E Samakalin - ই সমকালীন

E Samakalin - ই সমকালীন An Unique News Platform

12/10/2025

আইপিএল ২০২৬-এর মিনি নিলাম‌। নিলামের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে।



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ২০২৬ সালের আইপিএল শুরুর আগে এই বছর অনুষ্ঠিত হতে চলেছে মিনি নিলাম। দীর্ঘ জল্পনার পর সামনে এল সেই নিলামের সম্ভাব্য দিনক্ষণ। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বসতে পারে আইপিএলের আসন্ন মিনি নিলামের আসর। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা না করলেও, সূত্রের দাবি—এই তিন দিনের উইন্ডোই নিলামের জন্য চূড়ান্ত হতে পারে। নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিসিআই-কে জমা দিতে হবে। বিসিসিআই ইতিমধ্যেই তার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। অর্থাৎ, নভেম্বরের মধ্যভাগেই স্পষ্ট হয়ে যাবে কোন তারকা কোন দলে থাকছেন আর কাদের নাম নিলামের ঝুলিতে পড়ছে। গতবারের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেড্ডায়। তার আগের বছর বসেছিল দুবাইয়ে। কিন্তু এবারের আসর ফিরছে ভারতে—এমনটাই ইঙ্গিত মিলেছে বিসিসিআই সূত্রে। ফ্র্যাঞ্চাইজিগুলি বর্তমানে বোর্ডের সঙ্গে আলোচনায় ব্যস্ত নিলামের নির্দিষ্ট দিন ও ভেন্যু চূড়ান্ত করার জন্য। সম্ভাবনা রয়েছে মুম্বই বা বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হওয়ার।

12/10/2025

*আজকের দিনটি কেমন যাবে* জানুন কমেন্টে

11/10/2025

রিংকু সিংকে খু*নে*র হু*ম*কি দা*উ*দ গ্যাংয়ের‌। ইমেইলে পাঁচ কোটি টাকা মু*ক্তি*প*ণে*র দাবি।



ভারতের তরুণ ক্রিকেট সেনসেশন রিঙ্কু সিং এবার মারাত্মক হুম*কির মুখে। দেশের ক্রিকেট দুনিয়ায় নতুন ধাক্কা — আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাং “ডি কোম্পানি”র নাম করে রিঙ্কুকে দেওয়া হয়েছে খু*নে*র হু*মকি। জানা গেছে, তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে পাঁচ কোটি টাকা মুক্তি*পণ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিঙ্কুর ম্যানেজারের ইমেল আইডিতে একাধিকবার হুমকি আসে। অভিযুক্তরা নিজেদের দাউদ ইব্রাহিমের “ডি কোম্পানি”-র সদস্য বলে পরিচয় দেয়। ইমেল মারফত রিঙ্কুর কাছ থেকে দাবি করা হয় ৫ কোটি টাকা, না হলে তাঁকে প্রা*ণে মে*রে ফেলার হুম*কি দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রিঙ্কু পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘ তদন্তের পর দুই অভিযুক্ত — মহম্মদ দিলশাদ ও মহম্মদ নাভিদ —কে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো থেকে গ্রেফতার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা হুম*কি দেওয়ার কথা স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

10/10/2025

রোহিত ও বিরাটের ক্রিকেট ভবিষ্যৎ কি? রোহিত–বিরাটকে ঘিরে অনিশ্চয়তার কুয়াশা‌।

&Virat

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের আগে ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয়—রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ। দু’জনকেই ফের দেখা যাবে আসন্ন সীমিত ওভারের সিরিজে, তবে এটাই কি তাঁদের শেষ ওয়ানডে সিরিজ? নির্বাচকদের বক্তব্যে যেমন অনিশ্চয়তার আভাস মিলেছে, তেমনই নতুন অধিনায়ক শুভমন গিলের মন্তব্যে উঁকি দিচ্ছে আশাবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত ও বিরাট। ফিটনেস পরীক্ষায় সফল হলেও তাঁদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি জানিয়েছিলেন, “ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্তও ভবিষ্যতের পরিকল্পনার অংশ।” তবে বৃহস্পতিবার উল্টো সুরে কথা বললেন নতুন অধিনায়ক শুভমন গিল। তাঁর স্পষ্ট ঘোষণা, “রোহিত ভাই এবং বিরাট ভাই আমাদের বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ওদের অভিজ্ঞতা ও দক্ষতা ভারতীয় ক্রিকেটের অমূল্য সম্পদ।” গিল আরও বলেন, “বিশ্বে এমন ক্রিকেটার খুব কম, যারা এতগুলো ম্যাচে দেশকে জেতাতে পেরেছে। রোহিত ভাই ও বিরাট ভাইয়ের মান, অভিজ্ঞতা ও ধারাবাহিকতা আমাদের আগামী বিশ্বকাপে দারুণভাবে সাহায্য করবে।”

