Hili News Bangla - হিলি নিউজ বাংলা

Hili News Bangla - হিলি নিউজ বাংলা সব খবর সবার আগে পেতে চোখ রাখুন হিলি নিউজ বাংলা চ্যানেলে পাশে থাকুন সঙ্গে থাকুন।

পুজোর প্রাক্কালে হিলিতে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের #হিলিনিউজবাংলা       ...
26/09/2025

পুজোর প্রাক্কালে হিলিতে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের
#হিলিনিউজবাংলা
হিলি, দক্ষিণ দিনাজপুর:
শারদোৎসবের আনন্দে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল হিলি থানা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। হিলি বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৪০০ অসহায় পুরুষ ও মহিলার হাতে শাড়ি, ধুতি, লুঙ্গি, ছেলেদের শার্ট, মেয়েদের ফ্রকসহ বিভিন্ন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল প্রামানিক, দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চঞ্চল সাহা, সমাজসেবী আশুতোষ সাহা ও কার্তিক সাহা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য এবং হিলির গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা।

দুলাল প্রামানিক জানান, ‘‘দারিদ্র্যের কারণে বহু পরিবার পুজোর সময় নতুন জামাকাপড় কিনতে পারেন না। তাদের মুখে সামান্য হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’’

পান্জুল, ধলপাড়া, বালুপাড়া সহ পার্শ্ববর্তী গ্রামের অসংখ্য মানুষ এই বস্ত্র পেয়ে অত্যন্ত খুশি হন। সমাজসেবী আশুতোষ সাহা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘প্রতিবছরের মতো এবারও হিলি থানা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন একটি মানবিক উদাহরণ স্থাপন করল।’’

26/09/2025

ত্রিমোহিনীতে জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ, উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।
#হিলিনিউজবাংলা

26/09/2025

বিদ্যাসাগর স্মরণে রক্তদান ও মূর্তি উন্মোচন—সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে হিলিতে মূর্তিস্থাপন ও রক্তদান শিবির।
#হিলিনিউজবাংলা ゚viralvideo

হিলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন। #হিলিনিউজবাংলা    ...
26/09/2025

হিলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন।
#হিলিনিউজবাংলা

হিলি, দক্ষিণ দিনাজপুর: কুঞ্জডুঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবির। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার দাস বিদ্যাসাগরের প্রস্তর মূর্তি স্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। বিশেষ মুহূর্তে মূর্তির উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা, হিলিচক্রের এসআই সুমন সেনগুপ্ত, সমাজসেবী সুশান্ত কুমার দাস এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, হিলিচক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা। অতিথিদের ফুলের তোড়া, চন্দনের টিপ এবং স্মারক দিয়ে বরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মণ্ডল বলেন, বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরাট অনুপ্রেরণা তৈরি হয়েছে। সহকারী শিক্ষিকা বিদিশা চক্রবর্তীর পরিচালনায় ছাত্রছাত্রীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আয়োজিত রক্তদান শিবিরে মোট ১৬ জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। এই উদ্যোগকে সহযোগিতা করে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। প্রতিটি রক্তদাতাকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক, একটি চারাগাছ ও একটি শংসাপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরাঙ্গ শীল। বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই আয়োজন সমাজে মানবকল্যাণ ও শিক্ষার আদর্শকে স্মরণ করার পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

26/09/2025

প্লাটিনাম জুবিলী (৭৫ বছর পূর্তি) উপলক্ষে ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির।
゚viralvideo #হিলিনিউজবাংলা

26/09/2025

ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ র‍্যালি।

#হিলিনিউজবাংলা ゚viralvideo

25/09/2025

দীঘার জগন্নাথের আদলে তৈরি মন্ডপ ত্রিমোহিনী‌ অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের পুজোর উদ্বোধনে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র !
#হিলিনিউজবাংলা ゚viralvideo

দক্ষিণ দিনাজপুর জেলার নজর কাড়া পুজোদের মধ্যে অন্যতম ত্রিমোহিনী অমর ফ্রেন্ডটা ক্লাবের দুর্গাপূজা। একাধিকবার জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে এই ক্লাব। এবারও তার ব্যতিক্রম হবেনা বলে আশাবাদী ক্লাবের উদ্যোগতারা। এবারের মন্ডপ তৈরি হয়েছে জনপ্রিয় পশ্চিমবঙ্গের জগন্নাথ মন্দিরের আদলে মন্ডপ। ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এ কর্মসূচিতে আপনার উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বিশিষ্ট সমাজসেবী আশুতো সাহা, সুভাষ চাকি, সহ অন্যান্যরা ।

25/09/2025

ঢাকের তালে উৎসব মুখরিত ত্রিমোহিনী‌ অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের উদ্বোধন। উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র সহ অন্যান্যরা।
#হিলিনিউজবাংলা ゚viralvideo

25/09/2025

ঢাকের তালে উৎসব মুখরিত ত্রিমোহিনী।

ভারতের স্বাধীন তেল আমদানি নীতিতে যুক্তরাষ্ট্রের সুর নরম: ট্রাম্প প্রশাসনের অবস্থান। #হিলিনিউজবাংলা       বিশ্ব রাজনীতিতে...
25/09/2025

ভারতের স্বাধীন তেল আমদানি নীতিতে যুক্তরাষ্ট্রের সুর নরম: ট্রাম্প প্রশাসনের অবস্থান।

