B Eye Tv

B Eye Tv Bangla News

21/07/2025
20/07/2025

২১ জুলাই সমাবেশ হয়েছে না, আইএসএফ নেতার বক্তব্য কি? @২১জুলায় #২১জুলায়সমাবেস #টিভি

18/07/2025

ভিন্ন রাজ্যের বাঙ্গালীদের উপরে অত্যাচার পথে নামলেন বাগনানের বিধায় রাজা সেন

13/07/2025

Naushad Siddiqui ভাঙ্গরে নেতার খুনের সাথে জড়িত শওক ত ঘনিষ্ঠ নেতা ।

09/07/2025

ধর্মঘট নিয়ে দেবাংশের দৃষ্টিভঙ্গি কী?

03/07/2025

Naushad Siddiqui : নির্বাচন আসছে। আল্লাহর রাসূল কে নিয়ে কু কথা বলবে। কি বলছেন নওশাদ সিদ্দিকী সাহেব?

মহিষাদলে গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশ অধিকারীকের মৃত্যু।মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেছেদা ১১৬নং জাতীয় সড়কের গাড়ুঘাটা এলাকায় ট...
02/07/2025

মহিষাদলে গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশ অধিকারীকের মৃত্যু।মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেছেদা ১১৬নং জাতীয় সড়কের গাড়ুঘাটা এলাকায় টহলরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মহিষাদল থানার পুলিশের একটি গাড়ি। একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহলরত (Mahishadal) গাড়িতে সজোরে ধাক্কা দেওয়ার জেরেই এই ঘটনা। সেই সময় পুলিশের গাড়িতে থাকা এক সাব ইন্সপেক্টর ও একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।

এছাড়াও আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে অল্পের জন্য পুলিশের গাড়ির চালক এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালাতে চেষ্টা করলে গাড়ি সহ চালককে তাড়া করে পাকড়া করেছে নন্দকুমার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সাব ইন্সপেক্টরের নাম জয়ন্ত ঘোষাল (৪৭)। এবং মৃত পুলিশ কর্মীর নাম সেক সাহনার ওরফে গোলাম। তিনি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স-এ কর্মরত ছিলেন। এছাড়াও গুরুতর জখম পুলিশের কনস্টেবল স্বপন দাস তমলুকে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। কিভাবে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মহিষাদল থানার পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যদিনের মতোই মঙ্গলবার রাতেও হলদিয়া মেছেদা ১১৬নং জাতীয় সড়কে মহিষাদল থানার গাড়ুঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি গাড়ি। গাড়িটি রাস্তার পাশে রেখে চালক নীচেই দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে গাড়িতে বসে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ দুই পুলিশ কর্মী। রাত্রি প্রায় সাড়ে ১টা নাগাদ হলদিয়া থেকে মেছেদাগামী একটি ট্রাক প্রচন্ড গতিতে ওই পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এর জেরে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটকে উদ্ধার করে। সেই সঙ্গে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে দ্রুত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে ঘাতক ট্রাকটি দ্রুত এলাকা ছেড় মেছেদা অভিমুখে পালাতে চেষ্টা করে। খবর পেয়েই নন্দকুমার থানার পুলিশ তাড়া করে ঘাতক ট্রাকটি ও তার চালককে পাকড়াও করেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট

07/02/2025

মায়ের ভালোবাসা। বাংলা নাটক

Address

Bainan

Telephone

+917890191942

Website

Alerts

Be the first to know and let us send you an email when B Eye Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share