Sushil chonre

Sushil chonre ধন্যবাদ সবাইকে

17/07/2025

আমার ঘুমের সাথে রিলেশন অনেক গভীর… সকালবেলা কেউ আমাদের আলাদা করতে পারবে না! 🛏️❤️😅

17/07/2025

হ্যালো বন্ধুরা 🖐️

16/07/2025

বউ না থাকলে জীবন সুন্দর… আর বউ থাকলে ছবি সুন্দর! 🤪😜

❤️👍
14/07/2025

❤️👍

আষাঢ় মাসে জমির অবস্থা দেখো 🥲
13/07/2025

আষাঢ় মাসে জমির অবস্থা দেখো 🥲

12/07/2025

Hlo everyone 🖐️ কেমন আছো

🟥 আইআইএম জোকায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য! বয়েজ় হস্টেলেই ঘটেছে ভয়ঙ্কর ঘটনা 🟥📍 স্থান: কলকাতা, আইআইএম জোকা📅 তারিখ:...
12/07/2025

🟥 আইআইএম জোকায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য! বয়েজ় হস্টেলেই ঘটেছে ভয়ঙ্কর ঘটনা 🟥

📍 স্থান: কলকাতা, আইআইএম জোকা
📅 তারিখ: ১২ জুলাই ২০২৫

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) জোকার বয়েজ় হস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে।

🔸 নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডেকে পাঠানো হয় হস্টেলে।
🔸 সেখানে পিৎজা ও পানীয় দেওয়া হয়, যাতে মাদকজাত কিছু মেশানো ছিল বলে সন্দেহ।
🔸 কিছুক্ষণ পর তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দেখেন, তিনি হস্টেলের ঘরে পড়েছিলেন।
🔸 ওই অবস্থাতেই তাঁকে ধর্ষণ করা হয় এবং বাধা দিলে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।

প্রথমে তরুণী ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকে হরিদেবপুর থানায় পাঠায়, কারণ আইআইএম জোকা ওই থানার অন্তর্গত। পরে পুলিশের সহায়তায় নির্যাতিতা হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

🔍 পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
📄 হস্টেল ও ক্যাম্পাস থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারী দল।

🔕 এখনও পর্যন্ত IIM কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

❗ এই ঘটনায় শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে ফের উঠছে প্রশ্ন।

---

📢 আপনার মতামত দিন:
এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও প্রতিষ্ঠানগুলোর কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন?

🌿 আলো ছড়াচ্ছেন অরণ্যের মালতী দিদিমণি 🌿পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিক্ষার দীপশিখাপাহাড়, অরণ্য আর নৈঃশব্দ্যে ঘেরা পুরুলিয়ার ...
10/07/2025

🌿 আলো ছড়াচ্ছেন অরণ্যের মালতী দিদিমণি 🌿

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিক্ষার দীপশিখা

পাহাড়, অরণ্য আর নৈঃশব্দ্যে ঘেরা পুরুলিয়ার এক অজ গ্রাম জিলিংসেরেং। সেখানেই আজ পাঁচ বছর ধরে আলো ছড়াচ্ছেন এক সাহসিনী—মালতী মুর্মু।

বিয়ের পর এই প্রত্যন্ত সাঁওতাল গ্রামে আসার পর দেখেন, অধিকাংশ শিশুই পঞ্চম শ্রেণির পর স্কুল ছাড়ে। কারণ? নিকটবর্তী স্কুল ১০–১২ কিমি দূরে, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। ভয়, দূরত্ব আর গরিবি মিলিয়ে শিক্ষার আলো নিভে গিয়েছিল এই গ্রামে।

⚡ মালতী দিদিমণি নিজেই সেই আলো জ্বালালেন।
স্বামীর সহযোগিতায় তৈরি করলেন মাটির ঘর, টিনের ছাউনি। দেওয়ালে ব্ল্যাকবোর্ড, মেঝেতে চট পেতে বানালেন ছোট্ট অবৈতনিক পাঠশালা। কোলে ছোট বাচ্চা নিয়েই শুরু করলেন শিক্ষাদান।

📚 অলচিকি ভাষার সঙ্গে শেখানো হয় বাংলা ও ইংরেজিও। বই, খাতা, কলম—সবই শহর থেকে নিজ খরচে এনে দেন তিনি।

আজ তাঁর স্কুলে পড়ুয়ার সংখ্যা ৪৫! ভবিষ্যতে কম্পিউটার শিক্ষার স্বপ্নও দেখেন মালতী, তবে পথের কাঁটা অর্থাভাব।

এ অরণ্যের প্রান্ত থেকে মালতী মুর্মু প্রমাণ করলেন—
👉 “আলো ছড়ানোর জন্য একটা মোমবাতিই যথেষ্ট।”

---

🔁 এই গল্প ছড়িয়ে দিন।
👩‍🏫 মালতীর পাশে দাঁড়ান।
📢 শিক্ষাই শক্তি!

