Partha video creator

Partha video creator Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Partha video creator, Video Creator, https://maps. app. goo. gl/wSPkJYB7pPpEwF1f 8, Bangaon.

Video and Content Creator

স্কুলে ত্রিকোণ, চতুষ্কোণ, সমকোণ সবকিছুই পড়ানো হয়েছে। কিন্তু আমাদের জীবনে সবচেয়ে উপযোগী যেটা সেটাই কখনো পড়ানো হয়নি,
সেটা হোলো "দৃষ্টিকোণ" *ShantiDan Foundation*
মদ, গাঁজা ,হেরোইন অন্যান নেশার সহয়তা কেন্দ্র এছাড়া মানসিক রোগীর চিকিৎসা করা হয় ৷

1•/ নেশার আসক্তি কি ? --------

আসক্তি একটি রোগ ৷ দীর্ঘস্থায়ী মস্তিষ্কের অসুস্থতা, যার কারণে যারা ভুক্তভোগী তারা ভয়াবহ পরিণতি হচ্

ছে তা সত্ত্বেও মাদক বা মদ গ্রহণ করে।

2•/নেশা আসক্তির চিকিৎসা---

ডায়বেটিস আর উচ্চ রক্তচাপের মতো আসক্তি এমন একটি রোগ পরিস্থিতি যা বারবার ফিরে আসে এবং এতে রোগীকে চিকিৎসা করাতে হয় এবং এমন ভাবে জীবনযাপন করতে হয় যাতে তার চিন্তা মাদক দ্রব্য থেকে সরে যায়।

বেশীরভাগ মানুষ ভাবেন যে চিকিৎসা শুরু করার কিছু দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সুস্থ হয়ে ওঠা অতটা সহজ না যেহেতু নেশা ছাড়ার পরে “উইথড্রয়াল সিম্পটমস” (নেশা না করা ফলে বিভিন্ন শারীরিক লক্ষণ) হতে পারে, নেশার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন এবং ব্যক্তি আবার নেশা করতে শুরু করতে পারেন। মনে রাখবেন, এটা শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না, আরও অনেকগুলো কারন রয়েছে যা আসক্তি মুক্ত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

সাধারণত, চিকিৎসা শুরু করা হয় “ডিটক্স” (বিষক্রিয়া নাশ) পদ্ধতি দিয়ে, যখন রোগী নেশা করা বন্ধ করে। এই সময় রোগী উইথড্রয়াল সিম্পটমস অনুভব করে। এই লক্ষণগুলো কম করার জন্য ডাক্তার ওষুধ দেন, যার কারনে রোগী লক্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আবার নেশা করার ইচ্ছে অনুভব করে না।
ডাক্তার নানা ধরনের পরীক্ষা করেন, যেমন রোগী শারীরিক ভাবে কতটা সুস্থ? তার কোনও আঘাত আছে কি? অন্যান্য পরীক্ষা যেমন ইলেক্ট্রোএন্সেফালোগ্রাফি (ইইজি) বা ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি (ইসিজি) করা হতে পারে।

ডিটক্স আর পরীক্ষার পরে ব্যক্তির কাউন্সেলিং বা থেরাপি করা হয় যার মূল উদ্দেশ্য হল ব্যক্তিকে নিজের স্বভাব পরিবর্তন করার প্রতি উৎসাহিত করা। কাউন্সেলার বোঝার চেষ্টা করেন যে ব্যক্তি কেন নেশা করেন, নেশা করার খারাপ ফলের বিষয়ে জানান এবং উনি নেশা করা বন্ধ করতে চান কি না, সেই বিষয়ে ওনাকে মনঃস্থির করতে সাহায্য করেন। যদি ব্যক্তি নেশা ছাড়তে চান, তাহলে কাউন্সেলার জানার চেষ্টা করেন যে উনি কি কি ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা করছেন, যেমন উইথড্রয়াল সিম্পটমস, সেগুলোর সাথে কীভাবে মোকাবিলা করবেন, যদি কেউ ওনাকে মাদক বা মদ খাওয়ার জন্য আমন্ত্রন জানায় তাহলে উনি কি করবেন। কাউন্সেলর রোগীকে তার আবেগ জনিত তাড়না বুঝতে সাহায্য করেন, যেমন হয়ত রোগী কিছু আবেগ জনিত সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য নেশা করছেন।

