10/04/2024
খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া- ঈদের (ঈদুল ফিতর) দিনের একটি অবহেলিত সুন্নাহ। এই সুন্নাহটি সমাজে নেই বললেই চলে। সারামাস সিয়ামে ইফতারে খেজুর’ দিয়ে করলেও ঈদের দিনের এই সুন্নাহটি অবহেলায়ই থেকে যায়। অতএব, আসুন সুন্নাহকে জীবিত করি ইন শা আল্লাহ।
لاَ يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ. وَقَالَ مُرَجَّى بْنُ رَجَاءٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ قَالَ حَدَّثَنِي أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَأْكُلُهُنَّ وِتْرًا.
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ’ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর বর্ণনায় আনাস (রাদিঃ) থেকে এসেছে- এবং তিনি (সাঃ) তা বিজোড় সংখ্যায় খেতেন।’ [সহীহ বুখারী, হা/ ৯৫৩]