উজানস্রোত

উজানস্রোত Monthly Bengali Magazine

আছি ৭টা পর্যন্ত
20/09/2025

আছি ৭টা পর্যন্ত

আজ দেখা হোক তবেএক্সেলার বুক স্টোরে
20/09/2025

আজ দেখা হোক তবে
এক্সেলার বুক স্টোরে

আগের শনিবার যাঁরা আসতে পারেননি তাঁদের জন‍্য এই শনিবারআসুন তবেদেখা হোকলেখক কপি সংগ্রহ হোক
17/09/2025

আগের শনিবার যাঁরা আসতে পারেননি তাঁদের জন‍্য এই শনিবার
আসুন তবে
দেখা হোক
লেখক কপি সংগ্রহ হোক

অনুষ্ঠান নিয়ে কিছু কথা লিখলেন কবি বৈজয়ন্ত রাহাযাঁর কথা বাদ পড়ল বৈজয়ন্ত রাহার লেখায়, তিনি অন্তরালে থেকে সবসময় পত্রিকার ভা...
16/09/2025

অনুষ্ঠান নিয়ে কিছু কথা লিখলেন কবি বৈজয়ন্ত রাহা

যাঁর কথা বাদ পড়ল বৈজয়ন্ত রাহার লেখায়, তিনি অন্তরালে থেকে সবসময় পত্রিকার ভালোর উপদেশ দিয়ে চলা হিন্দোল ভট্টাচার্য।
বাদল সরকারকে নিয়ে অনুষ্ঠানটি তাঁরই ভাবনার রূপ।

সব মিলিয়ে মানুষের মনের কাছাকাছি যে যেতে পারছে উজানস্রোত, এটাই প্রাপ্তি

# # # #
উজানস্রোতের শারদ সংখ্যা প্রকাশ পেলো গত ১৩ই সেপ্টেম্বর, গোয়াবাগান স্ট্রীটের ধর ভিলাতে, একটি চমকপ্রদ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সম্পাদিকা স্বর্ণালী হাজরার যত্ন যেখানে প্রতিমুহূর্তে প্রভাসিত হয়ে উঠছিল। কি নেই সেই বইতে? তথ্যচিত্র, সংস্কৃতি, চলচ্চিত্র, গান, নৃত্যের উপর লেখা, সাক্ষাৎকার, চিত্রনাট্য, রম্যরচনা, ফ্যাশন, শরীরচর্চা, ভ্রমণ, খেলা, গল্প, উপন্যাস এবং, এবং, কবিতা। এবং সবই বেশ উচ্চমানের। পাতা উল্টে, প্রথমে মান দেখে লিটলম্যাগাজিন ভাবতে গিয়েও আকার ও ভঙ্গি দেখে ভালো মানের বাণিজ্যিক পত্রিকাই ভাবতে হবে। স্বর্ণালী একে লিটল ম্যাগ বলে একবারও দাবি করেন নি অবশ্য।
এবার আসি প্রকাশ অনুষ্ঠানে। উদবোধনী সঙ্গীত অমৃতকণার সুশ্রাব্য কন্ঠে শোনবার পরে, বিশেষ অতিথি ড: অনির্বাণ সরকার, আমি, অংশুমান কর, স্বর্ণালী হাজরা, তাঁর মা ও প্রচ্ছদের কৃতিত্বের অধিকারী নান্টু দাসের হাতে প্রকাশ পেলো উজান স্রোত শারদ সংখ্যা। যে মেয়েটির মুখ প্রচ্ছদে দেখছেন, তনুশ্রী, তাকেও মঞ্চে সম্মানিত করা হল।
আমার জানা খুব কম ম্যাগাজিন মনে রেখেছেন, এ বছরটা নাট্যকার, পরিচালক, অভিনেতা ও ' তৃতীয় থিয়েটার' ভাবনার জনক বাদল সরকারের জন্ম শতবর্ষ। কিন্তু উজান স্রোতের ভাবনায় সেটি ধরা পড়েছে। এখানেই অভিনবত্ব। বাদল সরকারের উপর ২৭ মিনিট আলোচনার পরে, তাঁরই একটি নাটক " সারারাত্তির" এর একটি অংশ পাঠ করে শোনানো হল। আমার সঙ্গে, পাঠে অংশ নিলেন নন্দিতা চ্যাটার্জি ও অরিজিত রায়।
আর সারা অনুষ্ঠান ছেয়ে ছিল কবিতা। অনেকদিন পরে, এত কবির এত ভালো ভালো কবিতা শুনলাম। কখনও কখনও মনে হচ্ছিল, এমন ভাবতে পারি না কেন? শেষপাতে নিয়াজুল কস্তুরী জয়িতা ও তমোঘ্ন ( শেষ কবি) পুরো মাতিয়ে দিল, হ্যাঁ, কবিতা দিয়েই। সঞ্চালনা তো স্বর্ণালী করেছেনই, তার সঙ্গে উপযুক্ত সঙ্গত করলেন কবি অংশুমান কর। যাঁরা, নিজেরটুকু পড়েই চলে গেলেন, তাঁরা যে কি হারালেন তা জানবেনও না কোনোদিন।
এই মান, উজান স্রোত ধরে রাখবে বলেই আমার বিশ্বাস। আমি তাই প্রার্থনা করব অন্তত।
নিচে, অল্প কিছু মুহূর্ত তুলে ধরলাম :