10/10/2025

আজকের রাশিফল জানুন কমেন্টে

09/10/2025

প্রথম বলেই আউট বৈভব‌। সিরিজ জিতল ভারতীয় দল।



অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একদিনের সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজেও প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ফিরছে আয়ুষ মাত্রেদের দল। বুধবার দ্বিতীয় যুব টেস্টে ভারত ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। কিন্তু সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর আউট ও আম্পায়ারের সঙ্গে তাঁর বচসা। প্রথম ইনিংসে নিজের ছন্দে শুরু করেছিল ১৪ বছর বয়সি বৈভব। মাত্র ১৪ বলেই দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ২০ রান তুলে ফেলেছিল সে। কিন্তু এরপরই শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার চার্লস লাচমুন্ডের এক ইনসুইং ডেলিভারি উইকেটকিপার লি ইয়ংয়ের হাতে পৌঁছতেই আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু বৈভবের দাবি ছিল, বল ব্যাটে নয়, তার পায়ে লেগে উইকেটকিপারের হাতে গিয়েছে। আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বৈভব কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকে এবং আম্পায়ারের সঙ্গে কথাও বলে। যদিও শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে তাকে মাঠ ছাড়তে হয়। সাধারণত মাঠে শান্ত স্বভাবের জন্য পরিচিত এই কিশোর ব্যাটারের এমন আচরণে অবাক ক্রিকেট মহল। অনেকের মতে, আন্তর্জাতিক স্তরের চাপ সামলানোর শিক্ষা এখনই নিতে হবে তরুণ প্রতিভাকে।

08/10/2025

ফের মাঠে নামবেন ঋষভ পন্থ‌। মাঠে ফেরার প্রস্তুতি ঋষভের।



দীর্ঘ চোট-পর্ব পেরিয়ে অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা না পেলেও চলতি অক্টোবরের শেষ সপ্তাহেই তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যেতে পারে। সব কিছু ঠিক থাকলে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামবেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক। ইংল্যান্ড সফরের সময় মারাত্মক চোট পান বাঁহাতি এই ব্যাটার। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট চলাকালীন ক্রিস ওকসের একটি বল তাঁর ডান পায়ের পাতায় সোজা আঘাত হানে। তবু সাহসিকতার সঙ্গে পরের দিনও ব্যাট করতে নেমে অর্ধশত রান করেন পন্থ, যার ফলে মেটাটারসেল হাড়ের চিড় আরও গুরুতর হয়ে ওঠে। এরপর লন্ডনে তাঁর অস্ত্রোপচারও হয়। সেই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের দল থেকে ছিটকে যান পন্থ। তবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন তিনি এবং দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছেন পন্থ। বোর্ড সূত্রে বলা হয়েছে, ‘‘এই সপ্তাহেই ঋষভের পায়ের অবস্থা খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে ১০ অক্টোবরের মধ্যেই তাঁকে ম্যাচ খেলার ছাড়পত্র দেওয়া হতে পারে।’’

07/10/2025

সিরিজ জিতলেন শ্রেয়স আইয়ার‌। আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের দাপট।



গত আইপিএলে তাঁর ব্যাট থেকে ভুরিভুরি রান এসেছিল। পঞ্জাব কিংসকে টুর্নামেন্টের ফাইনালে তোলার পেছনে তাঁর অবদানই ছিল বিরাট। অধিনায়ক হিসেবে সাফল্যও পেয়েছেন এই ফরম্যাটে। তারপর কিছুটা সময় জাতীয় দলে ব্রাত্য ছিলেন। কিন্তু তারপর ফের নীল জার্সি গায়ে চড়তে চলেছে আইপিএল জয়ী অধিনায়কের। সদ্য অস্ট্রেলিয়া সফরের জন্য ওডিআই ক্রিকেটে ভারতীয় দলে নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। তাঁর ডেপুটি শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে ভারত 'এ' দলের ক্যাপ্টেন হিসেবে সিরিজ জেতালেন শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে নিজেও দুর্দান্ত পারফর্ম করলেন। এবার শ্রেয়সের নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলকে হারাল ভারত 'এ' দল। লাল-বলের ক্রিকেটে দুটি ম্যাচ খেলেছিল ভারত ও অস্ট্রেলিয়া 'এ' দল। প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিজেদের নামে করেছিল ভারত 'এ' দল। ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব দিলেন শ্রেয়স আইয়ার। সদ্য অস্ট্রেলিয়া সফরের জন্য ওডিআই ক্রিকেটে ভারতীয় দলে নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। তাঁর ডেপুটি শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে ভারত 'এ' দলের ক্যাপ্টেন হিসেবে সিরিজ জেতালেন শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে নিজেও দুর্দান্ত পারফর্ম করলেন।

07/10/2025

*আজকে আপনার দিনটি কেমন যাবে* জানুন কমেন্টে

06/10/2025

২০২৭ বিশ্বকাপ জেতা লক্ষ্য শুভমানের‌। ওয়ানডের নেতৃত্বেও শুভমান গিল।



টেস্ট দলের নেতৃত্ব হাতে এসেছিল মাস কয়েক আগেই। এবার আরও বড় দায়িত্ব পেলেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবেও নির্বাচিত হলেন ২৬ বছর বয়সি এই তরুণ তারকা। অভিজ্ঞ রোহিত শর্মাকে সরিয়ে দেশের ওয়ানডে দলের নেতৃত্বে আনা হয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পষ্ট বার্তা, ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এবং সেই ভবিষ্যতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। গিলও শুরু থেকেই সেই লক্ষ্যকে সামনে রেখে এগোতে চাইছেন। অধিনায়ক হিসেবে প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের। এমন একটি দেশকে নেতৃত্ব দেওয়া, যারা ক্রিকেটে এত সাফল্য পেয়েছে, সত্যিই সম্মানের। আশা করি আমার নেতৃত্বে দলকে আরও সাফল্য এনে দিতে পারব।” আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ — দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলির বিরুদ্ধে লড়াই অপেক্ষা করছে ভারতের। গিল জানাচ্ছেন, এই সিরিজগুলিই হয়ে উঠবে বিশ্বকাপ প্রস্তুতির মূল মঞ্চ।

Address

Bangaon

Alerts

Be the first to know and let us send you an email when E Samakalin - ই সমকালীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E Samakalin - ই সমকালীন:

Share