Fouji's Wife Lifestyle.

Fouji's Wife Lifestyle. আমি একজন আর্মি ওয়াইফ। আমি আমার এই চ্যানেলটিতে আমার ভালো মন্দ সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই আমার পাশে থেকো

10 বছর পর আবার একসাথে ♥️♥️
06/08/2025

10 বছর পর আবার একসাথে ♥️♥️



Good night friends 😴😴
05/08/2025

Good night friends 😴😴



Good morning friends 🌞🌄
31/07/2025

Good morning friends 🌞🌄



23/07/2025

Good morning friends 🌞

ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয়। ইউটিউবের তুলনায় এটা অনেক সহজ, যদি একটু বাস্তব বুদ্ধি কাজে লাগাতে পারেন। শুরুটা ...
20/07/2025

ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয়। ইউটিউবের তুলনায় এটা অনেক সহজ, যদি একটু বাস্তব বুদ্ধি কাজে লাগাতে পারেন। শুরুটা করতে হলে প্রথমেই নিজের অ্যাকাউন্ট বা পেজটা একটু গ্রো করাতে হবে। মানে, ফলোয়ার বাড়াতে হবে। এখন অনেকে ভাবে এটা বুঝি খুব কঠিন—আসলে কিন্তু না। আপনি যদি অন্যদের ফলো করেন, গিফট করেন, তাদের পেজে রিয়্যাক্ট করেন, অনেকেই আপনাকে ফিরতি ফলো করবে। এটাকে আমি বলি ‘স্মার্ট নেটওয়ার্কিং’।

তবে শুধু ফলোয়ার বাড়ালেই হবে না, মানুষকে আপনার প্রোফাইল বা পেজে ধরে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। নিয়মিত কিছু না কিছু পোস্ট করতে হবে—ছবি, ভিডিও, লেখা যেটা আপনি পারেন। আপনি যদি ভাবেন, “আমার কোনো ট্যালেন্টই নেই”—তবু ইনকাম করা সম্ভব।

আপনি যদি লিখতে না পারেন, তাহলে নেট থেকে ভালো কোনো লেখা কপি করে পোস্ট করুন। তবে লেখকের নাম জানা থাকলে অবশ্যই সেটা উল্লেখ করবেন, আর না জানলে 'সংগৃহীত' লিখবেন। এই জিনিসটা এখন সবাই করছে, এবং এতে কোনো ভুল নেই।

আপনি যদি ছবি তুলতে পারেন—নিজের, প্রকৃতির, খাবারের, ফুলের—তাহলে সেগুলোর সঙ্গে একটা সুন্দর লেখা মিলিয়ে পোস্ট করুন। এখন তো এমন সময়, ভিডিওর থেকেও ফটো ও লেখার পোস্টে বেশি ইনকাম হচ্ছে।

যদি ভিডিও বানাতে না পারেন, তাহলে অন্য কারো ভিডিও ডাউনলোড করে তাতে নিজের ভয়েস দিয়ে এডিট করুন। কোনো কপিরাইট আসবে না, শুধু মিউজিকটা একটু খেয়াল রাখতে হবে। নিজের কণ্ঠে কিছু একটা বলে তার সঙ্গে মিউজিক মিলিয়ে দিন, তাহলেই চলবে।

আর আপনি যদি মুখ দেখাতে না চান, তাহলে রান্না করা, ঘরের কাজ করা, গাছপালা পরিচর্যার মতো ভিডিও দিন—তাতেও ভালো রেসপন্স আসে। কথা হলো, ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে নিয়মিত হতে হবে। যদি আপনি প্রতিদিন কিছু না কিছু না দেন, আর মাঝখানে লম্বা গ্যাপ দেন, তাহলে কিন্তু আপনার রিচ আর এনগেজমেন্ট একদম নেমে যাবে। সেই জায়গা থেকে আবার শুরু করতে অনেক কষ্ট হয়।

অনেকে ভাবে, “আমার ফলোয়ার কম, আমি পারব না”—এই চিন্তা মাথা থেকে বাদ দিন। কেউ ৫ হাজার ফলোয়ারেই ইনকাম করছে, আবার কেউ ৫০ হাজার ফলোয়ার নিয়ে বসে আছে, কিছুই করতে পারছে না। তাই ফলোয়ারের সংখ্যা দিয়ে কিছু যায় আসে না, আসল বিষয় হচ্ছে আপনি কাজ করছেন কিনা।

আর একটা জিনিস মনে রাখবেন—নিজে কিছু না পারলেও অন্য কেউ কিছু করলে অনেকেই সমস্যা করে, খোঁটা দেয়। তাদের কথায় কান না দিয়ে নিজের ফোনে, নিজের পছন্দের কাজটা চালিয়ে যান। পরনিন্দা না করে ঘরে বসে যদি নিজের একটা ইনকাম তৈরি করতে পারেন, সেটা খুবই প্রশংসার বিষয়। তবে হ্যাঁ, কোনোভাবেই অশ্লীল বা অপসংস্কৃতিমূলক কিছু করাকে আমি সাপোর্ট করি না।

শেষ কথা একটাই—নিজের মতো করে, নিয়মিত কাজ করুন। ইনকাম আসবেই।

14/07/2025

Good morning friends 🌞🌄

10/07/2025

Good night friends 😴😴

Address

Arambagh
713427

Alerts

Be the first to know and let us send you an email when Fouji's Wife Lifestyle. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fouji's Wife Lifestyle.:

Share

Category