AC Pinki

AC Pinki मोहब्बत मिली भी तो हमको क्या मिली ______==💔
इतने मेरे गुनाह न थे जितनी मुझे सजा मिली ______==🥺

শুভঃ রথ যাত্রা মহোৎসব ..🛕🚩🌻🌸জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রামহারানী.. 🛐🙂‍↕️প্রভু সকলের মনস্কামনা পূরণ করো..❤️🥺🙇জগতের নাথ প্রভ...
04/07/2025

শুভঃ রথ যাত্রা মহোৎসব ..🛕🚩🌻🌸
জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রামহারানী.. 🛐🙂‍↕️
প্রভু সকলের মনস্কামনা পূরণ করো..❤️🥺🙇
জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ!😌❤️
জয় জগন্নাথ!⭕❗⭕

রথ টানলে মা দুগ্গা আসেন! ❤️😌মা আসার দিন গোনা শুরু❤🥺 ✨
03/07/2025

রথ টানলে মা দুগ্গা আসেন! ❤️😌

মা আসার দিন গোনা শুরু❤🥺

21/06/2025

= আশা ছাড়তে নেই কারণ ll
*ঝরে পড়া ফল থেকেও*
নতুন গাছের জন্ম হয় !!🖤❤️‍🩹

20/06/2025

অত্যন্ত দুঃখজনক বিমান দুর্ঘটনা।
মর্মাহত ।

শুনেছিলাম মানুষও নাকি বহুরূপী হয়।  সেটা তোমার সাথে সম্পর্কটা হলে কখনোই জানা হতো না যে আসলেই মানুষ বহুরূপী হয়। আচ্ছা, এই ...
19/06/2025

শুনেছিলাম মানুষও নাকি বহুরূপী হয়। সেটা তোমার সাথে সম্পর্কটা হলে কখনোই জানা হতো না যে আসলেই মানুষ বহুরূপী হয়।

আচ্ছা, এই যে আমি অসহায়ের মতো তোমার কাছে একটু ভালোবাসার জন্য হাত পেতে করুণ চোখে তাকিয়ে থাকতাম, কখনো কি মনে হয়নি যে এই মানুষটাকে ঠকানো ঠিক হবে না। মানুষটা কষ্ট পাবে।

আমার অপরাধটা কোথায় ছিলো? বলো না।
আমি তো শুধু মাত্র তোমাকেই ভালোবেসেছিলাম।

পৃথিবীতে তো খেলার মতো অনেক জিনিসই আছে, ছিলো। তবে কেনো আমার মনটাকেই তুমি বেছে নিলে?
বলো না।

আচ্ছা, কেউ না জানলেও তুমি তো জানতে, যে পুরো পৃথিবীর কাছে ঠকে গিয়েও আমি তোমাকে বিশ্বাস করে নিজেকে তোমার কাছে রেখেছিলাম, একটু ভালোবাসা পাওয়ার আশায়।
আর সেই তুমিই আমাকে সবার মতো করে সুযোগ নিয়ে ঠকিয়ে দিয়েছো?

ভেবেছিলাম পুরো পৃথিবী আমাকে ঠকালেও তুমি কখনোই আমায় ঠকাবে না। আর আজ সেই তুমিই আমাকে ঠকালে।

যখন দেখতাম তুমি অন্য কারোর পাশে, তখন ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যেতো, তবুও তোমায় কিছু বলতে পারতাম না।
হয়তো এমনটা করতে তুমি ভালোবাসতে, আর তোমার ভালোবাসার কাজে আমি বাধা দিলে হয়তো তুমি কষ্ট পাবে। তাই সবকিছু দেখেও না দেখার ভান করে কষ্টটা বুকে চাপা দিয়ে রেখে দিতাম।

প্রিয় মানুষটিকে অন্য কারোর পাশে দেখার মতো যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই।

জানো তোমাকে ভালোবাসার পর থেকে কখনোই আমার অন্য কারোর জন্য মনে ভালোলাগা কিংবা ভালোবাসার জন্ম নেয়নি।
তোমার চাইতে হাজারও রূপে গুণে ভালো কাউকে পাওয়ার সুযোগ থাকার পরেও আমি তোমাকেই চেয়েছিলাম।
তুমি ছিলে একমাত্র মানুষ, যার শূন্যতায় আমি অন্য কোন নারীর কাছে আশ্রয় নিতে যাইনি।
সবসময়ই তোমার জন্য নিজেকে আলাদা করে রাখতাম।
সবকিছুর দূরে রেখে আমার জীবনে তোমার স্থানটা সবার প্রথমে রেখেছিলাম।

