Malek vhai

Malek vhai আমার পেজটি ফলো করো
https://youtube.com/?si=_ZyHGIEGVNgjNryO
সবাই আমার পাসে পাসে থাক
আমার ছেনেলটি ফলো করো

09/08/2025

কিছু উছিত কথা না
বলা ভালো

হাসেম চাচার **“নতুন বিজনেস প্ল্যান”** নিয়ে একটা ফানি ভয়েসওভার স্ক্রিপ্ট।চা দোকানে লোকজন কম, ব্যবসা ঝিম — কিন্তু চাচা এখন...
03/08/2025

হাসেম চাচার **“নতুন বিজনেস প্ল্যান”** নিয়ে একটা ফানি ভয়েসওভার স্ক্রিপ্ট।
চা দোকানে লোকজন কম, ব্যবসা ঝিম — কিন্তু চাচা এখন মাথা খাটাচ্ছেন!
নিচে সেই গল্পের পরের পর্ব।

---

# # 🎙️ ভয়েসওভার স্ক্রিপ্ট:

**“হাসেম চাচার নতুন বিজনেস প্ল্যান”**

---

চা বিক্রি কমে গেছে —
কিন্তু হাসেম চাচার মাথা এখন ব্যবসায় হাই ভোল্টেজ।

একদিন দেখি দোকানের সামনে সাইনবোর্ড ঝুলতেছে —
**“চা + চার্জিং = চালু অফার”**

আমি বললাম –
“চাচা, এইটা আবার কী?”
চাচা বলেন –
“ভাই, চা খাইলেই মোবাইল চার্জ ফ্রি!
কিন্তু চার্জ ফুল হলে দোকান ছাড়তে হইব…”

---

পেছনে দেখি তিনজন বসে চার্জারে ঝুলছে,
কেউ চা খায়নি — শুধু ফোন চার্জ দিতেছে।

চাচা বিরক্ত হইয়া বললেন –
“চা খাস না তো চার্জও খাইস না! এইটা চায়ের দোকান, পাওয়ার ব্যাংক না!”

---

পরদিন দেখি নতুন অফার:
**“চায়ের সাথে TikTok বানালে ৫ টাকা ডিসকাউন্ট!”**

চাচা বলেন –
“ভিডিও কর, চা খাও, ভাইরাল হও… আমি তাতে Views খাই না, টাকা খাই।”

একজন ভাই এসে দাঁড়াইয়া বলে –
“চাচা, আমি শুধু ভিডিও করুম, চা খামু না।”
চাচা সাথে সাথে বলেন –
“তাহলে ক্যাপশন দিবি ‘চা খেলাম না, শুধু দোকান্দাররে ব্যথা দিলাম?’”

---

এরপর নতুন আইডিয়া:
চাচা নিজেরে বলতেছেন –
“চা তো আর আগের মতো চলে না… এখন দরকার *premium item!*”

তাই দোকানে আনলেন —
**“গুড় দিয়ে কফি”**, নাম দিলেন “**চুড়ি কফি**”
কারণ খাইলে মনে হয় গলা কইরা কেউ ঘুষি মারছে।

---

(শেষ অংশ – ঠাণ্ডা গলায়):
**হাসেম চাচার চায়ের দোকান এখন আর চা বিক্রি করে না,
চিন্তা বিক্রি করে… আর কাস্টমার খায় শুধু অফার আর ওয়াইফাই।**

03/08/2025
03/08/2025

☕🚘 কবিতার নাম:
"হাশেম কাকার চা এখন গাড়িতে চড়া!"

✍️ কবিতা (ভয়েসওভার বা ডায়ালগ হিসেবে পড়া যাবে):
হাশেম কাকার দোকান ছিল এক কোণায়,
চায়ের গন্ধে সকাল শুরু হতো বর্ণনায়।
তিন টাকার রঙ চা, পাঁচ টাকার দুধ,
এখন কাকা বলেন— "এইসব তো গরীবের যুগ!"

