
07/11/2023
৪২ ফুট উঁচু শ্যামা মায়ের প্রতিমার প্রস্তুতি চলছে জোর কদমে, আগামী ১১ই নভেম্বর শুভ উদ্বোধনী এবং মেলা চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত।। তৎসঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১৮ই নভেম্বর 'কুমার শানু নাইট' ।।
রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় দাদা শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং ১০ মজলিশপুর মন্ডলের যৌথ উদ্যোগে আমরা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি।।
স্থান:- জিরানিয়া এস.ডি.এম. অফিস সংলগ্ন ময়দান।।