21/09/2025
যে কণ্ঠে গড়ে উঠেছে আমাদের প্রজন্মের স্মৃতি ❤️🥺
আমরা এমন এক প্রজন্ম থেকে এসেছি, যেখানে কে কে–এর কণ্ঠে প্রতিটি গান যেন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। আবার জুবিন গর্গ–এর গান শুনে মনে হত, ভালোবাসার আরেকটা আলাদা রূপ আছে। কত রাত জেগে, কত একাকীত্বে, কত হাসি-কান্নায় এদের গান ছিল আমাদের সঙ্গী। একটা পুরো সমাজ, একটা প্রজন্ম এই কণ্ঠে ডুবে গিয়েছিল। আজ হয়তো সময় বদলেছে, হয়তো এদের কেউ আর আমাদের মাঝে নেই, কিন্তু গানগুলো আজও বুকের গভীরে গেঁথে আছে।
এদের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না—কারণ সেই ভালোবাসার গল্প, সেই অনুভূতির ভাষা এদের কণ্ঠেই আমরা খুঁজে পেয়েছি। এদের গানগুলো শুধু গান নয়, স্মৃতি হয়ে চিরদিন রয়ে যাবে। আমরা যতই ভুলতে চাই না কেন, পারব না—কারণ এরা আমাদের হৃদয়ের এক অনন্ত অংশ হয়ে গেছে। ❤️