অভিমানী ছন্দ - Ovimani Chando

অভিমানী ছন্দ - Ovimani Chando বলতে না পারা কথা ও অভিমানে জমে থাকা কথা গুলো একটু উপস্থাপনের চেষ্টা।

"এ পথের অনন্তে"এই নির্জন পথ, দিগন্ত ছুঁয়ে যায় যে রেখা,সেই রেখার প্রতিটি বাঁকে তোমার পদচিহ্ন।ধুলো মাখা এই মাটির শরীরের ভে...
03/09/2025

"এ পথের অনন্তে"
এই নির্জন পথ, দিগন্ত ছুঁয়ে যায় যে রেখা,
সেই রেখার প্রতিটি বাঁকে তোমার পদচিহ্ন।
ধুলো মাখা এই মাটির শরীরের ভেতরেও
আমি শুনি তোমার নীরব পদধ্বনি,
যেন তুমি আগেই হেঁটে গেছো এ পথে,
তাই এ শূন্যতাই শুধু প্রেমের দ্রাঘিমা রেখা।

সবুজ ধানের দোলা,
এ যেন তোমার হাসির উজ্জ্বল স্পন্দন,
যা হাওয়ায় দুলে দুলে উচ্চারিত হয় সেই অনন্ত ধ্বনি।
আর আকাশের মেঘেরা,
তাদের ছুটে চলা যেন তোমার কেশের ঢেউ,
যেখানে আমি হারিয়ে যেতে চাই অবিরাম।

প্রিয়তমা, তোমাকে ছাড়া এই পৃথিবী
শুধুই এক অনন্ত দীর্ঘ যাত্রা;
অন্তহীন, দিশাহারা।
কিন্তু তুমি যখন আমার কল্পনায় ভেসে ওঠো,
প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে আলোক যাত্রা,
আমাকে ধীরে ধীরে তোমার হৃদয়ের দিকে টেনে নেয়।

তুমি আমার পথের শেষ প্রান্ত নও,
তুমি আমার প্রতিটি শুরু'ই লুকোনো,
তুমি আমার প্রতিটি আকাশের ছায়া,
প্রতিটি নিঃশ্বাসের আড়ালে জেগে থাকা আলোর দিশা।

জানি,
এই পথ যত দীর্ঘই হোক, যত দুর্গমই হোক তার বিস্তার,
তার শেষে এসে দাঁড়াবো,
তোমার ঐ দুটি চোখের অনন্ত গভীরে।
কারণ, আমার এ যাত্রার অন্ত তুমি,
আমার এ যাত্রার গন্তব্যও তুমি।
✍️ Subhankar Ghorui (শুভ)

https://www.youtube.com/watch?v=-t8opnnULU8
25/04/2025

https://www.youtube.com/watch?v=-t8opnnULU8

Video-টি ভালোলাগলে অবশ্যই Like ও Comment করে আমাদের জানান।________________________________________Credits :Writen By : SuvoNarrator : AmitArghya : Rabi Sanka...

 #অভিমানি
13/02/2025

#অভিমানি

04/11/2024

Address

Arambagh

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিমানী ছন্দ - Ovimani Chando posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category