05/07/2025
যান দূর্ঘটনায় বিধায়ক টীম! ST, SC কমিটির দুই দিনের ভিজিটিং প্রোগ্রাম করে জম্পুই হিল থেকে ফিরে আসার সময় কাঞ্চনপুরে পরপর তিনটি গাড়ি সজোড়ে ধাক্কা মারে এতে করে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়িটি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উনি অল্পেতে রক্ষা পান। বর্তমানে উনি সুস্থ আছেন।এছাড়া ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়িকা স্বপ্না মজুমদার, বাম বিধায়ক রামু দাস, বাম বিধায়ক সুদীপ সরকার