27/05/2025
"মা"
কলমে....রনিতা পাল
ছোট্ট একটি শব্দ তুমি
সবাই বলে মা,
মাগো তুমি কতই বড়ো
নিজেই জানো না।
সেই কতদিন গর্ভে ধরে
কতদিনের কষ্টের পরে ,
এই পৃথিবীর আলো তুমি
দেখিয়েছিলে মোরে।
শিশু হতে কিশোর মাগো
রাগ করতাম যখন
আদর করে কাছে ডেকে
খাইয়ে দিতে তখন,
রোগশয্যায় শুয়ে যখন
কষ্ট পেতাম আমি,
কোলের উপর মাথা রেখে
হাত বোলাতে তুমি।
বোঝেনি যারা মায়ের মূল্য,
তাদের জীবন শুধুই শূন্য
বিশ্বজননী করুণাময়ী
তুমিই হলে আমার মা"।