23/06/2025
বিকেল বেলা প্রত্যেক দিন আমি বাবা আর ছেলে ঘুরতে যায়,তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে এই মাঠটা আর ও এখানে এসে বলল খেলছে, আসলে বেপারটা কি হয়েছে আমরা রাস্তা দিয়ে যখন বাবার ভ্যেনে করে ঘুরছি তখন একটা পরে একটা মাঠ পরছে আর অনেক ছেলেরা ওখানে খেলা করেছে বল নিয়ে কোথায় আবার স্যার শেখিছে ছাএদের আর ও ওখানে যাবে যেই মাঠ দেখছে আর বিকাল বেলা তো ছেলেরা খেলবে আর বল নিয়ে খেলছে আর ও যাওয়ার জন্য পাগল হচ্ছে তো প্রথমে আমি যেতে দিচ্ছি না ও খুব জেদ দেখাছে এরাকম ভাবে অনেকক্ষণ ঘুরে বাড়ি আসার পথে ও আর শুনবে না যেই দেখেছে বলে রয়েছে মাঠে আর একটা 3 বা 4 বল রয়েছে ও তো যাবেই সেই কান্না প্রথমে ছাড়ছিলাম না কারণ ওখানে স্যার ছাত্রদের শেখাচ্ছে কিন্তু ওর কান্না দেখে ওখানকার স্যার ওকে ডাকলো আর বলেছিল তুমি খেলবে ওকে একটু ছোট বল ছিল কিন্তু আমার ছেলে কিছুক্ষণ ছোট বল নিয়ে খেলে আর বড়ো নিতে যাচ্ছিল ও তো তখন খুব খুশি আর আমার বাবা ও ছিল ওর সাথে, ছেলে খেলছে বল নিয়ে এদিক ওদিক যাচ্ছে আর ওর দাদু দৌড়ে বেড়াচ্ছে আর তখন সন্ধ্যা ও হয়ে যাচ্ছিল আমি বললাম সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি চলো বাড়ি যেতে ও অনেক টা টাইম লাগবে আমাদের বাড়ির পাশে তো না, কিন্তু ও কি আর শোনে আর এইসব বোঝে ও না ও তো আসবে না বাবা জোর করে নিয়ে আসছে কিন্তু ও আসবে না লাষ্টে না পেরে জোর করে কোলে নিয়ে চলে এসেছে, আর ও তো জেদের চোটে আর কান্নার চোটে জামার বোতাম খুলে গেছে, আমি আবার বলছিলাম বল খেলতে গিয়ে খুলে গেছে, ছেলেটা আমার এতো বল খেলছে যে জামাই খুলে গেছে😂 বাড়িতে অনেক বল আছে ও দাদু আর ওর বাবা নিয়ে আসে সেই নিয়ে সেরাকম খেলে না আর এখানে এসে ওর ওই বল গুলো লাগবে আর ও এখানেই খেলবে,আরে বলতো বাড়িতে ও আছে বাড়ি গিয়ে খেলে হয়, তারপর বাবা বুঝিয়ে বলেছে শোন কালকে আরো সকালে সকাল আসবো মানে বিকাল হতে না হতেই আসবো তাহলে অনেকক্ষণ বল খেলতে পারবি, একটা ওকে শান্তনা দিল না হলে খুব কাঁদছিল আর খুব জেদ দেখাচ্ছিল আর বাবা ওকে বলছিল এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে দাদা বাড়ি চল আমার বাবা আমার ছেলেকে দাদা বলে আর আমার ছেলে আমার বাবাকে দাদা বলে,তারপরে ভ্যান যেই চালিয়ে ওদিক থেকে অন্যদিকে নিয়ে গেছে মানে বাড়ি চলে আসছিলাম তখন ওর কান্না একটু কমেছে,আর যারা ওখানে খেলছিল মানে যারা লিখছিল তাদের মা রা ও ওখানে ছিল ওরাও অনেকে চলে যাচ্ছিল সন্ধ্যা হয়ে গেছিল বলে আর কতক্ষন থাকবো বলতো, আর অনেকটাই দূরে ছিল আমাদের বাড়ি আসতে তো হতো তাও আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছিল আর আরো দেরি