তোমার জন্য তো জীবনটাও বাজি রাখতে চেয়েছিলাম, তুমি অনলাইনে এসে যদি আমাকে না পাও, পরে কষ্ট পাবে বলে সেই কথা চিন্তা করে আমি তোমার একটা মেসেজের আশায় দিনের পর দিন অপেক্ষা করতাম।

আর তুমি, তুমি তোমার সময় সুযোগ বুঝে ইচ্ছে হলে আমায় সময় দিতে।
তবুও আমি কখনোই অভিযোগ তুলিনি।
কখনো কখনো তোমার জন্য রাতে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরতাম।
তবুও ভুল করে তোমার কল বা মেসেজের টুংটাং শব্দ বেজে উঠেনি।

আবার কখনো কখনো রাত পেড়িয়ে সকালে গড়িয়ে বিকেল পর্যন্ত অপেক্ষার প্রহর গুনলেও তোমার দেখা মিলেনি। তবুও কখনোই অপেক্ষা প্রহর থামেমি।

কিন্তু, এই কষ্টটা তুমি কখনোই বুঝতে না।
আর বুঝবেই বা কি করে বলো?
তুমিতো কখনোই অপেক্ষা করো নি।
তবে কিভাবে অপেক্ষা করার কষ্ট বুঝবে।

জানো মাঝে মাঝে ভাবি যে, আমি মানুষটা সবসময়ই তোমার ভালোলাগা মন্দ লাগা, পছন্দ-অপছন্দ, এমন কি তোমাকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে বোঝার চেষ্টা করতাম।
কিন্তু, দিনশেষে আমাকে কেউ একটু বুঝবে সেই আশা করেও হাজারবার নিরাশা হতে হয়েছে।

বুকে মাথা রেখে কান্না করে বলেছিলাম, যে আমায় কখনোই মিথ্যা বলে ঠকিও না।
কথা দিয়েছিলে তুমি, তা রাখোনি তুমি।

কতো ছলনা করে বলেছিলে, আমাকে ছাড়া নাকি তুমি বাঁচতে পারবে না। অথচ আজ, আজ ঠিকই অন্য কারোর বুকে মাথা গুঁজে দিব্যি সুখে আছো।

তবুও তোমায় অভিশাপ দেবো না। ভালো থেকো অন্য কারোর কাছেই। বড্ড ভালোবাসি তো, তাই তোমার খারাপ চাইতে পারিনা তোমার মতো।
ভালো রাখার নাম যদি ভালোবাসা হয়, তবে তুমি যে কোন ঠিকানায় ভালো থাকো। আপত্তি নেই।

লেখাঃ

#লিখালিখি

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
13/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

09/06/2025

*.... ll দেশে সবকিছু চুরি হচ্ছে ll 🙂*
*শুধু আমার মনটাহ হচ্ছে নাহ!!😒*
*কি দেশে থাকি রে বা বা... ll🙄*
‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।...
08/06/2025

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সবকিছু ঠিক হয়? কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন। যেমন:

১. বিশ্বাস ভেঙে গেছে
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে আর এগিয়ে নেওয়া উচিত হবে না। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনি যখন সস্তা
যখন সঙ্গী আপনাকে সস্তা ভাবতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া ঠিক নয়।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং এটি একধরনের নতুন শুরু, জীবনে আরও সুন্দর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা উপহার দেয়।

যে সম্পর্ক মানসিক কষ্ট দেয়, আপনাকে অসম্মানিত করে সেটা জীবন থেকে মুছে ফেলুন — তা সে যে-ই হোক না কেন — বন্ধু, আত্মীয়-স্বজন কিংবা খুব কাছের কেউ ll

অপরাজিতা 🥀💫

Address

Alipurduar

Website

https://youtube.com/@arpitachakraborty-pinki?si

Alerts

Be the first to know and let us send you an email when AC Pinki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category