05/06/2025
🔴 অন্ধভক্তি নয়, সচেতনতা জরুরি! 🔴
সম্প্রতি ব্যাঙ্গালোরে আরসিবি-র বিজয়ী শোভাযাত্রায় ভিড়ের চাপে ১১ জন নিরীহ মানুষের প্রাণ গেল। কিছুদিন আগেই কুম্ভ মেলায় মারা গেলেন ৩০ জনেরও বেশি মানুষ। আবার, একটি দক্ষিণী সিনেমা — "Pushpa Part 2"-এর রিলিজ উপলক্ষে ঘটে গেল প্রাণঘাতী দুর্ঘটনা। শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিদিন ভারতের কোনও না কোনও জায়গায় প্রশাসনের ক্রাউড ম্যানেজমেন্টের চরম ব্যর্থতার কারণে ভয়াবহ ঘটনা ঘটছে — কেউ পড়ে গিয়ে পিষে যাচ্ছেন, কেউ দমবন্ধ হয়ে মারা যাচ্ছেন।
এমন ঘটনা ঘটলেই রাজনৈতিক দলগুলো শুরু করে পারস্পরিক দোষারোপের খেলা। কিছুদিন হইচই চলার পর, ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার অন্য কোন নতুন ইস্যুর ভিড়ে। আমরা সাধারণ মানুষও ভুলে যাই — কারণ হয়তো ততদিনে সেই ঘটনায় মৃতরা আমাদের পরিচিত কেউ নয়।
কিন্তু প্রশ্ন হলো, আমরা এখনো শিক্ষা নিচ্ছি না কেন? কেন আজও ভারতের মতো এত বড় একটি দেশে কোনও আয়োজনে সঠিকভাবে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে না? কেন প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে? আর আমাদের, সাধারণ মানুষের কি কোনও দায়িত্ব নেই?
🙏 একটা কথা মনে রাখুন — আপনি যতই কারও ফ্যান হোন না কেন, আপনার জীবন তার থেকেও অনেক বেশি মূল্যবান।
কোনও ক্রিকেটার, ফিল্মস্টার বা সেলিব্রিটির জন্য যদি আপনি ভিড়ের মাঝে নিজের জীবন বিপন্ন করেন, তাহলে আপনার মৃত্যুর পর হয়তো একটি টুইটেই শেষ হবে তাদের 'সমবেদনা'। কিন্তু আপনার পরিবার? তারা সারাজীবন বয়ে বেড়াবে সেই শোক, সেই শূন্যতা।
👉 তাই কোনও বড় ইভেন্টে যাওয়ার আগে ভেবে দেখুন —
✔️ নিরাপত্তার ব্যবস্থা আছে তো?
✔️ আপনার পরিবার জানে আপনি কোথায় যাচ্ছেন?
✔️ পরিস্থিতি খারাপ হলে আপনি বেরিয়ে আসার উপায় জানেন তো?
🎯 আমাদের দেশকে শুধু রাজনৈতিক নেতারা বা প্রশাসন নয় — আমরাও গড়ে তুলি। সচেতন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে।
ভক্তি হোক মনের মধ্যে, কিন্তু অন্ধভক্তি নয়!
সেলিব্রেশন হোক আনন্দের, কিন্তু নিজের জীবনের দামে নয়।
জানব, শিখব, সচেতন থাকব — তাহলেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে।
#জীবন_সর্বাপেক্ষা_মূল্যবান
🔴 Blind Devotion or Awareness? The Choice is Yours! 🔴
Recently, during RCB's victory parade in Bangalore, 1