16/09/2025
অনুষ্ঠান নিয়ে কিছু কথা লিখলেন কবি বৈজয়ন্ত রাহা
যাঁর কথা বাদ পড়ল বৈজয়ন্ত রাহার লেখায়, তিনি অন্তরালে থেকে সবসময় পত্রিকার ভালোর উপদেশ দিয়ে চলা হিন্দোল ভট্টাচার্য।
বাদল সরকারকে নিয়ে অনুষ্ঠানটি তাঁরই ভাবনার রূপ।
সব মিলিয়ে মানুষের মনের কাছাকাছি যে যেতে পারছে উজানস্রোত, এটাই প্রাপ্তি
# # # #
উজানস্রোতের শারদ সংখ্যা প্রকাশ পেলো গত ১৩ই সেপ্টেম্বর, গোয়াবাগান স্ট্রীটের ধর ভিলাতে, একটি চমকপ্রদ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সম্পাদিকা স্বর্ণালী হাজরার যত্ন যেখানে প্রতিমুহূর্তে প্রভাসিত হয়ে উঠছিল। কি নেই সেই বইতে? তথ্যচিত্র, সংস্কৃতি, চলচ্চিত্র, গান, নৃত্যের উপর লেখা, সাক্ষাৎকার, চিত্রনাট্য, রম্যরচনা, ফ্যাশন, শরীরচর্চা, ভ্রমণ, খেলা, গল্প, উপন্যাস এবং, এবং, কবিতা। এবং সবই বেশ উচ্চমানের। পাতা উল্টে, প্রথমে মান দেখে লিটলম্যাগাজিন ভাবতে গিয়েও আকার ও ভঙ্গি দেখে ভালো মানের বাণিজ্যিক পত্রিকাই ভাবতে হবে। স্বর্ণালী একে লিটল ম্যাগ বলে একবারও দাবি করেন নি অবশ্য।
এবার আসি প্রকাশ অনুষ্ঠানে। উদবোধনী সঙ্গীত অমৃতকণার সুশ্রাব্য কন্ঠে শোনবার পরে, বিশেষ অতিথি ড: অনির্বাণ সরকার, আমি, অংশুমান কর, স্বর্ণালী হাজরা, তাঁর মা ও প্রচ্ছদের কৃতিত্বের অধিকারী নান্টু দাসের হাতে প্রকাশ পেলো উজান স্রোত শারদ সংখ্যা। যে মেয়েটির মুখ প্রচ্ছদে দেখছেন, তনুশ্রী, তাকেও মঞ্চে সম্মানিত করা হল।
আমার জানা খুব কম ম্যাগাজিন মনে রেখেছেন, এ বছরটা নাট্যকার, পরিচালক, অভিনেতা ও ' তৃতীয় থিয়েটার' ভাবনার জনক বাদল সরকারের জন্ম শতবর্ষ। কিন্তু উজান স্রোতের ভাবনায় সেটি ধরা পড়েছে। এখানেই অভিনবত্ব। বাদল সরকারের উপর ২৭ মিনিট আলোচনার পরে, তাঁরই একটি নাটক " সারারাত্তির" এর একটি অংশ পাঠ করে শোনানো হল। আমার সঙ্গে, পাঠে অংশ নিলেন নন্দিতা চ্যাটার্জি ও অরিজিত রায়।
আর সারা অনুষ্ঠান ছেয়ে ছিল কবিতা। অনেকদিন পরে, এত কবির এত ভালো ভালো কবিতা শুনলাম। কখনও কখনও মনে হচ্ছিল, এমন ভাবতে পারি না কেন? শেষপাতে নিয়াজুল কস্তুরী জয়িতা ও তমোঘ্ন ( শেষ কবি) পুরো মাতিয়ে দিল, হ্যাঁ, কবিতা দিয়েই। সঞ্চালনা তো স্বর্ণালী করেছেনই, তার সঙ্গে উপযুক্ত সঙ্গত করলেন কবি অংশুমান কর। যাঁরা, নিজেরটুকু পড়েই চলে গেলেন, তাঁরা যে কি হারালেন তা জানবেনও না কোনোদিন।
এই মান, উজান স্রোত ধরে রাখবে বলেই আমার বিশ্বাস। আমি তাই প্রার্থনা করব অন্তত।
নিচে, অল্প কিছু মুহূর্ত তুলে ধরলাম :
-- বৈজয়ন্ত রাহা