Rajdhani Tv

Rajdhani Tv সত্যের সন্ধানে আমরা আছি ২৪ ঘন্টা

14/07/2025

সোনামুড়া থানার পুলিশের গাঁজা বিরোধী অভিযান, ইন্দুরিয়া থেকে ১৬ লক্ষ টাকার গাঁজা সহ আটক ইকবাল হোসেন (৩১), মাটির নিচে থেকে ৮টি ড্রামে ৩৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। বাড়ির পাশের মাটির নিচেই মজুত করা ছিল গাঁজাগুলি!

14/07/2025

গাঁজার পাচারে মহিলারা!!!
# TV # Agartala #

14/07/2025

চার মাসের শিশু সহ মায়ের নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা,বিশালগড়ে রুদ্ধশ্বাস নাটক!
# Tv news # update #

14/07/2025

বিদ্যুতের রিচার্জ করতে উত্তাল হয়ে উঠে সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ অফিসে!

বিদ্যুৎবিল জমা দিতে এসে হয়রানির শিকার গ্রাহকরা, সোমবার সকাল থেকে বিকেল আনুমানিক পাঁচটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকো তারা বিদ্যুতের রিচার্জ করতে পারিনি।ক্ষুব্দ গ্রাহকরা তান্ডব চালাই বিদ্যুৎ দপ্তর অফিসে।

গ্রাহকরা অভিযোগ করেন সমস্ত কাজকর্ম ফেলে সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা বিদ্যুতের রিচার্জ করতে পারেনি। প্রতিনিয়ত বলে দেওয়া হয় নেট নেই। যার ফলে গ্রাহকরা বিদ্যুৎ রিচার্জ করতে পারিনি। এদিকে বিদ্যুৎ রিচার্জ অন্যদিকে বিদ্যুতের মাসুল বৃদ্ধি সবমিলিয়ে উত্তাল হয়ে ওঠে সেকেরকোট বিদ্যুৎ দপ্তর অফিস। দ্রুত যে সার্ভারের মধ্যে দিয়ে বিদ্যুতের রিচার্জ করানো হয় সে সমস্ত সার্ভারে সারাই করার দাবী জানিয়েছেন স্থানীয় গ্রাহকরা। তাদের দাবি একে তো অতিরিক্ত বিদ্যুৎ বিল নিচ্ছে তার উপর নেট নেই বলে গ্রাহকদেরও বিভিন্নভাবে হয়রানি করাচ্ছেন রাজ্য বিদ্যুৎ দপ্তর।

13/07/2025

*তিনটি গাড়ি ও একটি বাইকের সংঘর্ষে আহত একাধিক ঘটনা দারোগাবাড়ী আগরতলা বিশালগড় সড়কে*

তিনটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক।ঘটনা রবিবার সন্ধ্যা রাতে সেকেরকোট দারোগাবাড়ি এলাকায়। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী সহ স্থানীয় জনগণ।

13/07/2025

"সিপাহীজলার প্রথম মন্ত্রীকে বরণে ঐতিহাসিক সংবর্ধনা"
# News #

13/07/2025

বক্সনগর মণ্ডলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখলেন মন্ত্রী কিশোর বর্মন!

13/07/2025
13/07/2025

সিপাহীজলা জেলার বিজেপি সরকারের প্রথম মন্ত্রী হিসাবে নিযুক্ত হন কিশোর বর্মন!

13/07/2025

বক্সনগর মন্ডল এর উদ্যোগে নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মন কে সংবর্ধনার জনশ্রুতে ভাসলেন!

13/07/2025

নবনিযুক্ত রাজ্য সরকারের মন্ত্রী কিশোর বর্মন কে সংবর্ধনায় বক্সনগর মন্ডল।

Address

Agartala

Telephone

+919862303801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajdhani Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajdhani Tv:

Share