---

#সাহসিনী #আলোরপথে #শিক্ষারআলো

10/07/2025

কে কে এই খেলা খেলেছো 😁

09/07/2025

আকাশের আবহাওয়া দেখো

বেঙ্গালুরুর বিশ্বেশ্বরপুরায় হৃদয়বিদারক ঘটনা: ফুটন্ত জলে ফেলে নিজের নবজাতককে হত্যা করলেন মাবেঙ্গালুরুর বিশ্বেশ্বরপুরা থ...
08/07/2025

বেঙ্গালুরুর বিশ্বেশ্বরপুরায় হৃদয়বিদারক ঘটনা: ফুটন্ত জলে ফেলে নিজের নবজাতককে হত্যা করলেন মা

বেঙ্গালুরুর বিশ্বেশ্বরপুরা থেকে উঠে এল এক চরম হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। মাত্র ৪৫ দিনের নিজের নবজাতক সন্তানকে ফুটন্ত জলের পাত্রে ফেলে নির্মমভাবে হত্যা করলেন এক মা।

অভিযুক্ত মায়ের নাম রাধা, যিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। এই ঘটনাটি ঘটেছে সোমবার, রাধার বাবা-মায়ের বাড়িতে।

প্রশ্নের মুখে মাতৃত্ব!

‘কু সন্তান হলেও কু মাতা হয় না’— এই প্রবাদ যেন চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এই নৃশংস ঘটনার সামনে। তদন্তে উঠে এসেছে, নবজাতক শিশুটি ছিল অকালপ্রসূ এবং বারবার দুধ খেতে চাইছিল না। অতিরিক্ত কান্নাকাটির কারণে রাধা শিশুটিকে ‘স্বাভাবিক নয়’ বলে ধরে নিয়ে এই চরম সিদ্ধান্ত নেন বলে পুলিশের অনুমান।

ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চরম ক্ষোভ। প্রতিবেশীরা এমন ঘটনার কথা কল্পনাও করতে পারেননি।

প্রসব-পরবর্তী মানসিক অবসাদ কি এর পিছনে?

পুলিশ জানিয়েছে, রাধা সম্ভবত প্রসব-পরবর্তী মানসিক অবসাদে (Postpartum Depression) ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তার স্বামী, যিনি একজন বেকার ও মদ্যপ, স্ত্রীর কোনও খোঁজ রাখতেন না। এই ধরনের মানসিক চাপ ও পারিবারিক অবহেলা রাধাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল বলে তদন্তকারীদের প্রাথমিক ধারণা।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা রাধার মানসিক অবস্থার দিকেও গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। এমন ঘটনার পিছনে মানসিক অসুস্থতা বড় ভূমিকা রাখে।”

সমাজের কাছে বড় প্রশ্ন

এই ঘটনা কেবলমাত্র একটি শিশুহত্যা নয়

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস! তিন কিংবদন্তিকে টপকে নজির গড়লেন বাংলার আকাশদীপএজবাস্টন (ইংল্যান্ড):প্রথমবার ইংল্যান্ডের মাটিত...
07/07/2025

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস! তিন কিংবদন্তিকে টপকে নজির গড়লেন বাংলার আকাশদীপ

এজবাস্টন (ইংল্যান্ড):
প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতেই ইতিহাস গড়লেন বাংলার পেসার আকাশদীপ। এই একমাত্র টেস্টেই তিনি ছাপিয়ে গেলেন ভারতীয় বোলিংয়ের তিন মহারথী — চেতন শর্মা, জাহির খান এবং জসপ্রীত বুমরাহকে।

আকাশদীপ ভারতীয় টেস্ট দলে এসেছিলেন পরিবর্ত হিসেবে। কিন্তু সুযোগ পাওয়ামাত্রই নিজেকে প্রমাণ করে দিলেন। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই দুরন্ত বোলিং করে তুলে নিলেন ১০টি উইকেট।

দুরন্ত পারফরম্যান্স:

প্রথম ইনিংসে: ২০ ওভারে ৮৮ রান দিয়ে ৪ উইকেট

দ্বিতীয় ইনিংসে: ২১.১ ওভারে ৯৯ রান দিয়ে ৬ উইকেট
➡️ মোট: ৪১.১ ওভারে ১৮৭ রান দিয়ে ১০ উইকেট

এটাই ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে সেরা পরিসংখ্যান।

কার কীর্তি ছাপালেন আকাশদীপ?

চেতন শর্মা (১৯৮৬): ১৮৮ রান দিয়ে ১০ উইকেট (এজবাস্টনেই)

জসপ্রীত বুমরাহ (২০২১): ১১০ রান দিয়ে ৯ উইকেট

জাহির খান (২০০৭): ১৩৪ রান দিয়ে ৯ উইকেট

আকাশদীপ এই তিনজনকেই ছাপিয়ে গিয়েছেন। শুধু দশ উইকেটই নয়, রান খরচেও চেতন শর্মাকে টপকে গেছেন। ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডে এক টেস্টে এটাই এখন সবচেয়ে সস্তায় ১০ উইকেট নেওয়ার রেকর্ড।

তাঁর হাত ধরেই শেষ হয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। আকাশদীপের হাত ধরেই এসেছে ভারতের ঐতিহাসিক জয়। প্রথম টেস্টেই এমন কীর্তি — এখন ভারতীয় দলে তাঁর জায়গা প্রায় পাকা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Address

Balurghat

Telephone

+918956676466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sushil chonre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sushil chonre:

Share