ে আজ বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি হলো চন্দ্রপুর বাজার একটি বড়বাজার পাশাপাশি এই এলাকার স্কুলে অনেক ছাত্র ছাত্রী চলাচল করে এই রাস্তা দিয়ে। ফলে পুরো রাস্তা জুড়ে ডিভাইডার বসানো হলে চলাচলে অসুবিধা সৃষ্টি হবে। সেই দিকে লক্ষ্য রেখে যেন এই জায়গায় কিছুটা অংশ ফাঁকা রাখা হয় সেই দাবিতে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করে।

07/09/2025

স্মার্ট হচ্ছে ত্রিপুরা! আগরতলা পেয়েছে স্মার্ট সিটির তকমা । সেদিকে লক্ষ্য রেখে কি রাজ্য সরকার বারের পর নাইট ক্লাবেরও পারমিশন দিল শহরকে স্মার্ট করতে? প্রশ্ন উঠেছে জনমনে। তাও আবার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। যেই এলাকা রাজ্যের সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত। গতকাল রাতে রোজভ্যালির দখলকৃত বাড়ি ভাড়ায় নিয়ে উদ্বোধন হলো হ্যাপিয়েস্ট আওয়ার নামক একটি নাইট ক্লাবের। রাজ্যের আমানতকারীদের টাকা নিয়েই রোজ ভ্যালি এই বাড়িটি ক্রয় করেছিল। রাজ্য সরকার ঘোষণা করেছিলেন রোজভ্যালির বিভিন্ন সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। সেই জায়গায় এই বাড়িটি কিভাবে রাজ্য সরকার একটি নাইট ক্লাবকে ভাড়া দিল প্রশ্ন উঠেছে তা নিয়েও? পাশাপাশি প্রথম রাতেই উশৃংখল যুবকদের আচরণে ডাকতে হলো পুলিশ। জনগণ ঠাট্টা করে বলাবলি করছিল নতুন করে একটি থানাও তৈরি করতে হবে এই জায়গায় না হলে উশৃংখল যুবক-যুবতীদের নিয়ন্ত্রণে আনা যাবে না। গতকাল উদ্বোধনের পরই সৃষ্টি হয় বিশৃঙ্খলা পরবর্তীতে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে । সংস্কৃতি মহল থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলে প্রশ্ন উঠেছে এরকম একটি জায়গায় কি করে রাজ্য সরকার নাইট ক্লাবের পারমিশন দিল। ইতিমধ্যেই কংগ্রেস দল এব্যাপারে তাদের আপত্তি জানিয়ে বিবৃতি প্রদান করেছে। আজ এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক তো বিরোধী দল নেতা জিতেন চৌধুরীও। অবিলম্বে এই জায়গা থেকে এই নাইট ক্লাবকে সরিয়ে নেওয়ার উদ্যোগ যেন রাজ্য সরকার গ্রহণ করেন তিনি এই দাবি জানান।রাজ্য সরকার একদিকে ডাক দিচ্ছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার অপরদিকে নেশা সাম্রাজ্য বিস্তার করতে বিভিন্ন এলাকায় মদের দোকান থেকে শুরু করে আগরতলা শহর জুড়ে বার এবং নতুন করে নাইট ক্লাবের সংস্কৃতি আমদানি করছে। সে সকল বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিজ্ঞ মহল বলাবলি করছে এই নাইট ক্লাবেই অদূর ভবিষ্যতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

05/09/2025

মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মারা যান। আজ উনার মৃত্যুবার্ষিকী। শুক্রবার উনার প্রয়াণ দিবসে নির্মলা শিশু গৃহে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মাদার তেরেসা ছিলেন একজন ধর্মপ্রচারক ও সমাজকর্মী যিনি তাঁর মানবতাবাদী কাজের জন্য পরিচিত। ১৯১০ সালে উত্তর মেসিডোনিয়ার স্কোপজেতে জন্মগ্রহণ করার পর, ১৮ বছর বয়সে তিনি ভারতে আসেন এবং সিস্টার্স অফ লরেটোতে যোগ দেন। পরে তিনি 'মিশনারিজ অফ চ্যারিটি' প্রতিষ্ঠা করেন, যা ভারতে ও পরে বিশ্বজুড়ে দরিদ্র, অসুস্থ ও অসহায় মানুষের সেবা করে। তিনি তাঁর নিঃস্বার্থ কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কার সহ অনেক পুরস্কার লাভ করেন এবং ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান।

05/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Ramnagar Road No 8
Agartala

Alerts

Be the first to know and let us send you an email when TripuraVisions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TripuraVisions:

Share