11/09/2025
স্বর্গীয় লেফটেন্যান্ট কর্নেল সুবিন চন্দ্র মন্ডলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন তাঁর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্ট্যাচু উন্মোচনের মুহূর্তে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সমাজের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
এই বিশেষ দিনে, যখন তাঁর সহধর্মিণী নিজের ভালোবাসা ও শ্রদ্ধা থেকে স্ট্যাচুটি নির্মাণ করেছেন, তখন বড় দাদা শ্রদ্ধেয় নকুল মন্ডল আবেগে আপ্লুত হয়ে কিছুক্ষণ নীরব থেকে আন্তরিক কণ্ঠে বললেন—
> “আজকের এই দিনে আমরা সকলে আমাদের প্রিয় সুবিনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর অবদান শুধু পরিবার নয়, সমাজ ও জাতির জন্যও অমূল্য। তিনি ছিলেন আমাদের সবার গর্ব, আজ তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে আরও অমর হয়ে রইল।”
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বোডো ভাষার ইতিহাসকার এবং মেচ-বোডো সমাজের প্রথম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান (১৯৯৩ অবধি) শ্রদ্ধেয় সত্যেন্দ্র নাথ মন্ডল। তিনি বলেন—
> “স্বর্গীয় সুবিন চন্দ্র মন্ডল শুধু সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতির গর্ব। আজকের প্রজন্ম তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নেবে।”
এই ভাবুক উচ্চারণে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে স্বর্গীয় সুবিন চন্দ্র মন্ডলের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।