30/09/2025
পুলিশকে ঘুমে রেখে ৬০ কোটির মাদক বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস !
মোহনপুরে এক লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমানে মাদক উদ্ধার করে আসাম রাইফেলস। বাহিনীর এক আধিকারিক জানিয়েছে, মোহনপুর সড়কে এক লরিতে তল্লাশি চালিয়ে ৬০ কিলো ৭৭ গ্রাম মাদক উদ্ধার করা হয়। এগুলি ইয়াবা ট্যাবলেট বলে জানিয়েছে আসাম রাইফেলস। আন্তর্জাতিক বাজারে উদ্ধার মাদকের মূল্য ৬০ কোটি টাকা। রাজ্যে সম্প্রতিক সময়ে এত বেশি পরিমানে মাদক উদ্ধার হয়নি। যদিও ত্রিপুরা পুলিশে এই সম্পর্কে কোনও তথ্য নেই। সিধাই থানা বা রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে আসাম রাইফেলস এই অভিযান করেছে বলে সূত্রের খবর।