23/07/2025
*Good evening* 🌻 ☺️ ❤️
আপনি আপনার বয়েস জানেন, আজকে শিখুন কি করে ত্বকের ধরন অর্থাৎ শুষ্ক নাকি তৈলাক্ত সেটা নির্ধারণ করতে হয়। একটা উপায় হল টিস্যু পেপার টেস্ট - একটা মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধোবার আধঘন্টা পরে ( টোনার এবং ময়েশ্চারাইজার না লাগিয়ে) একটি টিস্যু পেপার কে সারা মুখে বিছিয়ে দিয়ে, কপাল, নাকের দুপাশ, চিবুক, গাল.. এইসব অংশে আস্তে আস্তে প্রেস করুন। এইবার সেই টিস্যু পেপারটিকে নিজের সামনে রেখে ভালো করে লক্ষ্য করতে হবে। সমস্ত টিস্যু পেপার পরিষ্কার অথবা খুব অল্প তেল যুক্ত হয় তাহলে আপনার স্কিন শুষ্ক। আর সারা টিস্যু পেপারে যদি তৈলাক্ত ছোপ থাকে তাহলে আপনার ত্বক তৈলাক্ত। যদি বেশিরভাগ টাই শুষ্ক এবং কিছু অংশ তৈলাক্ত হয় তাহলে আপনার স্কিন কম্বিনেশন থেকে শুষ্কর দিকে আর উল্টোটা হলে আপনার স্কিন কম্বিনেশন থেকে তৈলাক্তর দিকে।
আরেকভাবে আপনার ত্বকের ধরন আরো বেশি সঠিক ভাবে নির্ধারণ করা যায় - যার ত্বকের ধরন নির্ধারণ করবেন তাকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে এবং যেটি তার জন্যে সঠিক সেই সংখ্যাটা নিতে হবে:
* সাবান দিয়ে ধুলে কি আপনার মুখ খুব dry হয়ে যায় ?
1.সবসময় 2. কখনও কখনো 3. খুব একটা হয় না
* আপনার ত্বক সম্পর্কে কোন কথাটি প্রযোজ্য ?
1.চোখ, গাল ও ঠোঁটের চারিদিক খুব শুখনো/খড়ি ওঠে
2.মোলায়েম ত্বক
3.নাকের দুপাশের গালের ছিদ্রগুলি স্পষ্ট দেখা যায়
* রোদে বেরোলে মুখে কালচে ছোপ পরে ?
1.খুব একটা না 2. কখনও কখনো 3. সবসময়
* মুখ ধোবার কয়েক ঘণ্টা পর কপাল, নাক ও গাল খুব চকচক করে ও আপনার মনে হয় আরেকবার ধুলে ভালো হত?
1.খুব একটা না 2. কখনও কখনো 3. সবসময়
* AC- তে থাকলে ত্বক খুব শুখনো হয়ে যায়?
1.সবসময় 2. কখনও কখনো 3. খুব একটা হয় না
* নীচের কোন মুখটি আপনার
1.সারা মুখ শুকনো / বেশীটাই শুকনো তবে নাকের দুধারে অল্প তেলতেলে ভাব হয়
2.শুকনো বা তেলতেলে কিছুই নয়, মোলায়েম ত্বক
3.সারামুখ খুব তেলতেলে / নাকের দুপাশ, কপাল ও গালের বেশ কিছুটা খুব তেলতেলে
* ব্রণ হয়?
1.না 2. মাঝে মাঝে 3. খুব
ফলাফল :- ৭ - ১১ [শুষ্ক], ১২/১৩ [স্বাভাবিক-শুষ্ক], ১৪[স্বাভাবিক], ১৫/১৬ [স্বাভাবিক-তৈলাক্ত], ১৭- ২১ [ তৈলাক্ত]
(ক্রমশ)
🙂💕 কোনটি আপনার ত্বকের ধরণ অবশ্যই কমেন্ট করে জানান 👍💖💖