করলে আরো দেরি হয়ে যেতো আর ওকে বাড়িতে এসে খাওয়ানো ছিল আর সন্ধ্যা বেলা তো খাওয়াতে হবে, আর ওকে তো খেতে না দিলে ভালো খাবার কথা বলবে না বাড়িতে আসলেও না শুধু ওকে জল দাও,বাড়িতে আসলেই ওর জল চাই আর না, আমার ছেলে জল খুব ভালো বাসে আর ও বল ও ভালো বাসে বাইরে বেড়ালে যেখানে বল দেখবে কিনে দিতে হবে আমাকে ওতো বলে না আমার বাবার সাথে বেশি জেদ দেখায় আর আমার বাবা ও ওকে অনেক বল কিনে দেয় আর ও বাবা ও অনেক বল নিয়ে আসে ছেলের জন্য আমার সাথে দোকানে গেলে বা মেলায় গেলে পুতুল চাই আর আমার ও পুতুল খুব ভালো লাগে ওকে বলি তুই নিবি বুনু ও তখন নিতে চাই কিনে দি কিছু দিন আগে তো জেদ বেট বল নেবে, বাবা বলছে তোর অনেক বল আছে বাড়িতে আমি ও তাই বলেছি আর এখনো বেট খেলার মতো বয়স হয়নি তোর এখন নিতে হবে না কিন্তু ওর জেদ ও তো আর বোঝে না টাকা আছে কি না তাও বাবার কাছে বেশী টাকা ছিল না 100 টাকা ছিল তাই দিয়ে দিয়েছে, ওর খুব জেদ হয়েছে এখন যা বলবে তাই করতে হবে আর না করতে পারলে যেখানে সেখানে বসে পরবে আর এখন শুয়ে ও পরে দুষ্টু ছেলেটা😂🤣 ওকে নিয়ে যে কি করি,বড়ো হলে নিজে যখন রোজগার করবে তখন বুঝবে টাকা কি জ্বালা,গরীবদের কাছে সবসময় টাকা থাকে না, আমার বাবা কাছে বেশি টাকা না থাকলেও যা থাকে তাই দিয়ে কিচ্ছু না কিছু কিনে দেয়, মিথ্যা বলবো না ওর বাবার কাছে অল্প টাকা থাকলেও ওকে কিনে দেয় আমার মা ওকে অনেক কিছু কিনে দেয়, মায়ের কাছে যখনি টাকা থাকে কিছু না কিছু দেয় ওকে কিনে,সবাই ওকে খুব ভালো বাসে সোবার কাছে ও গোপাল সোনা, ও আমার ছোট নিমাই চাঁদ 🥰❤️ তো ভাবলাম ও যখন বল খেলছে আমি একটু ভিডিও করে তোমাদের দেখায়,আর ও বড়ো হলে ওকে ও দেখাতে পারবো, কারন ছোট বেলাকার জিনিস কেও বিশ্বাস করে না আমি ছোট বেলায় অনেক দুষ্টুমি করেছি আর আমার বোরমার সাথে বেশি দুষ্টুমি করেছি আর এখন যখন মা বরমা বলে আমি তখন বিশ্বাস করিনা কিছু জিনিস আমার দুষ্টুমির জিনিস তো বিশ্বাস করিনা আর মা তখন বলে তোর সময় ফোন থাকলে ভিডিও করে রাখতাম আমি সময় ছোট ফোন চালু হয়েছে আমার তখন বারো বছর বয়স আর এখন আমার 22 আর বড়ো ফোন তাই তখন আমার 15 কিন্তু কেও ঠিক ভাবে চালাতে পারতো না ভিডিও তো দুরে থাক, তাই ভাবলাম আমি ওর কিছু কিছু জিনিস তুলে রাখি আর তোমাদেরকেও দেখায়, ও যখন মাঠে ছিল আমি ভ্যেনে কিছু টা দুরে বসে ছিলাম আমি যাইনি মাঠে বাবাই গেছিল আর বাবা মাঠের থেকে কিছু টা দুরে ভ্যেন রেখেছিল, তাই ভিডিওতে ঠিক ভাবে ওকে আর দেখা যাচ্ছে না মানে কাওকেই ঠিক ভাবে দেখা যাচ্ছিল না আমি zoom করে দেখিয়েছি তাই এমনি দেখলে দেখতে পেতে না তাই এরাকম করতে হয়েছে যাও zoom করাতে দেখতে পেয়েছো এমনি হলে দেখতে পেতে না,