19/06/2025
নবী মুহাম্মদ ﷺ-এর বিদায় হজের ভাষণ
(আরাফার ময়দানে, ১০ হিজরি, ৬৩২ খ্রিস্টাব্দ)
---
🕌 রাসূলুল্লাহ ﷺ–এর বিদায় হজের ভাষণের বাংলা অনুবাদ:
> “হে মানুষ! আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না, এই বছরের পরে আমি তোমাদের সঙ্গে এই স্থানে আর কখনও থাকতে পারব কি না।”
> “তোমরা যেমন এই মাস, এই দিন ও এই নগরীকে পবিত্র মনে করো, তেমনি একে অপরের জীবন, সম্পদ ও মান-ইজ্জতকেও পবিত্র জেনে চলবে। কারও সম্পদের প্রতি হাত বাড়াবে না, কারও ক্ষতি করো না।”
> “তোমাদের কাছে যারা কোনো আমানত রেখেছে, তা তাদের ফেরত দাও। অন্যায় করো না, যেন কেউ তোমার ওপর অন্যায় না করে।”
> “স্মরণ রেখো, তোমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে এবং তোমাদের সব কাজের হিসাব দিতে হবে।”
> “আজ হতে সুদ সম্পূর্ণরূপে হারাম করা হলো। কেউ কারও কাছে কোনো সুদ গ্রহণ করবে না। সকল সুদি দাবি বাতিল করা হলো। তবে মূল টাকা থাকবে।”
> “শয়তান তার প্রভাব হারিয়েছে যে সে তোমাদেরকে বড় কোনো গুনাহে ফেলতে পারবে। কিন্তু ছোট ছোট বিষয়ে সে সন্তুষ্ট থাকবে, তাই তাকে সেগুলোর মাধ্যমেও অনুসরণ করো না।”
> “হে লোকসকল! তোমাদের নারীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি তাদের উপর তোমাদেরও কিছু দায়িত্ব আছে। তাদের প্রতি সদয় হও, তাদের উপযুক্তভাবে পরিপালন করো। তারা তোমাদের সহযোগিনী।”
> “পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, যাকাত প্রদান করো এবং সামর্থ্য থাকলে হজ করো।”
> “হে মানুষ! তোমরা সবাই আদম (আ.)-এর সন্তান। এক আরবের ওপর কোনো অনারবের, এবং কোনো অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। সাদা চামড়ার ওপর কালো চামড়ার, কিংবা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই—শুধু তাকওয়া ও নেক আমলের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব।”
> “সব মুসলমান একে অপরের ভাই। তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও।”
> “কোনো মুসলমানের সম্পদ অন্য মুসলমানের জন্য হালাল নয়, যতক্ষণ না সে নিজের ইচ্ছায় তা দেয়।”
> “তোমরা নিজেদের প্রতি যুলুম করো না। সব কাজের হিসাব একদিন দিতে হবে।”
> “হে মানুষ! আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো নতুন ধর্ম আসবে না।”
> “আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস: কুরআন এবং আমার সুন্নাহ। এগুলো আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না।”
---
📜 বিদায় মুহূর্তে রাসূল ﷺ বললেন:
> “হে আল্লাহ! আমি কি তোমার বার্তা পৌঁছে দিয়েছি?”
সাহাবাগণ বললেন: “জি হ্যাঁ।”
তখন তিনি বললেন:
“হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো।”
---
এই ভাষণ মানবতা, ন্যায়, ভ্রাতৃত্ব ও শান্তির এক চিরন্তন বার্তা।
#বিদায়হজ
#আরাফারদিন
#রাসূলেরশেষভাষণ
#তাকওয়া_হলো_আসল_শ্রেষ্ঠত্ব
ানুষ_আদমের_সন্তান
#নবীর_শেষ_বার্তা
#বিদায়_হজের_ভাষণ
#নবীজির_চিরন্তন_বাণী