29/12/2025
প্রতিবেদন: বোডো মেচ টাইমস ও গোদান বিবার🙏.
বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও PNRD দপ্তরের সহযোগিতায় এবং সভাধিপতি শ্রীমতি স্নিগ্ধা শৈবের উদ্যোগ ও তদারকিতে মন্থরাম বাসস্ট্যান্ড থেকে পিসিমিত্তাল স্কুল পর্যন্ত পেপার ব্লগ রাস্তার কাজ শুরু হতে চলেছে।
সভাধিপতি শ্রীমতি স্নিগ্ধা শৈব জানান, আগামী এক মাসের মধ্যেই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাস্তা নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন।