Hili News Bangla - হিলি নিউজ বাংলা

Hili News Bangla - হিলি নিউজ বাংলা সব খবর সবার আগে পেতে চোখ রাখুন হিলি নিউজ বাংলা চ্যানেলে পাশে থাকুন সঙ্গে থাকুন।

31/08/2025

'এই চাকরি চুরির দায়ে রাজ্য সরকারকে নিতে হবে। সকলের উদ্দেশ্যে বলছি আমাদের বাঁচান। আমাদের মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে।'-সুমন বিশ্বাস, চাকরিহারা।

Kushmandi: সম্পত্তি বিবাদে ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে ।                 ...
31/08/2025

Kushmandi: সম্পত্তি বিবাদে ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে ।


পুরো ঘটনা কথা জানিয়ে স্হানীয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন এক ভাই বলে জানা গেছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সম্পূর্ণ ঘটনার খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসন।

কুশমন্ডিতে সমবায় নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রকাশ্যে,6টি আসনে তৃণমূলের 12জন প্রার্থী!                  কুশমন্ডি...
31/08/2025

কুশমন্ডিতে সমবায় নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রকাশ্যে,6টি আসনে তৃণমূলের 12জন প্রার্থী!


কুশমন্ডিতে মৎস্য সমবায় নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রকাশ্যে। ছয়টি আসনে তৃণমূলের 12 জন প্রার্থী। মোট প্রার্থীর সংখ্যা প্রায় 24 জন। যারা ছটি আসনের জন্য লড়াই করছেন।

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার কুশমন্ডিতে মৎস্য সমবায় নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রকাশ্যে। ছয়টি আসনে তৃণমূলের 12 জন প্রার্থী। তৃণমূলের দুই পক্ষের লড়াইয়ে জমে উঠেছে মৎস্য সমবায় সমিতির নির্বাচন।

যেখানে এক পক্ষ আরেক পক্ষের উপর কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। ব্লক সভাপতি ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের মধ্যে দূরত্ব সুস্পষ্ট। দুই পক্ষই জেতার দাবি করেন।

পাশাপাশি বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক তাপস চন্দ্র রায় জানান, এই নির্বাচনে বিজেপি জয়লাভ করবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গোটা রাজ্যের মানুষ জানে, নতুন করে বলার কিছু নেই।


31/08/2025

পঞ্চায়েতের নাম করে রাতে বিশালাকার দুটি আকাশমনির গাছ কাটার অভিযোগ! অভিযোগ অস্বীকার পঞ্চায়েতের!
ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
#তপন

রায়গঞ্জে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক! ডুবুরির মাধ্যমে চলছে তল্লাশি!                      উত্তর দিনাজপুর জ...
31/08/2025

রায়গঞ্জে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক! ডুবুরির মাধ্যমে চলছে তল্লাশি!


উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শীতগ্রামের টেংরা এলাকার বাসিন্দা বিজয় বর্মন নামে এক যুবক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। জেলা প্রশাসনের তরফে ডুবরির মাধ্যমে তল্লাশি শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ওই যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশি এ জারি আছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।

31/08/2025

দ: দিনাজপুরের সমবায় নির্বাচনে তৃণমূল-বিজেপি সং*ঘর্ষ। বিজেপির মণ্ডল সভাপতিকে মা"র*ধরে"র অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। ভোট বয়কটের ডাক বিজেপি জেলা সভাপতির।

নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ধু*ন্দু*মা*র পরিস্থিতি,তৃণমূল বিজেপির মধ্যে সং*ঘ*র্ষ।                    হ...
31/08/2025

নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে ধু*ন্দু*মা*র পরিস্থিতি,তৃণমূল বিজেপির মধ্যে সং*ঘ*র্ষ।


হরিরামপুর বিধানসভার অন্তর্গত বংশীহারী থানার নীলকনটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। এরপর পথ অবরোধ করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। ঘটনায় বিজেপির একাধিক কর্মী সমর্থক আহত হবার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সামাজিক মাধ্যমে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সড়ক হয়েছেন তিনি বলেন,
ভয় দেখিয়ে চমকে-ধমকে সাধারণ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র লুঠ চলছে!

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার অন্তর্গত পাথরঘাটা নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে এই মুহূর্তে প্রকাশ্যে গুণ্ডামি চালাচ্ছে তৃণমূলের অসামাজিক দুর্বৃত্তবাহিনী! এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অশালীন আচরণ করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে! এই ন্যক্কারজনক ঘটনার খবর পেয়ে আমাদের স্থানীয় মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায় ওই স্থানে কর্মরত পুলিশের দ্বারস্থ হলে পুলিশের সামনেই তাঁকে বেধড়ক মারধোর করে তৃণমূলের গুণ্ডারা। আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।

সুকান্তর দাবি,জনসমর্থন না পেয়ে শেষে দলদাস মেরুদন্ডহীন পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এবার গুণ্ডামি এবং জুলুমবাজি দ্বারা অবৈধভাবে সমবায় দখল করতে চাইছে মমতার মদতপুষ্ট দুষ্কৃতীরা। সাহস থাকলে পুলিশের নিরপেক্ষ প্রহরায় ভোট করিয়ে একবার দেখান ব্যর্থ মুখ্যমন্ত্রী! জনতা বুঝিয়ে দেবে সমর্থন কার দিকে রয়েছে।
তিনি আরো অভিযোগ করেন,
সেই দিন আসন্ন, যেদিন গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় এই চাকরিচোর, গণতন্ত্র লুটেরাদের গাছে বেঁধে রেখে পেটাবে সাধারণ মানুষ।

অবশেষে নুড়ি ও কাঁকর আলাদা করা গেল! এসএসসি 1804 জন অযোগ্যদের নাম প্রকাশ করল।                    এসএসসি তরফে ১৮০৪ জন অযোগ...
31/08/2025

অবশেষে নুড়ি ও কাঁকর আলাদা করা গেল! এসএসসি 1804 জন অযোগ্যদের নাম প্রকাশ করল।


এসএসসি তরফে ১৮০৪ জন অযোগ্যদের নাম প্রকাশ করতেই বিভিন্ন এলাকায় উঠে এসেছে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ, কাউন্সিলর, পঞ্চায়েতের তৃণমূল কর্মীর ঘনিষ্ঠদের নাম। এতে করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অযোগ্যদের আগামী ৭ ও ১৪ তারিখে আজকে এসএসসি পরীক্ষার অ্যাডমিট বাতিল করা হয়েছে বলে সূত্রপাত জানা যায়। ঘটনায় তোলপাড় রাজ্যের শিক্ষা অঙ্গন। ঐতিহাসিক দিন। কোর্টের রায় অবশেষে এসেছি অযোগ্যদের নাম প্রকাশ করল।অবশেষে নুড়ি ও কাঁকর আলাদা করা গেল! এসএসসি 1804 জন অযোগ্যদের নাম প্রকাশ করল।

30/08/2025

এক টোটো চালককে প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

29/08/2025

দক্ষিণ দিনাজপুরে 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্পে উঠলো প্রাথমিক টেট বিষয়ক প্রশ্ন! কাছে ডেকে প্রশ্নের জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

29/08/2025

RSP-র এক জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ায় গাড়না সমবায় সমিতির বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বোর্ড গঠন করতে পারল না বিজেপি।

29/08/2025

পাথরঘাটা সুদর্শন নগর হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা।

Address

Balurghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hili News Bangla - হিলি নিউজ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share