28/06/2025
মিস্ "লা'গাইতে দিবা" সমাচার:
এনসিপি নেতা তুষারকে প্রেমের ফাঁদে ফেলে "লাগা'ইতে দিবা" কনভারসেশন স্যোশাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া এই গোয়েন্দা সংস্থার ভাড়াটে বে'শ্যা নীলা হইতে সাবধান৷ তাকে গোয়েন্দা সংস্থা ভাড়া করেছিলো এনসিপির সিনিয়র কয়েকজন নেতাকে হানিট্র্যা'পে ফেলতে৷ যার কিঞ্চিৎ সফলও হয়েছে৷ তুষারের সাথে ঘষাঘষি করে, খারাপ ইঙ্গিত করে পরিস্থিতি তৈরি করেছে তারপর সুযোগমতো তুষারের ফান করে বলা একটি চ্যাট পাবলিক করে দেয়৷
আমার পেছনে সে লেগেছে প্রায় ৩ বছর৷ ঘুরিয়ে পেচিয়ে এই সমস্যা ওই সমস্যা বলে কথা চালাতে চাইতো কিন্তু সুবিধা করতে পারেনি৷ এর আগে হাসান আরেফের মতো একজন ভদ্রলোকের সংসারে ঢুকে তার পুরো পরিবারটাকে তছনছ করে দিয়েছে৷ মিথ্যা অপবাদ নিয়ে লোকটা শেষ পর্যন্ত অকালে মা'রা গেলো৷ হাসান আরেফের বাসায় থেকে একাধিক পুরুষের সাথে মেলামেশার কারনে তাকে হাসান আরেফের ছেলে তালাক দেয়৷ তালাকের পরেও টাকার জন্যে নানাভাবে পরিবারটিকে চাপ দিতে থাকে৷ সবশেষ হাসান আরেফ তাকে ধ'র্ষন করতে চেয়েছে বলতেও তার লজ্জা করেনি৷
এই মহিলা হতে সবাই সাবধান থাকবেন৷ আমি কিছুক্ষণ আগে তাকে ফোন করে খুব শক্ত কিছু প্রশ্ন করেছিলাম এবং ইন্টারভিউ দিতে বলেছিলাম৷ ইচ্ছা ছিলো লাইভে এনে ল্যাং'টা করবো কিন্তু সে ইন্টারভিউ দিতে রাজি না হয়ে আমার কথা রেকর্ড করে কাট-কাট পছন্দমতো অংশ ছেড়ে দিয়েছে৷ যদিও সেখানে লা'গালা'গির কোন কথা নাই৷
সে এরকম করবে জানলে আমিও রেকর্ড করে রাখতাম৷ যাই হোক নিচের ভিডিওগুলো সব আমার কাছে আছে৷ তার ব্যাপারে বিস্তারিত জানবেন শীগ্রই ৷
নীলা তোমার মতো বারভা'তারি ঝুলা জিনিসতো অনেক পরের কথা তোমার চেয়ে সুন্দরীদের দিয়েও আমার কোন বা--- রেকর্ড করতে পারবা না৷ তোমার মতো এরকম সস্তা মা'ল না টপ ক্লাস দিয়েও আমাকে ফাঁসানো যাবে না, ওই রাস্তা বন্ধ৷