উজানস্রোত

উজানস্রোত Monthly Bengali Magazine

আর কিছু দিনের অপেক্ষা
03/08/2025

আর কিছু দিনের অপেক্ষা

আপাতত বাৎসরিক গ্রাহক ও শ্রাবণ সংখ‍্যার গ্রাহকের জন‍্য প্রস্তুত
01/08/2025

আপাতত বাৎসরিক গ্রাহক ও শ্রাবণ সংখ‍্যার গ্রাহকের জন‍্য প্রস্তুত

কলেজস্ট্রিটে পাওয়া যাচ্ছে
29/07/2025

কলেজস্ট্রিটে পাওয়া যাচ্ছে

এক পা এক পা করে হাঁটছি আমরা। এই ভাবে হাঁটতে হাঁটতে সহযোদ্ধা যেমন পেয়েছি, সহকর্মী যেমন পেয়েছি, তেমনই পেয়েছি ভালবাসার মানু...
28/07/2025

এক পা এক পা করে হাঁটছি আমরা।
এই ভাবে হাঁটতে হাঁটতে সহযোদ্ধা যেমন পেয়েছি, সহকর্মী যেমন পেয়েছি, তেমনই পেয়েছি ভালবাসার মানুষগুলিকেও।
ভাবতে ভাল লাগছে উজানস্রোতের পেজের ফলোয়ার সংখ্যা হাজার ছুঁল।
জানি সকলের নাম মনে রাখা সম্ভব না।
কিন্তু ধন্যবাদ সকলকে।

জানি, চলা সবে শুরু। সঙ্গে থাকুন, কমরেড।

উজানস্রোত শারদ। আসছে।
28/07/2025

উজানস্রোত শারদ। আসছে।

উজানস্রোত শারদসংখ্যা। প্রকাশিতব্য।
25/07/2025

উজানস্রোত শারদসংখ্যা। প্রকাশিতব্য।

উজানস্রোতের শারদসংখ্যা। আসছে অবিলম্বে।
24/07/2025

উজানস্রোতের শারদসংখ্যা।
আসছে অবিলম্বে।

সকলের ভালোবাসায় উজানস্রোত শ্রাবণ সংখ্যা কানায় কানায় পরিপূর্ণ। সেই ভালোলাগায় আজ আমাদের মনও পরিপূর্ণ। প্রায় ১২০০ কবিতা...
21/07/2025

সকলের ভালোবাসায় উজানস্রোত শ্রাবণ সংখ্যা কানায় কানায় পরিপূর্ণ। সেই ভালোলাগায় আজ আমাদের মনও পরিপূর্ণ।
প্রায় ১২০০ কবিতা জমা পড়েছিল উজানস্রোতের মেইল বক্সে। এই আশাতীত সাড়ায় উজানস্রোত পরিবার আপ্লুত।
যদিও বাছাই পর্বটি বড়ই কঠিন কাজ ছিল। তবে যে কবিতাগুলো উজানস্রোতের পাতায় এই মুহূর্তে স্থান দেওয়া সম্ভব হয়নি তার মানে এটা একদমই নয় যে, সে কবিতাগুলো নির্বাচনযোগ্য নয়। মূল কারণ পত্রিকার পাতার স্থানাভাব। এই ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য।
যাইহোক কী আর করা যাবে! তাও চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব কবিতা উজানস্রোতের পাতায় স্থান দেওয়ার।
পরিকল্পনা ছিল ৩০টি কবিতা এবারের সংখ্যায় স্থান দেওয়ার, যার মধ্যে কিছু সংখ্যক আমন্ত্রিত। কিন্তু ঘটনাচক্রে এত ভালো ভালো কবিতা আসার কারণে আমন্ত্রিত ও মনোনীত কবিতা মিলিয়ে সংখ‍্যাটি গিয়ে দাঁড়ালো ৫২তে। তবুও কিছু কবিতা রয়ে গেল। খুব ইচ্ছে আছে সেগুলো উজানস্রোতের পাতায় পরবর্তী কিছু সাধারণ সংখ্যায় প্রকাশ করার। সেই তালিকাও ফেসবুকের পাতায় দু-একদিনের মধ্যেই প্রকাশ করা হবে।
যাদের লেখা এই মুহূর্তে উজানস্রোতের পাতায় স্থান দেওয়া সম্ভব হল না, পরবর্তীতে তাদের লেখা উজানস্রোতের পাতায় ছাপার হরফে দেখার আশায় আমরা সকলে রইলাম।

ভালো থাকুন সকলে

এভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখুন উজানস্রোতকে

20/07/2025

শ্রাবণ সংখ‍্যার কবিতা নির্বাচন করতে গিয়ে দেখা গেল এমন বহু কবি আছেন যাদের পাঠানো দুটি করে কবিতাই খুব ভালো। মুশকিল হল দুটি রাখতে গেলে অন‍্য কবিদের কবিতা প্রকাশে স্থানাভাব দেখা দেবে। যদিও বলা হয়েছে কিছু কবিতা পরবর্তী সাধারণ সংখ‍্যার জন‍্য রাখা হবে এবং প্রকাশ করা হবে, অবশ্যই কবিদের অনুমতি সাপেক্ষে।
তাই আপাতত সেই সকল কবিদের একটি করেই কবিতা প্রকাশ করা হবে, যাদের দুটি কবিতাই নির্বাচক মণ্ডলী নির্বাচন করেছেন।
এতে অনেক কবি উজানস্রোতের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলেই আশা।

আগামীকাল শ্রাবণ সংখ‍্যায় প্রকাশিত কবিতার কবিদের নাম ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

সকলের সহযোগিতা কাম‍্য।

আসছে শীঘ্রই...সংখ‍্যাটিতে থাকছে কবিতার ধারাপাতআপনাদের পাঠানো বহু কবিতা আমাদের কাছে এসে পৌছেছে। বাছাই পর্ব শেষ হয়েছে।শীঘ্...
14/07/2025

আসছে শীঘ্রই...

সংখ‍্যাটিতে থাকছে কবিতার ধারাপাত

আপনাদের পাঠানো বহু কবিতা আমাদের কাছে এসে পৌছেছে। বাছাই পর্ব শেষ হয়েছে।

শীঘ্রই কবিদের নামের সূচি প্রকাশ করা হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এত সব ভালো ভালো কবিতার মাঝে বাছাই পর্বটি বেশ কঠিন ছিল। এমন বহু কবিতা আছে যেগুলো আমরা শ্রাবণ সংখ‍্যায় রাখতে পারছি না স্থান সঙ্কুলানের কারণে, তবে পরবর্তী মাসিক সংখ‍্যায় প্রকাশ করার ইচ্ছে আছে। যাদের কবিতা এই সংখ‍্যায় প্রকাশ পাবে এবং যাদের পরবর্তী সংখ‍্যাগুলোতে প্রকাশ পাবে, সকলকে জানিয়ে দেওয়া হবে।

আপনাদের সকলের ভালোবাসায় উজানস্রোতের পথচলা আরো মসৃণ হোক এটাই প্রার্থনা।

ছবিঋণ: গুগল

11/07/2025

শ্রাবণ সংখ‍্যার কবিতা গ্রহণ বন্ধ হয়ে গেছে।
এখন আর কেউ পাঠাবেন না।
পরবর্তী বিজ্ঞাপনের জন‍্য অপেক্ষা করার অনুরোধ রইল সকলের কাছে।

Address

Ashoknagar
Ashoknagar
743222

Opening Hours

Monday 11am - 6pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when উজানস্রোত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উজানস্রোত:

Share

Category