-- বৈজয়ন্ত রাহা

 #সাহিত্য  #পার্বণ #উজানস্রোতের  #শারদ  #প্রকাশ১৩ সেপ্টেম্বর, ২০২৫স্থান : ধর ভিলা, গোয়াবাগান, কলকাতা উদ্বোধনী সংগীত দিয়ে...
14/09/2025

#সাহিত্য #পার্বণ
#উজানস্রোতের #শারদ #প্রকাশ
১৩ সেপ্টেম্বর, ২০২৫
স্থান : ধর ভিলা, গোয়াবাগান, কলকাতা

উদ্বোধনী সংগীত দিয়ে শুরু করে ছিল পত্রিকা প্রকাশ, কবিতা পাঠ, সম্বর্ধনা অনুষ্ঠান, নাট‍্যকার বাদল সরকারের শতবর্ষ উদযাপনে বাদল অধিবেশনে তাঁকে নিয়ে কিছু কথা ও তাঁর একটি নাটকের পাঠ।

সকলের সমাদর পেয়ে অনুষ্ঠানটি এতো সুন্দর হয়ে ওঠার কারণে সকলের কাছে কৃতজ্ঞতা 🙏

কিছু মুহূর্ত সকলের জন‍্য

আসুন সকলে 🙏দেখা হোক, কথা হোক
10/09/2025

আসুন সকলে 🙏
দেখা হোক, কথা হোক

 #শারদীয়১৪৩২ #উজানস্রোতআপাতত পাওয়া যাচ্ছে যেসব স্টলেঅশোকনগর গোলবাজার: গ্রন্থনিলয়গোবরডাঙাস্কুল কর্ণারবীণাপানি (স্টেশনের ক...
08/09/2025

#শারদীয়১৪৩২
#উজানস্রোত

আপাতত পাওয়া যাচ্ছে যেসব স্টলে

অশোকনগর
গোলবাজার: গ্রন্থনিলয়

গোবরডাঙা
স্কুল কর্ণার
বীণাপানি (স্টেশনের কাছে)

বিরাটি
মায়ের বাড়ির কাছে সঞ্জয় পেপার স্টল

মধ‍্যমগ্রাম
সুমন দাম বুকস্টল (১নং প্ল‍্যাটফর্ম)

শিয়ালদহ
8/9 no Platform এর মাথায় কাশীনাথ সাউ পেপার স্টল

কলেজস্ট্রিট
শম্ভু ম‍্যাগাজিন স্টল
ও পাতিরাম (আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশে)
শ‍্যামলদার বুক স্টল (টেমারলেন)
ধ‍্যানবিন্দু
প্ল‍্যাটফর্ম বুকস্টোর
এক্সেলার বুকস্টোর

