19/07/2024
টাকা ইনকামের জন্য ফেসবুক একটা নতুন ফন্দি বের করেছে যার নাম ⭐️monetization. শুরুর দিকে শর্ত ছিলো যে, যেসব পেজে একহাজার ফলোয়ার থাকবে তারা এই ⭐️মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর ব্যাঙ্ক একাউন্ট যুক্ত করে ⭐️ সেট আপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। ব্যাস তারপর থেকেই ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে হুড়োহুড়ি পরে গেলো। অনেকেই ফেসবুক থেকে টাকা পাওয়ার আশায় দিন রাত এক করে কাজ করতে শুরু করে দিল। কয়েকমাস পরে কনটেন্ট ক্রিয়েটররা জানতে পারলো ⭐️একটা আকাম বস্তু। স্টার পাওয়া অত সহজ নয়।
⭐️ কি জিনিস?? : ফেসবুকে আমরা কিছু পোস্ট করলে অনেকেই তাতে কমেন্ট করে, রিয়েক্ট করে। এবার থেকে শুধুমাত্র লাইক কমেন্ট ছাড়াও কেউ কেউ পোস্ট দেখে আপনাকে ⭐️ পাঠাতে পারবে। সেগুলো মনিটাইজেশন টুলে জমতে থাকবে।এরকম ১০০ টি ⭐️পেলে তারপর এক ডলার হবে। এবং যেদিন আপনার ১০০ ডলার পুর্ন হবে সেদিন ব্যাঙ্কে টাকা ঢুকবে।
⭐️ কোথায় পাওয়া যায়?? : যে ব্যাক্তি আপনাকে স্টার দেবেন তাকে আবার এই ⭐️ টাকা দিয়ে ফেসবুকের কাছ থেকে কিনতে হবে। মোটামুটি ভারতীয় ১০০ টাকায় ৫৫ টি ⭐️ কেনা যায়। এগুলোর জন্য ফেসবুকে একটা ওয়ালেট বানাতে হয়। দেশ ভিন্নে ⭐️ দাম হেরফের হয়। তবে এই বিশেষ ⭐️ ফেসবুক ছাড়া অন্য কোথায় কিনতে পাবেন না। ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড দিয়ে ⭐️কিনতে হয়।
⭐️ কারা দেয়?? : সাধারণত যাদের টাকায় চুলকায় তারা প্রথমে ফেসবুক থেকে ⭐️ কিনে ওয়ালেটে রাখে। তারপর সেগুলো বিলিয়ে দেয়। লাইক, কমেন্ট, রিয়াক্ট তো সবাই দেয় কিন্তু ⭐️দেয় শুধুমাত্র বড়লোক। ⭐️ বিলিয়ে বড়লোক প্রমান করা ব্যাক্তিরা বেশিরভাগ সময় মহিলা কনটেন্ট ক্রিয়েটরদের ⭐️ দিয়ে থাকেন। মহিলারা কেউ কেউ ⭐️পেয়ে ⭐️ দাতাকে বিভিন্ন ভাবে খুশি করতে চেষ্টা করেন। এ এক সাসপিশাস সিক্রেট গেম😜
⭐️ কারা বেশি পায়??? খুব ভালো কনটেন্ট ক্রিয়েটর না হলে পুরুষ মানুষের কপালে ⭐️জোটে না। আমি গত ২ বছরে আমার পেজে একটাও ⭐️পাইনি। কিন্তু পাশের বাড়ির টেপির মা ড্যান্স ভিডিও বানিয়ে প্রতি মাসে হাজার হাজার ⭐️ পাচ্ছেন। বিশেষ করে ড্যান্সার লেডিদের নৃত্য প্রদর্শনী দেখে দেশি বিদেশি দর্শকরা ⭐️দিয়ে থাকে। অনেকটা গভীর রাতে পাড়ার মোড়ের ফাংশনে ড্যান্সারদেরকে যেসব মানুষ টাকা দেয়, সেরকম ফেসবুকে কিছু মানুষ পোস্টে ⭐️ দেয়।
তবে আগেই বলেছি পুরুষ কনটেন্ট ক্রিয়েটরদের খুব ভালো কাজে কেউ কেউ ⭐️ দিয়ে থাকে। তবে তাদের সংখ্যা অনেক কম।🙏🙏
পোস্ট টি থেকে কিছু শিখে থাকলে কোনো ⭐️ দিতে হবে না। শুধুমাত্র একটা লাইক কমেন্ট আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন 🙏🙏🥀🥀
ধন্যবাদ 🙏🙏
কাউকে ইচ্ছাকৃত ভাবে দুঃখ দিতে বা কাউকে উদ্দেশ্য করে পোষ্টটি করিনি,তবুও কেউ মনে দুঃখ পেলে ক্ষমা চাইছি আন্তরিক ভাবে 🙏🙏
আপনারা আমার আইডি ফলো করতে পারেন এমনি তথ্যবহুল পোস্ট পেতে।
nimai_barai
nimai_chandra_barai