Uttarer Sambad Saradin

Uttarer Sambad Saradin we will give all types of information which happen between us, as a news. also all type of government schemes, and government programs all we will serve.

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান 👑💖
19/03/2025

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান 👑💖

06/03/2025
১ বলে ২৮৬ রান! ঘটনাটি অবিশ্বাস্য  লাগলেও ঘটনাটি  কিন্তু সত্যি। এমনই ঘটনা ঘটেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ঘটনাটি ১৮৯৪ সালে...
11/02/2025

১ বলে ২৮৬ রান! ঘটনাটি অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। এমনই ঘটনা ঘটেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ঘটনাটি ১৮৯৪ সালের। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলেই সজোরে ব্যাট চালান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান।

মাঠের ভেতরেই ছিলো বিশাল আকৃতির একটি জাররাহ গাছ। গাছের ডালে গিয়ে আটকে যায় বলটি। বলটি এত ওপরে আটকে যায়, যা ফিল্ডারদের ধরাছোঁয়ার বাইরে ছিলো। বলটি হারিয়ে গেছে বলে আম্পায়ারের কাছে আবেদন করেন তারা। কিন্তু আম্পায়াররা অসম্মতি জানান, কেননা বলটি স্পষ্ট দেখা যাচ্ছিলো কোথায় আটকে আছে।

অন্যদিকে চতুর ব্যাটসম্যানরা দৌড় থামাননি। তাঁরা দৌড়াতেই থাকেন। ফিল্ডাররাও কম বুদ্ধিমান ছিলেন না। তাঁদের মধ্যে একজন কুঠার দিয়ে গাছ কেটে ফেলার চেষ্টা করতে থাকেন।

তাদের মধ্যে আরেকজন ছিলেন, যিনি কিনা আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান। গুলি করে বল পাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যাই হোক শেষ পর্যন্ত কয়েকটা গুলি খরচের পর বলটি মাটিতে পড়ে।

দুর্ভাগ্যবশতঃ বলটি কোনও ফিল্ডারই ধরতে পারেনি। বলটি যখন তারা মাটি থেকে কুড়িয়ে নেয়, এরই মধ্যে ২৮৬ বার নিজেদের মধ্যে ক্রিজ বদল করে নেন ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান। এ সময় তাঁরা প্রায় ৬ কি.মি. পথ দৌড়ান। যেটা যুক্তরাজ্যের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। এই ঘটনার একমাত্র প্রমাণও এটি। এক বলে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ম্যাচটি তারা জিতেও যায়। এক বলেই ইনিংস ঘোষণা করার আর কোনো নজির নেই ক্রিকেট ইতিহাসে।

মোরক খেলা
10/02/2025

মোরক খেলা

সুযোগ থাকলেই সব জায়গায় ঢুকতে নেই, পরিস্থিতি কোন এক সময় এমন হয়ে যায় যেখান থেকে চাইলেও বেড় হয়ে আসা যায় না।
06/02/2025

সুযোগ থাকলেই সব জায়গায় ঢুকতে নেই, পরিস্থিতি কোন এক সময় এমন হয়ে যায় যেখান থেকে চাইলেও বেড় হয়ে আসা যায় না।

কারো আবেগের সঙ্গে খেলা করার একটা সীমা থাকে
05/02/2025

কারো আবেগের সঙ্গে খেলা করার একটা সীমা থাকে

টমেটো দিয়ে দেশি টেংরা মাছের ঝাল।কাদের কাদের পছন্দনীয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
05/02/2025

টমেটো দিয়ে দেশি টেংরা মাছের ঝাল।
কাদের কাদের পছন্দনীয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথ...
03/02/2025

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা
১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি। তিনি বলেছিলেন, "কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে, ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে।"
২। একজন ছাত্র জানিয়েছে, তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।
৩। এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন। ফলস্বরূপ, তিনি গভীর ঘুমে ঢলে পড়েন।
৪। ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে।
৫। আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে।
৬। তেল লাগানোর এই অভ্যাসে সত্যিই জাদুর মতো কাজ করে!
৭। আমি ১৫ বছর ধরে এটি করছি। আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই, এতে তারা সুস্থ থাকে।
৮। পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে।
৯। পায়ের ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে।
১০। এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে।
১১। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন।
১২। বয়স ৯০-এর এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু বাওয়াসিরই নয়, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে।
পদ্ধতি
রাতে ঘুমানোর আগে সরিষার তেল, জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় ২-৩ মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন।
প্রাচীন চীনা চিকিৎসা মতে, পায়ের নিচে প্রায় ১০০টি এক্যুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে।
শেয়ার করুন:
এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন।

সংগৃত

01/02/2025

TV9 को भागडोर का सच बताया तो suspension कि धमकी। उत्तर प्रदेश में अराजकता का माहौल, पत्रकारों के साथ हो रही है बदसलूकी

01/02/2025

पत्रकारों के साथ बदसलों की योगी की प्रशासन, महाकुंभ मेला में भगदड़ में मारे गए लोगों की कवरेज करते समय पत्रकारों के साथ बादलों की TV9 की स्पेशल रिपोर्ट

01/02/2025

Mahakumbh special report TV9

আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায়। নতুন বছরের শুরুতেই 'ছি ছি ছিঁড়ে ননী....
31/01/2025

আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায়। নতুন বছরের শুরুতেই 'ছি ছি ছিঁড়ে ননী...' গানটি যেন এক জাদু ছড়িয়েছে। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১২০ কোটির গণ্ডি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছেন।
•গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম আগরওয়াল এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশ্বাল এবং পরিচালক মনভঞ্জন নায়ক।
•গোবিন্দটোলা, সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশ্বাল একজন নিবেদিতপ্রাণ মঞ্চশিল্পী। থিয়েটারে তাঁর দক্ষতা, প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন। আকাশবাণী সম্বলপুরের সঙ্গে যুক্ত এই শিল্পী পার্ট-টাইম আর্ট টিচার হিসেবেও কাজ করেন।
•গানের সঙ্গে যুক্ত হওয়ার স্মৃতি রোমন্থন করে বিভূতি জানিয়েছেন, পরিচালক মনভঞ্জন নায়কের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে। বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাঁকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও এর আগে কখনও মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি, তবুও নির্মাতারা তাঁর উপর ভরসা করেছিলেন।
•পরিচালক মনভঞ্জন নায়ক জানিয়েছেন, গানটি প্রথম বার রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন। তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক। গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে, তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গানটি গেয়ে ওঠে যুবক।

পরিচালক মনভঞ্জন স্বীকার করেছেন, গানটির মান নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী থাকলেও এর এমন সাড়া জাগানো সাফল্য হবে তা কল্পনাও করতে পারেননি। ২০ বছর পর এই গানের পুনর্জন্ম যেন সৃষ্টিকর্তাদের জন্য এক অভাবনীয় উপহার।

এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিটাপালি এবং জামদারপালি গ্রামে। প্রথমে গানটি সামান্য পেলেও পরে হারিয়ে যায়। এখন সেই গানই ইতিহাস গড়ছে। সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

সংগৃহীত।

Address

Alipurduar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttarer Sambad Saradin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share