05/11/2025
পূর্ণবয়স্কা দুই মহিলা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মন্দির প্রাঙ্গণে
ফোন-আলাপ এর মাধ্যমে দুজনার পরিচয় পরে দুজন একই দলের ড্যান্স এর কাজ করেন। আর তার থেকে আরো সম্পর্ক নিবিড় হয় তাদের দুই জনের। দীর্ঘ সময় পর নিজেদের মধ্যে সংসার পাতারও স্বপ্ন দেখেন এই দুই প্রাপ্তবয়স্ক মহিলা যেমন ভাবা তেমনি কাজ করে বসলো।
দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গণে। সেখানে দেখা গেল মন্দিরবাজারের রামেশ্বরপুরের বাসিন্দা
বর রিয়া সরদার পেশায় তিনি একজন ডান্সার।গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা ও করেছেন তার জন্মের পরে বাবা-মা মারা যায় মাসি ও মেসোর কাছে মানুষ।।মাসি কবিতা কয়াল মেসো দিপু কয়াল।
কনে রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দার। জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সে করে। বাড়িতে তার মা বাবা দাদা বৌদি। চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তারা। সে নিজে একজন ডান্সার। বাড়ির চাপ তার পরেও এই সিদ্ধান্ত তার দীর্ঘদিন যাবত ফোনের মাধ্যমে বন্ধুন্ত । আজ তারা সাতপাকে বাঁধা পরলো ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় টোপর পরে মালা বদলের মাধ্যমে সাত পাকে মঙ্গলবার সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল । আর যা দেখতে কয়েক হাজার মানুষজন জরম হয়েছেন তারা তো সাধারণ মানুষ জানেন একটি পূর্ণবয়স্ক ছেলেও মেয়ের মধ্যে বিবাহ হয়। আর দুইটি মেয়ে যে বিয়ে চাক্ষুষ দেখতেই জনজোয়ার মন্দির প্রাঙ্গনে।