27/06/2025
আমার পরিচালনায় প্রথম সিনেমা 'বেলা' আসছে সামনের অগাস্টেই। আকাশবাণীর 'মহিলামহল'-এর প্রবাদপ্রতিম সঞ্চালিকা এবং বাঙালিকে দেশবিদেশের রান্নার স্বাদ চেনানো বেলা দে-র বায়োপিকই হল 'বেলা'। জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন বেলা দে ভূমিকায়। 'বেলা' মেয়েদের কথা বলবে। মেয়েদের অধিকারের কথা বলবে। প্লিজ দেখবেন সিনেমাটা। আর আপনাদের সবার খুব সাপোর্ট লাগবে। ফেসবুকের বন্ধুরা অনেকে হয়ত আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, অনেকের সঙ্গে হয়ত সরাসরি আলাপ নেই। কিন্তু বিশ্বাস করুন, খুব মন দিয়ে আর সততার সঙ্গে আমরা একটা সিনেমা বানিয়েছি। এতদিন যাঁরা আমাদের কাজ দেখেছেন, কাজের জন্য আমাদের চেষ্টা দেখেছেন, প্লিজ সবাই আমাদের আশীর্বাদ করবেন। শুধু দেখা নয়, আমাদের কথা, 'বেলা'-র কথা একটু ছড়িয়ে দিতে হবে। দীর্ঘ সম্পর্কের জায়গা থেকে এই আবদারটা থাকল। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। 'বেলা'র প্রথম মোশন পোস্টার থাকল। 'বেলা' আসছে অগাস্টেই।
#বাংলাসিনেমা