E Samakalin - ই সমকালীন

E Samakalin - ই সমকালীন An Unique News Platform

রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির অধ্যায় এখন অতীত। এবার শুরু শীতের সুর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেক...
07/11/2025

রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির অধ্যায় এখন অতীত। এবার শুরু শীতের সুর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ— ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা। হেমন্তের মাঝপথেই মিলবে শীতের স্পর্শ।

রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে প্রার্থনা-সঙ্গীত হিসেবে বাধ্যতামূলক হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলা...
06/11/2025

রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে প্রার্থনা-সঙ্গীত হিসেবে বাধ্যতামূলক হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ জারি করেছে এ সংক্রান্ত নির্দেশিকা। জানানো হয়েছে, প্রতিদিনের সকালের প্রার্থনায় এই গানটি গাওয়া আবশ্যিক।

#প্রার্থনাসঙ্গীত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির পথে। আগামী ৩১ মার্চের আগে কোহলি ও স্মৃতি মন্ধানাদের এই ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকে...
06/11/2025

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির পথে। আগামী ৩১ মার্চের আগে কোহলি ও স্মৃতি মন্ধানাদের এই ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকের হাতে যেতে পারে। ইতিমধ্যেই দলটির মালিক সংস্থা ডিয়াজিও আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে, আরসিবি বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।

সিএবির পক্ষ থেকে বাংলার কন্যা ও মহিলা বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে বিশেষ সম্মান জানানো হচ্ছে। ভারতীয় দলের এই উইকেটকি...
06/11/2025

সিএবির পক্ষ থেকে বাংলার কন্যা ও মহিলা বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে বিশেষ সম্মান জানানো হচ্ছে। ভারতীয় দলের এই উইকেটকিপার–ব্যাটারকে উপহার দেওয়া হবে সোনার তৈরি ব্যাট ও বল। সেই স্মারকে স্বাক্ষর থাকবে সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামীর।

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ হাতছাড়া হলেও টি-টোয়েন্টিতে ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলি...
06/11/2025

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ হাতছাড়া হলেও টি-টোয়েন্টিতে ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে দারুণ জয় পেল সূর্যকুমার যাদবের দল। ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। তাঁদের অলরাউন্ড নৈপুণ্যেই সিরিজে এগিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না প্যাট কামিন্সদের দল।

২০২৭ সালের ODI বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য নিজেদের ফিট রাখা প্রয়োজন ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্ম...
06/11/2025

২০২৭ সালের ODI বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য নিজেদের ফিট রাখা প্রয়োজন ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার। বোর্ডের পক্ষ থেকেও তাঁদের বার্তা দেওয়া হয়েছিল দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট ও আনঅফিসিয়াল ম্যাচেও অংশ নিতে হবে তাঁদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা A দলের বিরুদ্ধে সিরিজে তাঁদের রাখতে চাইছেন না নির্বাচকরা, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।

অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। সিরিজে এগিয়ে থাকতে মাঠে নামছে সূর্যকুমার...
06/11/2025

অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। সিরিজে এগিয়ে থাকতে মাঠে নামছে সূর্যকুমার যাদবের দল।

06/11/2025

হাতে খোদাই বিশ্বকাপের ট্রফি//Hand-carved World Cup trophy



ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে জিতেছেন কোনও আইসিসি বিশ্ব ট্রফি। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক জয়ের পর আনন্দে আপ্লুত হরমন নিজের শরীরে চিরস্মৃতি হিসেবে খোদাই করে নিলেন সেই মুহূর্ত। বিশ্বকাপ জয়ের তিন দিন পর ভারতীয় অধিনায়ক হাতে করিয়েছেন বিশ্বকাপ ট্রফির ট্যাটু। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “চিরকালের জন্য আমার ত্বকে এবং হৃদয়ে গেঁথে নিয়েছি এই মুহূর্ত। তোমার জন্য প্রথম দিন থেকে অপেক্ষা করেছি, আর এখন প্রতিদিন তোমাকে দেখতে পারি।” এই বার্তা থেকেই স্পষ্ট, হরমনপ্রীত ও টিম ইন্ডিয়ার কাছে এই ট্রফির গুরুত্ব কতটা গভীর। হরমনপ্রীত বলেন, “প্রতিবারই আমরা চেষ্টা করেছি, কিন্তু ট্রফি জেতা হয়নি। এবার সেই স্বপ্ন পূরণ হল।” আর তাই হয়তো এবার তিনি সত্যিই জয়কে নিজের শরীরে খোদাই করে রাখলেন– ইতিহাসের সাক্ষী হয়ে।

