
14/06/2024
আসানসোল - দুর্গাপুর বাসীদের জন্য বড় সুখবর ।
আগামী ৩০ সে আগষ্ট থেকে অণ্ডাল বিমানবন্দর থেকে চালু হচ্ছে ৩টি নতুন বিমান পরিষেবা :
🔶 ভুবনেশ্বর (পৌঁছবে 12.55 PM, ছাড়বে 4.35 PM) - প্রতিদিন
🔶 বাগডোগরা (ছাড়বে 1.15 PM, পৌঁছবে 4.05 PM) - সপ্তাহে ৪ দিন
🔶 গুয়াহাটি (ছাড়বে 3.15 PM, পৌঁছবে 4.15 PM) - সপ্তাহে ৩ দিন
এই সব কটি রুট চালু করছে INDIGO।
অন্ডাল বিমানবন্দর থেকে ইতিমধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর ও হায়দরাবাদের দৈনিক বিমান পরিষেবা আছে।
আগামীদিনে ঢাকা অব্দি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার ও পরিকল্পনা চলছে।
এই বিমানবন্দর কে ঘিরে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বাংলার বিস্তীর্ণ এলাকার পরিবহন ও অর্থনীতির বিকাশ ঘটছে।