কথা ও সুর

কথা ও সুর বাংলা গান , কবিতা আবৃত্তি ও বিনোদন মুলক ভিডিওর পেজ।

09/10/2025

আমি এতো যে তোমায় ভালোবেসেছি
#বাংলাগান

শুভ সকাল
09/10/2025

শুভ সকাল

08/10/2025

না না যেও না
মূল শিল্পী:- মান্না দে
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

তোমার নাম জানি নে, সুর জানি। তুমি শরৎ-প্রাতের আলোর বাণী।। সারা বেলা শিউলিবনে আছি মগন আপন মনে, কিসের ভূলে রেখে গেলে আমার ...
08/10/2025

তোমার নাম জানি নে, সুর জানি।
তুমি শরৎ-প্রাতের আলোর বাণী।।
সারা বেলা শিউলিবনে আছি মগন আপন মনে,
কিসের ভূলে রেখে গেলে আমার বুকে ব্যথার বাঁশিখানি।
--------- রবীন্দ্রনাথ ঠাকুর

শুভ সকাল, খুব  ভালো কাটুক আজকের দিন
07/10/2025

শুভ সকাল, খুব ভালো কাটুক আজকের দিন

06/10/2025

এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে
মূল শিল্পী:- সন্ধ্যা মুখোপাধ্যায়
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

আমায় ভূলতে দিতে নাইকো তোমার ভয়। আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়।।                        -------------...
06/10/2025

আমায় ভূলতে দিতে নাইকো তোমার ভয়।
আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়।।
--------------- রবীন্দ্রনাথ ঠাকুর

05/10/2025

তুমি যে আমার ওগো তুমি যে আমার
মূল শিল্পী:- গীতা দত্ত
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

GOOD MORNING FRIENDS
05/10/2025

GOOD MORNING FRIENDS

পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিবে তুমি আছ আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দো...
04/10/2025

পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিবে তুমি আছ আমি আছি।
দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে-
মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে।
------ রবীন্দ্রনাথ ঠাকুর

03/10/2025

তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
রজনীকান্ত সেন
কণ্ঠে:- অপর্ণা দেবনাথ
#বাংলাগান

আমি যেন সেই বাতিওয়ালা,  যে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরেঅথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘর...
03/10/2025

আমি যেন সেই বাতিওয়ালা,
যে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য,
নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।।
----------- সুকান্ত ভট্টাচার্য

Address

Alipurduar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কথা ও সুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share