22/05/2023
জীবন যুদ্বে কত কী আমাদের সাথে ঘটে যায় কিছু ভালো মানুষের সাথে ভালো স্মৃতি পাওয়া যায় কিছু খারাপ মানুষের সাথে খারাপ স্মৃতি,,,কিণ্তু সত্যি কথা বলতে পথিবীর সব থেকে খারাপ মানুষের সাথে আপনি থেকে যেতে পারবেন যদি আপনার জীবনে ঐ মানুষটার গুরুত্ব থাকে... আপনি কার সাথে থাকছেন কত বড় বাড়িতে থাকছেন কত টাকা পয়সা আছে সত্যি এসব কিছুর মুল্য নেই তাদের জীবনে আপনার কতটা মুল্য আছে ঐটা গুরুত্বপূর্ণ... লোকের কাছে আর একটা কথা শুনা যায় মানিয়ে নেওয়া... যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই আপনার মতামতের কোনো গুরুত্ব নেই তাদের জীবনে থাকার থেকে না থাকাটাই অনেক শ্রেয়,,,,, গুরুত্বহীন জায়গায় বেশীদিন মানিয়ে টিকে থাকা যায় না ,,,, শুধু ভালোবাসি বলে থেকে গেলে হয় না উপযুক্ত সম্মান ও ভালোবাসা দিতে হয়.......