দোকান এখন বন্ধ, শাটার আর উঠে না,
কাকা বলেন— "ভাই, আমি আর মাটি ছুঁই না।"
VIP গাড়ি, সামনে লেখা 'চা বস',
খোলা ট্রাঙ্ক, তাতেই সাজানো গ্লাস!

চা চাও? আগে বুকিং করো,
Online QR – বিকাশে ধরা!
নাম "HashTea", স্টাইল একদম 'Pro',
পেছনের সিটে বয়লারে চায়ের ভাপ ফোফো!

গাড়ির জানালায় দেয় 'ইংলিশ টি' আর 'মসলা',
আসলে সেই চা— আগেরটাই, শুধু দাম দশ টলা।
আগে চা দিত দাঁড়িয়ে, এখন বলেন –
“সিটে বসেন ভাই, গাড়িতে AC অন আছে!”

আমি বললাম, “কাকা, কই যাচ্ছেন ভাই?”
বললেন, “VIP চা’র ডেলিভারি – আজ সংসদ ভবন যাই।”
একটা সময় দোকানে লাট্টু খেলতাম,
এখন কাকার সাথে টাইম না পাই, ছবি তুলতেও লাইনে দাঁড়াই!
😎☕

03/08/2025

আমাদের ছোটো গাঁয়ে বড়ো বড়ো নেতা !

02/08/2025

প্রে+কা রাগ করে কইলো: "তুমি আমাকে বুঝো না
"আমি নিজেকে বুঝি না, তোমারে কেমনে বুঝুম" 😔💔😢

02/08/2025

এতই চুপচাপ থাকেন, একদিন হঠাৎ হাঁচি দিলেন — পাশের ডেস্কের লোক মনে করলো ভূমিকম্প হইছে!

01/08/2025

অবশ্যই! নিচে একটা হালকা-ফুলকা কমেডি কবিতা দিলাম, যেখানে বৌয়ের শপিং অ্যাডভেঞ্চার নিয়ে মজা করে লেখা হয়েছে:

---

**বৌয়ের শপিং: এক ভয়ংকর মিশন!**
*(কমেডি কবিতা)*

শুক্রবার সকাল, হাসছে সূর্য,
বৌ বলে, “আজকে শপিং করবো জরুরি কিছু বেছেই।”
আমি ভাবি, 'চলুক তবে, কি আর হবে!'
এই ভুল ভাবনাই ছিল মোর সর্বনাশের রে খুঁটি!

মার্কেটে গিয়ে, বৌ হাঁটে গম্ভীর,
দোকানে ঢুকেই বলে, “এইটা তো দেখতে মিষ্টি বেশ ধীর!”
আমি দেখি — আরেকটা গোলাপি ব্যাগ!
গত মাসেও এমন চারটা তো নিয়েছিল, হায় ভাগ!

জুতো দেখে বলে, “এইটা তো ক্লাসি!”
আমি বলি, “আরো তো আছে তুমি যে কিনলে পাশের বাসি।”
বৌ ঘাড় বাঁকায়, মুখ করে টান!
“ওগুলো সব পুরোনো, বুঝো না বুইড়া জান!”

ড্রেস, ওড়না, কসমেটিকসের ভিড়,
আমি কাঁপছি ভিতরে, হালকা হচ্ছে কার্ডের নিঃশ্বাস-শ্বাসীর!
দুই ঘণ্টা পর, হাতে ৭ টা ব্যাগ,
বৌ বলে, “আচ্ছা, এবার একটু ব্রেক নেওয়া যাক!”

কফিশপে বসে, হালকা হাসি,
বৌ বলে, “কাল আবার আসবো, আজ তো নিলাম সামান্যই আসি!”
আমি চুপ, চোখে জল, মনে শুধুই কান্না,
এমন শপিংয়ে দেউলিয়া না হই তো, এটাই এখন প্রার্থনা।
😄😁😁😁😁

Address

Agartala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malek vhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share