04/04/2025
বিশেষ বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতদ্বারা আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার পক্ষ হইতে সমস্ত মাদ্রাসার ছাত্র ও অভিভাবকগণকে জানানো যাইতেছে যে আগামী 10 ই শাওয়াল ১৪৪৬ হিজরী বুধবার ইংরেজির ৯ এপ্রিল 2025 বুধবার সকাল থেকে মাদ্রাসা খুলিবে এবং পঠন পাঠন শুরু হবে ইনশাল্লা এবং যাহারা ভর্তি রয়েছো পুনরায় রি এডমিশনের জন্য ও নতুন ছাত্র ভর্তির ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে নিতে হইবে বার্থ সার্টিফিকেট ও আধার কার্ডের জেরক্স ৪ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো আব্বা মায়ের আধার কার্ডের জেরক্স আর পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এর অরিজিনাল কপি ও ইস্কুলের টি.সি সার্টিফিকেট অবশ্যই সঙ্গে আনবেন।