রোগীকে তারপরে জানানো হয় তিনি কীভাবে নেশা করার ইচ্ছেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন – সেই সময় প্রতিকারের ধরন, আর পরিবার এবং বন্ধুবান্ধবের সাহায্য চাওয়ার বিষয়ে। রোগীকে বলা হয় তিনি যেন পরের এপোয়েন্টমেন্টগুলিতে উপস্থিত থাকেন যা পরিবারের সাথে এবং দলভিত্তিক ভাবে হয়, এবং আবার নেশা শুরু করার ইচ্ছেকে দমন করার জন্য দেওয়া ওষুধগুলো নিয়মিতভাবে খেতে থাকেন।

3• / লক্ষণগুলি চিনতে শিখুন...
নাটকীয় বা হিংসাত্মক আচরণ করা অবধি অপেক্ষা করবেন না,
•>> কখনো একা একা অধিক সময় কাটানো এবং বন্ধু পরিবর্তন
•>> পড়াশুনায়,খেলাধুলায় ও কাজে অমনোযোগী হওয়া, ক্লাস ও কাজে ফাঁকি দেওয়া ও কিছু নতুন বন্ধুর সাথে বেশী মেলামেশা করা।
•>> সর্বদা ঘুম ঘুম ভাব, ঝিমুনী, নিস্তেজ ভাব।
•>> রাত জাগা, গভীর রাতে ঘুমাতে যাওয়া, দিনের বেলা দেরীতে ঘুম থেকে ওঠা।
•>> চেহারার লাবণ্য নষ্ট হওয়া বা চোখের নিচে কালি পড়া।
•>> কথা বার্তা জড়িয়ে যাওয়া।
•>> খিটখিটে মেজাজ, হঠাৎ আক্রমনাত্মক বা বেপরোয়া হওয়া ও অল্পতে রেগে যাওয়া।
•>> হঠাৎ খরচ বেড়ে যাওয়া, টাকার জন্য অরাজকতা সৃষ্টি করা/ঘরের জিনিস পত্র ভাংচুর করা, যখন তখন টাকা ধার চাওয়া, অতি বিনয় দেখানো, ক্রমাগত মিথ্যা বলা ও চুরি করা।
•>> সারাক্ষণ ছটফটানি, চরম অস্থিরতা প্রকাশ করা।
•>> পোষাক পরিচ্ছেদ অমনযোগী, নোংরা অপরিস্কার থাকা এবং চরম নিয়ামানুবর্তিতার অভাব।
•>> বাড়ীর বিভিন্ন জায়গায় পোড়া কাগজ, ব্লেড, সিরিঞ্জ, মোমবাতি ও ম্যাচের কাঠি পাওয়া।
•>> হঠাৎ নাক চোখ দিয়ে পানি ঝড়া, ঘনঘন নাক চুলকানো, একা একা থাকার প্রবণতা এবং জ্বর জ্বর ভাব।
4•/পুনর্বাসন জরুরী কেন?-------

