06/11/2025
এবার নজর মহিলাদের আইপিএলে। আইপিএলে সাত তারকার ভাগ্য নির্ধারণ।
মহিলাদের একদিনের বিশ্বকাপের পর এবার ক্রিকেটপ্রেমীদের চোখ মহিলাদের আইপিএলের দিকে। চলতি মাসেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বড় নিলাম, তার আগে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ক্রিকেটার ধরে রাখার শেষ দিন হিসেবে। বিশ্বকাপে যাঁরা নজর কেড়েছেন, তাঁদের দিকে এখন তাকিয়ে সমস্ত দল। কেউ ধরে রাখা হবে, কেউ আবার ছাড়া হলে নিলামে তাঁদের ঘিরে চলবে তীব্র প্রতিযোগিতা। এক্ষেত্রে যে সাত জন তারকা ক্রিকেটারের উপর ফোকাস রয়েছে, তাঁরা হলেন– আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স), শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস),
অ্যানাবেল সাদারল্যান্ড (দিল্লি ক্যাপিটালস), মারিজান কাপ (দিল্লি ক্যাপিটালস), নাদিন ডি ক্লার্ক (মুম্বই ইন্ডিয়ান্স), লরা উলভার্ট (গুজরাত জায়ান্টস) এবং অ্যাশলি গার্ডনার (গুজরাত জায়ান্টস) বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের পর অনেক ক্রিকেটারই এবার আইপিএল নিলামের মঞ্চে মূল আকর্ষণ হয়ে উঠেছেন। তাই কারা থাকবেন নিজের দলে, আর কারা নতুন জার্সি গায়ে মাঠে নামবেন, সেই দিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।