
20/07/2025
সমুদ্রগড় স্টেশনে বসে ফোন দেখার সময় কর্তব্যরত জিআরপির সিভিক ভলেন্টিয়ারদের সাথে বচসা এক যুবকের
যুবকের ফোন কেড়ে নিয়ে যুবকের হাতে মারে
আর এই ঘটনায় বাদ হয়ে গেল যুবকের আঙ্গুলের উপরের অংশ
ঘটনায় ব্যাপক উত্তেজনা সমুদ্রগড় স্টেশন
প্ল্যাটফর্ম জুড়ে উত্তেজনা নিয়ন্ত্রণ কালনা GRP র বিশাল পুলিশ বাহিনী
ঘটনাস্থলে উপস্থিত নাদনঘাট থানার পুলিশকর্মীরা
নাদনঘাট থানার আইসির গাড়িতে করে তার তৎপরাতেই আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে
আহত যুবকের দাবি, বসে ফোনে ভিডিও দেখছিলাম,
হঠাৎ করে দুজন পুলিশ কর্মী এসে ফোনটি হাত থেকে কেড়ে নেয়,
টানতে টানতে নিয়ে যায় একটি জায়গায়
, একটি কলারশিপল গেঁটে হাত দিয়েছিলাম
তখনই কিছু একটি ভারী কিছু দিয়ে আঘাত করা হয় হাতের আঙুলে
আঙুলের উপরের অংশটি কেটে পড়ে যায় তার
ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য এলাকায় ব্যাপক উত্তেজনা
যদিও পুলিশের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি
তবে ঘটনার কি ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