আসক্তি একটি দীর্ঘমেয়াদী এবং বারবার ফিরে আসা সমস্যা। যখন একজন ব্যক্তি নেশা করেন, মাদক দ্রব্যের প্রভাবে তার ব্রেনের সেই অংশগুলো প্রভাবিত হয় যা নির্ণয় ক্ষমতাকে সঞ্চালন করে। ওষুধের ব্যবহারে ব্যক্তি নেশা করার প্রবল ইচ্ছে আর উইথড্রয়াল সিম্পটমসকে নিয়ন্ত্রিত করতে পারে। তবে, শুধু নেশা করা সাময়িকভাবে ছেড়ে দেওয়া যথেষ্ট নয়, ব্যক্তি যেন আর সারাজীবন নেশা না করেন সেই জন্য পুনর্বাসন খুবই জরুরী।
পুনর্বাসনের মাধ্যমে ব্যক্তি সেইসব পরিস্থিতির সাথে মোকাবিলা করতে শেখেন যার কারনে তিনি নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। এতে মানসিক চাপ নিয়ন্ত্রিত করতে শেখানো হয়। এই চাপ আন্তরিক হতে পারে, যেমন আবেগ জনিত সমস্যা জাত জন্য ব্যক্তি মদ, সিগারেট বা ড্রাগ্‌স নিতে শুরু করেন, বা পারিপার্শ্বিক হতে পারে, যেমন অন্যদের সাথে, সামাজিক বা কাজ সংক্রান্ত সমস্যা।
নেশার জন্য অন্য অনেক ধরনের সমস্যা হয় যেমন নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া, পড়াশুনা বা কাজে ফাঁকি দেওয়া, মানসিক চাপ, কলঙ্কবোধ এবং চিন্তা। তাছাড়া, নিজের টাকা-পয়সা ঠিকভাবে সামলাতে না পারা, জুয়া খেলা, একঘেয়ে লাগা, জীবনে দিশা খুঁজে না পাওয়ার কারনেও ব্যক্তি আবার নেশা করতে শুরু করতে পারে।

পুনর্বাসনের উদ্দেশ্য হল ব্যক্তিকে এমন কিছু অস্ত্র দেওয়া যাতে সে এইধরনের সমস্যা আর পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারে এবং একটি নতুন জীবনশৈলীর সূচনা করতে পারে যেখানে নেশা করা কোনও সমস্যার সমাধান নয়।

5•/আসক্তিকে ঘিরে ভুল ধারণা আর বাস্তব-----
ভুল ধারণা – নেশা ছেড়ে দেওয়া আর এমন কি বড় ব্যাপার। না করলেই তো হল।
বাঃ ছেড়ে দেওয়া তো খুব সহজ, কিন্তু ওর মধ্যে সেই মনের জোরটাই নেই।
বাস্তব – অনেকেই মনে করেন যে ইচ্ছে করলেই নেশা করা বন্ধ করে দেওয়া যায়। কিন্তু আসক্তি শুধু ইচ্ছাশক্তির জোরে ছেড়ে দেওয়া যায় না। যখন একজন ব্যক্তি নেশা করতে শুরু করেন, তার ব্রেনের সেই অংশটি প্রভাবিত হয় যা আমাদের নির্ণয় নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। আর তাই নেশা করব না, এই কথাটা বলা সহজ হয় না। হয়ত নেশা করবেন না এমন ভাবছেন কিন্তু যেই নেশা করার ইচ্ছে প্রবল হতে শুরু করবে বা উইথড্রয়াল সিম্পটমস দেখা দেবে, তখনই আবার নেশা করে ফেলবেন। নেশা ছাড়ার জন্য ব্যক্তির অনেক বেশী সহযোগিতা প্রয়োজন। তাই জন্যই সঠিক চিকিৎসাপদ্ধতি হল পুনবাসন পদ্ধতি ৷

              মদ ,গাঁজা, ট্যাবলেট,হেরোইন ও অনান্য নেশা এবং মানসিক রোগের সহায়তা ও চিকিৎসা কেন্দ্র ৷                   (শ...
04/10/2023


মদ ,গাঁজা, ট্যাবলেট,হেরোইন ও অনান্য নেশা এবং মানসিক রোগের সহায়তা ও চিকিৎসা কেন্দ্র ৷
(শান্তিদান ফাউন্ডেশন)
(উদ্দেশ্য জীবন বাঁচানো)
PH:-8250266110 //.PH:-9800987765
https://shantidan-foundation.business.site/?utm_source=gmb&utm_medium=referral
অভিজ্ঞ কাউন্সিলার ও মনোরোগ বিশেষজ্ঞ এবং সু চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় ৷
https://www.facebook.com/De.addition.rehabilitation.center?mibextid=ZbWKwL
আমাদের ঠিকানা .....
https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
বাঘের বটতলা,(সার্ভিস সেন্টার )পাইকপাড়া,বনগাঁ,উত্তর ২৪ পরগনা .743235.