#হিলিনিউজবাংলা

বিশ্ব রাজনীতিতে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও নিরাপত্তা নীতির প্রেক্ষিতে তেল আমদানি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে, বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থানে একটি নমনীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে তিনি স্বীকার করেন যে “ভারত যেকোনো দেশ থেকেই তেল কিনতে পারে”।

২০১৮-১৯ সাল নাগাদ ট্রাম্প প্রশাসন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে চাপ সৃষ্টি করে। ভারতও তার প্রভাব থেকে বাদ যায়নি। তবে সময়ের পরিক্রমায়, কৌশলগত সম্পর্কের গুরুত্ব এবং বিশ্বব্যাপী তেলের বাজারের পরিবর্তনের প্রেক্ষিতে মার্কিন অবস্থানে নমনীয়তা দেখা যাচ্ছে।

সাম্প্রতিক এক বিবৃতিতে (যেটি হয়ত পূর্ববর্তী কোনো সাক্ষাৎকার বা মন্তব্যের সূত্র ধরে এসেছে), ট্রাম্প বলেন:

> "ভারতের নিজের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তারা যেকোনো দেশ থেকে তেল কিনতে পারে, যদি তা তাদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রক্ষা করে।"

এই মন্তব্যে বোঝা যায়, যুক্তরাষ্ট্র হয়তো আগের মতো কঠোর নয় তেল আমদানির উৎস নিয়ে, বিশেষ করে ভারতকে কেন্দ্র করে।

ভারত তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই বহুমুখী উৎস থেকে তেল আমদানি করে আসছে। রাশিয়া, ইরান, সৌদি আরব, ইরাক, আমেরিকা – সব দেশ থেকেই ভারত সময়োপযোগী দরদামে তেল কিনে থাকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল কিনে বিশ্ববাজারে আলোচনায় আসে। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্ষোভ থাকলেও, ভারত তার “ন্যাশনাল ইন্টারেস্ট”-এর প্রশ্নে দৃঢ় অবস্থানে ছিল।

যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক বিগত এক দশকে ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। ফলে, কূটনৈতিক নমনীয়তা এখন উভয়পক্ষের জন্যই প্রয়োজনীয় হয়ে উঠেছে।
ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ভারতকে “স্ট্র্যাটেজিক পার্টনার” হিসেবেই দেখতে চায়, এবং শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। এই সুর নরম হওয়া ভারতের পক্ষে ইতিবাচক, কারণ এটি তাদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

বিশ্ব রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে, শক্তিশালী দেশগুলোকেও এখন কৌশলগত নমনীয়তা অবলম্বন করতে হচ্ছে। ভারতের মতো উদীয়মান শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই বক্তব্য ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে, যেখানে কৌশলগত স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠবে।

ভারত যেকোনো দেশ থেকে তেল কিনতে পারে – ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অবস্থানে নমনীয়তা।

ভারত বহুমুখী তেল উৎসে অটল।

কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা।

দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপূজা গাইড ম্যাপ ২০২৫ উদ্বোধন। #হিলিনিউজবাংলা       দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপূজা গাইড ম্য...
25/09/2025

দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপূজা গাইড ম্যাপ ২০২৫ উদ্বোধন।

#হিলিনিউজবাংলা
দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপূজা গাইড ম্যাপ ২০২৫ উদ্বোধন

আজ, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপূজা গাইড ম্যাপ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের দপ্তরে, বালুরঘাটে।

উক্ত গাইড ম্যাপের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় পুলিশ সুপার, শ্রদ্ধেয় শ্রী চিন্ময় মিত্তল, আই.পি.এস। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই গাইড ম্যাপটি জেলার পূজা প্রেমীদের সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উপভোগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ম্যাপের মাধ্যমে জেলার বিভিন্ন পূজা মণ্ডপের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং যাতায়াত সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে।

পুলিশ প্রশাসনের এই উদ্যোগে জেলার বাসিন্দারা ও পূজার্থীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত।             #হিলিনিউজবাংলা  দক্ষিণ দিনাজপুরে পন্ডিত দীনদয়াল...
25/09/2025

দক্ষিণ দিনাজপুরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত।

#হিলিনিউজবাংলা

দক্ষিণ দিনাজপুরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:
আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে একাত্ম মানবতাবাদের প্রণেতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয়, সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি সরকার মহাশয় সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে স্বরূপ বাবু বলেন, “দীনদয়াল জী যে ‘একাত্ম মানবতাবাদ’-এর দর্শন প্রচার করেছিলেন, তা আজও আমাদের রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার অন্যতম স্তম্ভ। বর্তমান কেন্দ্রীয় সরকার গরিব মানুষের উন্নয়নের জন্য যে সব যোজনা রূপায়িত করেছে, তার মূল প্রেরণা দীনদয়াল উপাধ্যায়ের ভাবনা থেকেই এসেছে।”

তিনি আরও জানান, আজকের এই অনুষ্ঠানে দলের কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে দীনদয়াল জীর আদর্শ আজও কতটা প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানটি শুরু হয় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। পরে তাঁর জীবনদর্শন ও আদর্শ নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

জেলা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও দীনদয়াল জীর মতাদর্শ অনুসরণ করেই সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে দল।

Address

Balurghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hili News Bangla - হিলি নিউজ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share