03/09/2025
"এ পথের অনন্তে"
এই নির্জন পথ, দিগন্ত ছুঁয়ে যায় যে রেখা,
সেই রেখার প্রতিটি বাঁকে তোমার পদচিহ্ন।
ধুলো মাখা এই মাটির শরীরের ভেতরেও
আমি শুনি তোমার নীরব পদধ্বনি,
যেন তুমি আগেই হেঁটে গেছো এ পথে,
তাই এ শূন্যতাই শুধু প্রেমের দ্রাঘিমা রেখা।
সবুজ ধানের দোলা,
এ যেন তোমার হাসির উজ্জ্বল স্পন্দন,
যা হাওয়ায় দুলে দুলে উচ্চারিত হয় সেই অনন্ত ধ্বনি।
আর আকাশের মেঘেরা,
তাদের ছুটে চলা যেন তোমার কেশের ঢেউ,
যেখানে আমি হারিয়ে যেতে চাই অবিরাম।
প্রিয়তমা, তোমাকে ছাড়া এই পৃথিবী
শুধুই এক অনন্ত দীর্ঘ যাত্রা;
অন্তহীন, দিশাহারা।
কিন্তু তুমি যখন আমার কল্পনায় ভেসে ওঠো,
প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে আলোক যাত্রা,
আমাকে ধীরে ধীরে তোমার হৃদয়ের দিকে টেনে নেয়।
তুমি আমার পথের শেষ প্রান্ত নও,
তুমি আমার প্রতিটি শুরু'ই লুকোনো,
তুমি আমার প্রতিটি আকাশের ছায়া,
প্রতিটি নিঃশ্বাসের আড়ালে জেগে থাকা আলোর দিশা।
জানি,
এই পথ যত দীর্ঘই হোক, যত দুর্গমই হোক তার বিস্তার,
তার শেষে এসে দাঁড়াবো,
তোমার ঐ দুটি চোখের অনন্ত গভীরে।
কারণ, আমার এ যাত্রার অন্ত তুমি,
আমার এ যাত্রার গন্তব্যও তুমি।
✍️ Subhankar Ghorui (শুভ)