Rajdhani Tv

Rajdhani Tv সত্যের সন্ধানে আমরা আছি ২৪ ঘন্টা

30/09/2025


পুলিশকে ঘুমে রেখে ৬০ কোটির মাদক বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস !

মোহনপুরে এক লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমানে মাদক উদ্ধার করে আসাম রাইফেলস। বাহিনীর এক আধিকারিক জানিয়েছে, মোহনপুর সড়কে এক লরিতে তল্লাশি চালিয়ে ৬০ কিলো ৭৭ গ্রাম মাদক উদ্ধার করা হয়। এগুলি ইয়াবা ট্যাবলেট বলে জানিয়েছে আসাম রাইফেলস। আন্তর্জাতিক বাজারে উদ্ধার মাদকের মূল্য ৬০ কোটি টাকা। রাজ্যে সম্প্রতিক সময়ে এত বেশি পরিমানে মাদক উদ্ধার হয়নি। যদিও ত্রিপুরা পুলিশে এই সম্পর্কে কোনও তথ্য নেই। সিধাই থানা বা রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে আসাম রাইফেলস এই অভিযান করেছে বলে সূত্রের খবর।

30/09/2025

পূজা দেখতে যাওয়ার পথে অল্টো গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত দুই যুবক। আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে ভয়াবহ যান দুর্ঘটনা।বিশালগড় থানাধীন এসডিপিও অফিস এলাকায় বাইপাস সড়কে। আহত দুই যুবকের নাম রাহুল দেবনাথ বিজয় সিনহা।

30/09/2025

স্টেশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা! মহাসপ্তমীতে গভীর রাতে চড়িলাম নতুন বাজারের বিকাশ দেবনাথের দোকানে পুলিশের অভিযান। দোকান মালিক পুলিশ আসার আগাম খবর পেয়ে দোকান থেকে পালালি যায়। বিকাশ আপনাদের দোকান থেকে উদ্ধার হয় অবৈধ প্রচুর পরিমাণে বেলেতি মদ সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী। তার বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা নেবে পুলিশ জানান এসআই প্রসেনজিৎ দেবনাথ।

29/09/2025

নেশা বিরোধী অভিযানে কৈলাসহর পুলিশ!কৈলাসহরে পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার!!

গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে কৈলাসহর থানার পুলিশ শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ব্রীজের কাছে সন্দেহজনকভাবে চলাচল করা একটি অটোরিকশা (নম্বর টিআর-০২-বি-৩৭৯৯) আটক করে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে প্রায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

29/09/2025

বিশাল পরিমাণ এস কফ উদ্ধার পি আর বাড়ি থানার সাফল্য!

অপারেশন শুদ্ধি অভিযানে এবং গোপন তথ্যের ভিত্তিতে,এসআই বিকাশ দেবনাথ,এসআই নিরণ দেববর্মা এবং কর্মীরা শ্রী সঞ্জিত পাল (৪২ বছর) এর বাহাদুরটিল্লা থানা- উত্তর রাঙ্গামুরার বাসিন্দা শ্রী মণীন্দ্র পালের বাড়িতে অভিযান ও তল্লাশি চালান। বারান্দা ও নবনির্মিত বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি ক্যাটন বাক্স পাওয়া যায়। ৯টি ক্যাটনে তল্লাশি চালিয়ে ১২৪৭ বোতল এসকুফ কাফ সিরাপ পাওয়া যায় এবং সমস্ত আইনি আনুষ্ঠানিকতা পালনের পর তা জব্দ করা হয়। বাড়ির মালিককে বাড়ি থেকে পলাতক অবস্থায় পাওয়া যায়। পিআর বারি থানা মামলা নং- ৩৬/২০২৫ ইউ/এস-২১(সি)/২৫/২৯ এনডিপিএস আইন অনুসারে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

29/09/2025

বিশালগড়ে গোষ্টি কোন্দলে রেহাই পেলো না মা দুর্গাও!ভেঙ্গে ছিঁড়ে ছারখার করে দিলো TIDC-চেয়ারম্যানের সমস্ত শুভেচ্ছা বার্তা!

29/09/2025

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়কের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা!

29/09/2025
28/09/2025

*সিধাই সীমান্তে এডিসি ভিলেজে ৫০০০ গাঁজার গাছ ও চারা ধ্বংস করল পুলিশ ও স্থানীয় আধিকারিকরা!

সিধাই থানার সীমান্তবর্তী তুলাবাড়ি এলাকার তুইহাসিং এডিসি গ্রামে দুই ভিন্ন স্থানে বড় সংখ্যক গাঁজা গাছ ও চারা ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ বাইজাল বাড়ি এবং তার সহকর্মীদের নেতৃত্বে এসআই অঞ্জন দেববর্মা, এএসআই দ্বিজু কুমার দাস, ওসি হিমানি দেববর্মা, থানার অন্যান্য স্টাফ ও টিএসআর-এর জওয়ানরা। এলাকার ভূমি হচ্ছে খাস জমি এবং ঘন বনাঞ্চলের আচ্ছাদিত, যা সিধাই থানার সীমানার সংলগ্ন। মোট প্রায় ৫০০০ গাছ এবং চারা ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

28/09/2025

১২৬ তম মন কি বাত :
প্রধানমন্ত্রীর মন কি বাত ট্রেনে শুনছেন মুখ্যমন্ত্রী!

28/09/2025

নাশকতার আগুন পুড়ে ছাই বসত ঘর।
নাকি বিদ্যুৎ শর্ট সার্কিট কিছুই বোঝা যাচ্ছে না, তবে বাড়ির মালিকের ধারণা তার ঘরে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে পুড়ে ছাই উরমাই গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের গুলসারডোন এর ফাল্গুন মনির দেববর্মার বসতঘর। অক্লান্ত পরিশ্রম ও শ্রমের বিনিময়ে চারটি রুম নিয়ে বিল্ডিং গতি তৈরি করেছিলেন ফাল্গুন মনি দেববর্মা। কিন্তু কতকাল রাতে দুষ্কৃতিকারিরা তার অনুমান ঘরের পেছন দিয়ে আগুন লাগিয়ে দেয়। এত চারটি রুমের দামি দামি আসবাবপত্র, ফ্রিজ, মোটর বাইক সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় ফাল্গুন মনি দেববর্মা। স্থানীয় লোকদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ আনলেও কিন্তু ঘরের কোন কিছু বাঁচাতে পারেনি। এই খবর শুনে সকালে তার বাড়িতে গ্রামবাসীরা ভিড় জমায়। ইতিমধ্যে এই ঘটনার খবর সোনামুড়া থানার পুলিশের কাছে গিয়ে পৌঁছিয়েছে। এই ঘটনা কে কেন্দ্র করে, এই এলাকার বিরাট একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পুলিশ যদি সুস্থ তদন্ত করে, মূল রহস্য বের হতে বেশি সময় লাগবে না।

27/09/2025

নেশা সামগ্রী সহ কারবারি জাকির হোসেন পুলিশের জালে,
কদমতলা থানার সাফল্য!

Address

Agartala

Telephone

+919862303801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajdhani Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajdhani Tv:

Share