31/08/2025
নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ধু*ন্দু*মা*র পরিস্থিতি,তৃণমূল বিজেপির মধ্যে সং*ঘ*র্ষ।
হরিরামপুর বিধানসভার অন্তর্গত বংশীহারী থানার নীলকনটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। এরপর পথ অবরোধ করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। ঘটনায় বিজেপির একাধিক কর্মী সমর্থক আহত হবার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সামাজিক মাধ্যমে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সড়ক হয়েছেন তিনি বলেন,
ভয় দেখিয়ে চমকে-ধমকে সাধারণ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র লুঠ চলছে!
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার অন্তর্গত পাথরঘাটা নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে এই মুহূর্তে প্রকাশ্যে গুণ্ডামি চালাচ্ছে তৃণমূলের অসামাজিক দুর্বৃত্তবাহিনী! এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অশালীন আচরণ করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে! এই ন্যক্কারজনক ঘটনার খবর পেয়ে আমাদের স্থানীয় মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায় ওই স্থানে কর্মরত পুলিশের দ্বারস্থ হলে পুলিশের সামনেই তাঁকে বেধড়ক মারধোর করে তৃণমূলের গুণ্ডারা। আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।
সুকান্তর দাবি,জনসমর্থন না পেয়ে শেষে দলদাস মেরুদন্ডহীন পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এবার গুণ্ডামি এবং জুলুমবাজি দ্বারা অবৈধভাবে সমবায় দখল করতে চাইছে মমতার মদতপুষ্ট দুষ্কৃতীরা। সাহস থাকলে পুলিশের নিরপেক্ষ প্রহরায় ভোট করিয়ে একবার দেখান ব্যর্থ মুখ্যমন্ত্রী! জনতা বুঝিয়ে দেবে সমর্থন কার দিকে রয়েছে।
তিনি আরো অভিযোগ করেন,
সেই দিন আসন্ন, যেদিন গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় এই চাকরিচোর, গণতন্ত্র লুটেরাদের গাছে বেঁধে রেখে পেটাবে সাধারণ মানুষ।