
18/04/2025
নতুন বছর মানেই নতুন আশা, নতুন রঙ, আর বাঙালিয়ানার পূর্ণতা।
আসুন, আমরা সবাই মিলে উদযাপন করি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর মিলনের উৎসব। লোকগান, নৃত্য,কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনায়
মুখরিত হয়ে উঠুক আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাস।
🗓 তারিখ: ২৯ শে এপ্রিল, ২০২৫
📍 স্থান: শহীদ অনুরূপ চন্দ্র কলেজ ক্যাম্পাস
🕘 সময়: সকাল ১১ টা (প্রবেশ সময়)
বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে এই প্রাণের উৎসবে। এই বৈশাখে আসুন, আনন্দে মাতি, একসাথে বর্ষবরণ করি ।