19/09/2023

Just say no to drugs .just yes to life

একজন মাদকাসক্ত ব্যেক্তি নিজেকে ও তার পরীবারকে ধ্বংস করবার জন্য একাই যথেষ্ট (Mission of Life)
Call..8250266110//9531707566//9800987765
আমাদের সকল কার্যক্রম মাদকাসক্তদের এবং তাদের পরিবারকে সুখী,সুস্থ ও উৎপাদনশীল জীবন যাপনে সহায্য করার লক্ষ্যে।
আমরা এমন সমস্ত লোকদের সেবা করছি যারা নেশার কারণে তাদের জীবনের লক্ষ্য হারিয়েছে। তাদের সুস্থ ভাবে পরিবার ও সমাজে ফিরিয়ে দেওয়া ৷এছাড়াও, আমরা মানসিক রোগ গস্ত ব্যোক্তি দের নিয়ে ও কাজ করি. আমাদের সাথে, সাধারণ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ আছেন ৷ অনেক কম খরচে ট্রিটমেন্ট এর সুবিধা পাবেন ৷
https://www.facebook.com/De.addition.rehabilitation.center?mibextid=ZbWKwL
আমাদের ঠিকানা ...
https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
বনগাঁ ,পাইক পাড়া ,বাঘের বটতলা ( সার্ভিস সেন্টার) উওর 24 পরগণা , পশ্চিমবঙ্গ ,743235
Not a business we are hare to serve to guide to the helpless.🙏🙏

15/09/2023

Addiction ends your life......
Just yes to life .say no to drugs 🙏

15/09/2023

একজন মাদকাসক্ত ব্যেক্তি নিজেকে ও তার পরীবারকে ধ্বংস করবার জন্য একাই যথেষ্ট (Mission of Life)
Call..8250266110//9531707566//9800987765
আমাদের সকল কার্যক্রম মাদকাসক্তদের এবং তাদের পরিবারকে সুখী,সুস্থ ও উৎপাদনশীল জীবন যাপনে সহায্য করার লক্ষ্যে।
আমরা এমন সমস্ত লোকদের সেবা করছি যারা নেশার কারণে তাদের জীবনের লক্ষ্য হারিয়েছে। তাদের সুস্থ ভাবে পরিবার ও সমাজে ফিরিয়ে দেওয়া ৷এছাড়াও, আমরা মানসিক রোগ গস্ত ব্যোক্তি দের নিয়ে ও কাজ করি. আমাদের সাথে, সাধারণ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ আছেন ৷
https://www.facebook.com/De.addition.rehabilitation.center?mibextid=ZbWKwL
আমাদের ঠিকানা ...
https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
বনগাঁ ,পাইক পাড়া ,বাঘের বটতলা ( সার্ভিস সেন্টার) উওর 24 পরগণা , পশ্চিমবঙ্গ ,743235
Not a business we are hare to serve to guide to the helpless.🙏🙏

14/09/2023

একজন মাদকাসক্ত ব্যেক্তি নিজেকে ও তার পরীবারকে ধ্বংস করবার জন্য একাই যথেষ্ট ৷
(Mission of Life)
Drugs de addiction rehabilitation and psychiatc treatment centre.
Call..8250266110//9531707566//9800987765
All our activities are aimed at helping drug addicts and their families lead happy, healthy and productive lives.
We are serving people who have lost their purpose in life due to addiction. Bringing them back to their families and society in good health. Also, we work with mentally ill people. With us, there are general practitioners, psychiatrists
https://www.facebook.com/De.addition.rehabilitation.center?mibextid=ZbWKwL
Our address...
https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
Bangaon, Pike Para, Bagher Battala (Service Centre) North 24 Parganas, West Bengal, 743235
Not a business we are hare to serve to guide the helpless.🙏🙏

