কথা ও সুর

  • Home
  • কথা ও সুর

কথা ও সুর বাংলা গান , কবিতা আবৃত্তি ও বিনোদন মুলক ভিডিওর পেজ।

19/07/2025

চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি....
মূল শিল্পী:- সন্ধ্যা মুখোপাধ্যায়
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে।। যত সব মরা গাছের ডালে ডালেনাচে আগুন তালে তালে    ...
19/07/2025

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন ছড়িয়ে গেল সবখানে।।
যত সব মরা গাছের ডালে ডালে
নাচে আগুন তালে তালে রে,
আকাশে হাত তোলে সে কার পানে।।
------------ রবীন্দ্রনাথ ঠাকুর

18/07/2025

যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে....
মূল শিল্পী:- লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ। বিকেলের নক্ষত্রের কাছে;সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকেনির্জনতা আছে।                         ...
18/07/2025

সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ।
বিকেলের নক্ষত্রের কাছে;
সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে
নির্জনতা আছে।
------------ জীবনানন্দ দাশ

17/07/2025

এত সুর আর এত গান....
মূল শিল্পী:- সুবীর সেন
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

বীণা তে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী। মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভ।।                                      ---------- র...
17/07/2025

বীণা তে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।
মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভ।।
---------- রবীন্দ্রনাথ ঠাকুর

16/07/2025

না যেও না রজনী এখনো বাকি....
মূল শিল্পী:- লতা মঙ্গেশকর
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

এমন দিনে তারে বলা যায়এমন ঘনঘোর বরিষায়-এমন মেঘস্বরে      বাদল-ঝরঝরেতপনহীন ঘন তমসায়।।                                  ...
16/07/2025

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়-
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।
-------- রবীন্দ্রনাথ ঠাকুর

15/07/2025

তোমার ভূবনে ফুলের মেলা.......
মূল শিল্পী:- অখিলবন্ধু ঘোষ
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে -প্রাণ হয়ে আছে ভোর।                                   ...
15/07/2025

এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে -প্রাণ হয়ে আছে ভোর।
---------রবীন্দ্রনাথ ঠাকুর

14/07/2025

কবিতা:- পূজার সাজ
রবীন্দ্রনাথ ঠাকুর
উচ্চারণে :- অপর্ণা দেবনাথ

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।                                  ----------- রবীন...
14/07/2025

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।
----------- রবীন্দ্রনাথ ঠাকুর

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কথা ও সুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share