prathamtripura.com

  • Home
  • prathamtripura.com

prathamtripura.com Official Page of prathamtripura.com The Bengali Version Online News Portal.

29/07/2025

পুলিশকে বেধড়ক পেটালো রাষ্ট্রবাদী মা-ছেলে!

পুলিশের এসআই'কে বেধড়ক পেটালো রাষ্ট্রবাদী মা-ছেলে! বাঁচাতে গিয়ে আক্রান্ত টিএসআর জওয়ান!! চাঞ্চল্যকর ঘটনা বাগবাসা থানা এলাকায়।

29/07/2025

তিন কর্মীর মুক্তি চেয়ে থানা ঘেরাও তিপ্রামথার

কোন দিশায় মথা ? শরিকি দ্বন্দ্ব চরমে ! চাম্পাহাওরে ফর্মে মথা। থানা ঘেরাও কর্মসূচি। বিজেপিকে হুঁশিয়ার করলো শরিক বন্ধু মথার কর্মীরা! তিপ্রা মথার চাম্পাহাওর থানা ঘেরাওয়ে উত্তেজনা!! আশারাম বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করল তিপ্রা মথার ৩ অভিযুক্তকে। এর প্রতিবাদে মঙ্গলবার চাম্পাহাওর থানা ঘেরাও করল মথার কর্মী সমর্থকরা। তাদের দাবি পুলিশ অভিযুক্তদের মুক্ত করে দিতে হবে।

29/07/2025

জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, বাইক ও ট্রিপার গাড়ির সংঘর্ষ

ট্রিপার এবং বাইকের সংঘর্ষে আহত বাইক চালক। ঘটনা মঙ্গলবার দুপুরে মোহনপুর ১০৮ বি জাতীয় সড়কের জগৎপুরে। আহত বাইক চালকের নাম বিক্রম উরাং, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান সিধাই থানার পুলিশ টিম। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দ্রুতগতিতে আসা টি আর ০১ এ সি ১৭৫১ নম্বরের একটি ট্রিপার গাড়ি জাতীয় সড়ক ধরে সিমনামুখী হয়ে যাওয়া টি আর ০১ এ ডব্লিউ ৮০১৫ নম্বরের একটি বাইককে পিছনে ধাক্কা মেরে অনেকটা জায়গা টেনে নিয়ে যায়।

29/07/2025

বাড়ির পুকুরে পড়ে গিয়ে প্রা**ণ হারায় মহিলা

নিজ বাড়ির পুকুরে পড়ে গিয়ে মৃ////ত্যু এক মহিলার। নাম অপর্ণা মজুমদার( ৪৫)। স্বামী স্বপন মজুমদার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন করোইলং এলাকায়। জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ স্বামী স্বপন মজুমদার বাড়িতে এসে ঘরে স্ত্রীকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। হঠাৎই নাকি দেখতে পায় নিজ বাড়ির পুকুরে অচৈতন্য হয়ে পড়ে আছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা গিয়ে অপর্ণা মজুমদারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হল না। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে দেখেই মৃ////ত বলে ঘোষণা করে।

28/07/2025

প্রণয়ের বলি সুস্মিতা!

প্রণয়ের শেষ পরিণতি যে মৃ*******ত্যু তা হয়তবা কোনদিনও ভাবেনি ১৮ বছরের সুস্মিতা। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত কিছুদিন ধরেই তেলিয়ামুড়ার দশমি ঘাটের এক যুবকের সাথে প্রণয়ে লিপ্ত হয় সুস্মিতা মালাকার। তানিয়ে দীর্ঘদিন ধরেই বাড়িতে ঝামেলা চলছিল। সোমবার দুপুরেও ফোন আলাপে দীর্ঘক্ষণ ঝামেলা চলে ওই প্রেমিকের সাথে। তাই সন্ধ্যা নাগাদ বাড়িতে সবার অনুপস্থিতে নিজেকে শেষ করে দেয় সুস্মিতা মালাকার।

28/07/2025

আশারামবাড়ি কান্ডে গ্রেফতার তিপ্রামথার তিনজন কর্মী

খোয়াইয়ের আশারামবাড়িতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান চলছিল। কিন্তু হটাৎই বিজেপির শরিক দল তিপ্রামথার কর্মীরা হামলা চালায়। এতে করে অনেক বিজেপি কর্মীরা আহত হয়। এমনকি বিজেপি নেতাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করে তিপ্রামথার কর্মীরা বলে অভিযোগ। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ময়দানে নেমে তিন অভিযুক্তকে আটক করে।

28/07/2025

ফের ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের মধ্যে ধাক্কা ছোট গাড়ির

দ্রুত গতিতে যাওয়ার সময় গাছের মধ্যে ধাক্কা দিল একটি প্রাইভেট গাড়ি। ঘটনা সোমবার আগরতলা-উদয়পুর জাতীয় সড়কের চরিলাম চেছুড়িমাইল এলাকায়। এতে গাড়ি থাকা চালক সহ সকলেই অল্পবিস্তর আহত হয়েছে। এরপরে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

28/07/2025

ড্রাগস সমেত দুই মহিলা পুলিশের জালে

সোমবার গোপন খবর ভিত্তিতে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে শিলচর থেকে আগত অবৈধ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ দু'জন মহিলাকে আগরতলার যোগেন্দ্রনগরের বনকুমারী এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। তাঁদের থেকে প্রায় ১৫ লক্ষ টাকার ড্রাগস উদ্ধার হয় বলে জানান পশ্চিম জেলার এসপি ড. কিরণ কুমার কে।

মন কি বাত অনুষ্ঠানে হামলা তিপ্রামথার, আহত বহু বিজেপি কর্মীখোয়াইয়ের আশারামবাড়িতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ক...
27/07/2025

মন কি বাত অনুষ্ঠানে হামলা তিপ্রামথার, আহত বহু বিজেপি কর্মী

খোয়াইয়ের আশারামবাড়িতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান চলছিল। কিন্তু হটাৎই বিজেপির শরিক দল তিপ্রামথা নাকি হামলা চালায়। এতে করে অনেক বিজেপি কর্মীরা আহত হয়। এমনকি বিজেপি নেতাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করে তিপ্রামথার কর্মীরা বলে অভিযোগ।

।। প্রথমবেলা অনলাইন সংস্করণ ।।সম্পূর্ণ পত্রিকা Prathambela Online ফেসবুক পেইজে।
26/07/2025

।। প্রথমবেলা অনলাইন সংস্করণ ।।

সম্পূর্ণ পত্রিকা Prathambela Online ফেসবুক পেইজে।

25/07/2025

শহরবাসীর প্রশ্নের মুখে শৈলেস যাদব

শুক্রবার রাজধানীর কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত স্মার্ট সিটির ড্রেনের কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং স্মার্ট সিটির সিইও শৈলেস যাদব। এই পরিদর্শনে গিয়ে শহরবাসীর প্রশ্নের মুখে পড়েন শৈলেস যাদব এবং মেয়র দীপক মজুমদার।

25/07/2025

ভৌতিক আতঙ্ক বিদ্যালয়ে, অসুস্থ কয়েকজন পড়ুয়া

তেলিয়ামুড়া মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুক্রবার হটাৎই ছাত্রছাত্রীদের মধ্যে ভৌতিক আতঙ্ক দেখা দেয়। এতে করে তিনজন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং একজন ষষ্ঠ শ্রেণির ছাত্র অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। পড়ুয়ারা জানায়, বিদ্যালয়ের শৌচাগারে ভুত দেখতে পায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when prathamtripura.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to prathamtripura.com:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share