শ‍্যামবাজার
অজন্তার সামনে গৌতম বুক স্টল

হাতিবাগান
মান‍্যবরের পাশে দাস বুক স্টল

উল্টোডাঙ্গা
ব্রিজের নীচে তরুণ দাসের ম‍্যাগাজিন স্টল
ও সুব্রত বুক স্টল
বাবুদার স্টল

সল্টলেক
১৩ নং ট‍্যাঙ্কের কাছে
জিডি মার্কেট

যাদবপুর
8B Bus Stand এর উল্টোদিকে University Gate এর পাশে রতন দে বুকস্টল ও মানিক বুকস্টল (সঞ্জয়)

বেলঘরিয়া
4 নং প্ল‍্যাটফর্মের মাথায় ব্রিজের সিঁড়ির নীচে শৈবাল সাহা বুকস্টল

নৈহাটি
1 নং প্ল‍্যাটফর্মে তপনদার বুকস্টল
এবং স্টেশনের বাইরে সরস্বতী বুকস্টল

অনলাইনে
https://www.ujansrot.in/product/32678044/শারদীয়-উজানস্রোত-১৪৩২

 #শারদীয়১৪৩২ #উজানস্রোতপাঠকের কাছে পৌঁছনোর ২দিনের মাথায় যাদবপুরে পত্রিকা রি-স্টক করা হল।
06/09/2025

#শারদীয়১৪৩২
#উজানস্রোত

পাঠকের কাছে পৌঁছনোর ২দিনের মাথায় যাদবপুরে পত্রিকা রি-স্টক করা হল।

 #শারদীয়১৪৩২ #উজানস্রোতআরও কিছু স্টলে পাওয়া যাচ্ছে।কলেজস্ট্রিটে দুটি নতুন বুকস্টোরে উজানস্রোত পাওয়া যাচ্ছে।একটি প্ল‍্যাট...
05/09/2025

#শারদীয়১৪৩২
#উজানস্রোত

আরও কিছু স্টলে পাওয়া যাচ্ছে।

কলেজস্ট্রিটে দুটি নতুন বুকস্টোরে উজানস্রোত পাওয়া যাচ্ছে।
একটি প্ল‍্যাটফর্ম বুকস্টোর ও অন‍্যটি এক্সেলার বুকস্টোর।
এক্সেলার বুকস্টোরটি SBI building এর তিনতলায়।

*** আর একটি কথা জানিয়ে রাখি
উজানস্রোত আষাঢ় ও শ্রাবণ সংখ‍্যার সৌজন‍্য কপি রাখা আছে এক্সেলার বুকস্টোরে।
লেখককপি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন।
এছাড়া এক্সেলার বুকে নতুন সংখ‍্যাও থাকছে বিক্রয়ের জন‍্য

আমাদের অনলাইন স্টোর
https://www.ujansrot.in/product/32678044/শারদীয়-উজানস্রোত-১৪৩২

 #প্রকাশিত #শারদীয়১৪৩২ #উজানস্রোতপ্রেস থেকে বেরনোর আগেই পত্রিকা চলে গেছে প্রথম পাঠকের হাতে।গ্রাহক ও প্রি-বুকিং সংখ‍্যা ক...
04/09/2025

#প্রকাশিত
#শারদীয়১৪৩২
#উজানস্রোত

প্রেস থেকে বেরনোর আগেই পত্রিকা চলে গেছে প্রথম পাঠকের হাতে।
গ্রাহক ও প্রি-বুকিং সংখ‍্যা কাল পরশু পোস্ট হয়ে যাবে।
আপনারটি কাছাকাছি স্টল বা অনলাইনে সংগ্রহ করতে পারেন।
বিস্তারিত পরে জানানো হবে

Address

Ashoknagar
Ashoknagar
743222

Opening Hours

Monday 11am - 6pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when উজানস্রোত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উজানস্রোত:

Share

Category