06/11/2025

এবার ‌নজর মহিলাদের আইপিএলে‌। আইপিএলে সাত তারকার ভাগ্য নির্ধারণ।



মহিলাদের একদিনের বিশ্বকাপের পর এবার ক্রিকেটপ্রেমীদের চোখ মহিলাদের আইপিএলের দিকে। চলতি মাসেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বড় নিলাম, তার আগে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ক্রিকেটার ধরে রাখার শেষ দিন হিসেবে। বিশ্বকাপে যাঁরা নজর কেড়েছেন, তাঁদের দিকে এখন তাকিয়ে সমস্ত দল। কেউ ধরে রাখা হবে, কেউ আবার ছাড়া হলে নিলামে তাঁদের ঘিরে চলবে তীব্র প্রতিযোগিতা। এক্ষেত্রে যে সাত জন তারকা ক্রিকেটারের উপর ফোকাস রয়েছে, তাঁরা হলেন– আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স), শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস),
অ্যানাবেল সাদারল্যান্ড (দিল্লি ক্যাপিটালস), মারিজান কাপ (দিল্লি ক্যাপিটালস), নাদিন ডি ক্লার্ক (মুম্বই ইন্ডিয়ান্স), লরা উলভার্ট (গুজরাত জায়ান্টস) এবং অ্যাশলি গার্ডনার (গুজরাত জায়ান্টস) বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের পর অনেক ক্রিকেটারই এবার আইপিএল নিলামের মঞ্চে মূল আকর্ষণ হয়ে উঠেছেন। তাই কারা থাকবেন নিজের দলে, আর কারা নতুন জার্সি গায়ে মাঠে নামবেন, সেই দিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

যাত্রীদের জন্য সুখবর। বিমানের টিকিট বাতিল করলে আর লাগবে না অতিরিক্ত ফি! বিমানের টিকিট বাতিল প্রক্রিয়ায় বড়সড় বদল আনার প...
05/11/2025

যাত্রীদের জন্য সুখবর। বিমানের টিকিট বাতিল করলে আর লাগবে না অতিরিক্ত ফি! বিমানের টিকিট বাতিল প্রক্রিয়ায় বড়সড় বদল আনার প্রস্তাব করেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা।

এশিয়া কাপে মাঠের মধ্যে আচরণ নিয়ে বড়সড় শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। একাধিকবার ‘ভারতবিদ্বেষী’ মন্ত...
05/11/2025

এশিয়া কাপে মাঠের মধ্যে আচরণ নিয়ে বড়সড় শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। একাধিকবার ‘ভারতবিদ্বেষী’ মন্তব্য ও অশোভন আচরণের অভিযোগে তাঁকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি। ম্যাচ চলাকালীন ভারতের ব্যাটারদের উদ্দেশে অশালীন ইঙ্গিত ও মন্তব্য করেন হ্যারিস। তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়। একই টুর্নামেন্টে রাজনৈতিক মন্তব্যের অভিযোগে জরিমানার মুখে পড়েছেন ভারতের সূর্যকুমার যাদব। তবে তাঁর ক্ষেত্রে শাস্তি তুলনামূলকভাবে হালকা রাখা হয়েছে। সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছে আইসিসি। এছাড়া পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের যশপ্রীত বুমরাহ-র বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। তবে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে মৌখিক সতর্কতা জারি করেছে সংস্থা।

সোমবার থেকে ইডেনে প্রস্তুতি শুরু করে দেবে দক্ষিণ আফ্রিকা। ‌‌আর ভারত অনুশীলনে নামবে মঙ্গলবার থেকে। সেই উদ্দেশ্যে সোমবার ক...
05/11/2025

সোমবার থেকে ইডেনে প্রস্তুতি শুরু করে দেবে দক্ষিণ আফ্রিকা। ‌‌আর ভারত অনুশীলনে নামবে মঙ্গলবার থেকে। সেই উদ্দেশ্যে সোমবার কলকাতায় আসছেন শুভমন সহ ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।

Address

Bangaon

Alerts

Be the first to know and let us send you an email when E Samakalin - ই সমকালীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E Samakalin - ই সমকালীন:

Share