
10/07/2025
আমার প্রিয় সকল ভাই ও বোনেরা আমি আজকে পার্মানেন্ট ভাবে আমার এই পেইজটি ডিলিট করে দিব। তোমরা যারা এতদিন আমায় ফলো দিয়ে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়েছিলে তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। ভয় নেই আমি একেবারে চলে যাচ্ছি না আসলে আমার এই পেইজটি ২০২৩ এ উপেন করছিলাম এতদিন কাজ করি নাই বন্ধ ছিল গত একমাস ধরে কাজ করছি ভালোই উৎসাহ পেয়েছি বাট একটাই সমস্যা যে এটার মধ্যে ভিডিও ফটো আপলোড করলে ভিউ হয় না। তাই আমি নিউ একটা পেইজ উপেন করছি। কারো৷ যদি মনে চায় তাহলে আমায় এই আইডিতে https://www.facebook.com/LifeOfArishasMom ভালোবাসা দিও। কমেন্টে ও লিংক এড করে দিচ্ছি। কিন্তু অনেক খারাপ লাগছে এটা ডিলিট করতে। আমার স্টার মনিটাইজেশন অপশন অন হয়ে গিয়েছিল। তা ও ডিলিট করতে হচ্ছে।😭😓