12/10/2025
আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। নিলামের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরশুমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ২০২৬ সালের আইপিএল শুরুর আগে এই বছর অনুষ্ঠিত হতে চলেছে মিনি নিলাম। দীর্ঘ জল্পনার পর সামনে এল সেই নিলামের সম্ভাব্য দিনক্ষণ। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বসতে পারে আইপিএলের আসন্ন মিনি নিলামের আসর। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা না করলেও, সূত্রের দাবি—এই তিন দিনের উইন্ডোই নিলামের জন্য চূড়ান্ত হতে পারে। নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিসিআই-কে জমা দিতে হবে। বিসিসিআই ইতিমধ্যেই তার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। অর্থাৎ, নভেম্বরের মধ্যভাগেই স্পষ্ট হয়ে যাবে কোন তারকা কোন দলে থাকছেন আর কাদের নাম নিলামের ঝুলিতে পড়ছে। গতবারের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেড্ডায়। তার আগের বছর বসেছিল দুবাইয়ে। কিন্তু এবারের আসর ফিরছে ভারতে—এমনটাই ইঙ্গিত মিলেছে বিসিসিআই সূত্রে। ফ্র্যাঞ্চাইজিগুলি বর্তমানে বোর্ডের সঙ্গে আলোচনায় ব্যস্ত নিলামের নির্দিষ্ট দিন ও ভেন্যু চূড়ান্ত করার জন্য। সম্ভাবনা রয়েছে মুম্বই বা বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হওয়ার।