,ভারতবর্ষে মাদক ব্যবহারে দেশটির যুব সমাজধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এ জাতির এখনও হুঁশ হচ্ছে না। অন্যভাবে বলা যায়, আমা...
19/07/2023

,ভারতবর্ষে মাদক ব্যবহারে দেশটির যুব সমাজ
ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এ জাতির এখনও হুঁশ হচ্ছে না। অন্যভাবে বলা যায়, আমাদের সমাজ এখন মাদক ক্যান্সারে এর মতই ভরাবহ ৷ যার শেষ পরিণতি অনিবার্য মৃত্যু। সমাজকে মাদকমুক্ত করা সম্ভব না হ’লে জাতির যুব সমাজ ধ্বংসের মুখে ৷যদি আপনি বা আপনার ভালোবাসার মানুষ,নিকট আত্মীয় কোন প্রতিবেশী কেউ নেশাগ্রস্ত হয়ে আছে ,তাহলে সমাজ এর কাছে লজ্জা না পেয়ে অবিলম্বে (ShantiDan Foundation ( শান্তিদন ফাউন্ডেশন.) ভর্তি করে বা সমস্য সমাধানের পরামর্শ নিতে পারেন ) জীবন পেতে সাহায্য করুন। বিশদ জানতে 8250266120/9800987765 করুন আজই!
অনুগ্রপূর্বক page টি লাইক শেয়ার করবেন সামাজিক কল্যাণ এর স্বার্থে|
https://maps.app.goo.gl/RBWPnrBy2NurWEzg9
পাইকপাড়া, বাঘের বটতলা ,(সার্ভিস সেন্টার )বনগাঁ
উত্তর ২৪ পরগনা,পশ্চিমবঙ্গ743235

যারা ..টাকার অভাবে ট্রিটমেন্ট নিতে পারছে না ও
25003000/সাড়ে ৩ হাজার ট্রিটমেন্টের এর থেকে সা.মর্থ্য নেই তারা এই নাম্বারে যোগাযোগ করুন

যারা টাকার অভাবে ট্রিটমেন্ট নিতে পারছেন না, কিংবা 2000 / 3000/ কিংবা 3500 টাকার বেশি টাকা দিয়ে ট্রিটমেন্ট নেওয়ার সামর্...
10/07/2023

যারা টাকার অভাবে ট্রিটমেন্ট নিতে পারছেন না, কিংবা 2000 / 3000/ কিংবা 3500 টাকার বেশি টাকা দিয়ে ট্রিটমেন্ট নেওয়ার সামর্থ্য ,নেই তারা এই নাম্বারে যোগাযোগ করুন.......
8250266110/9800987765
https://shantidan-foundation.business.site/?utm_source=gmb&utm_medium=referral

https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
Paikpara, bager battala, (service centre) Bongaon,North 24 parganas.743235.West Bengal.

08/07/2023
মাদক  যুব সমাজের জীবনের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি। মাদকা সেবনএকটি নীরব ঘাতক। এটি মানুষকে আস্তে আস্তে ধ্বংস কর...
28/06/2023

মাদক যুব সমাজের জীবনের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি। মাদকা সেবনএকটি নীরব ঘাতক। এটি মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বর্তমান সময় দেশের সর্বত্র মাদকের ব্যবহার এখন বিরাট আকার ধারণ করছে। যুবসমাজের একটা বিরাট অংশ মাদকের গ্রাসে নিমজ্জিত। একটি সুখী পরিবারের সুখ-শান্তি এমনকি সুন্দর একটি স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ক্ষেত্রেও মাদকের ভূমিকা বিশেষভাবে কার্যকর।
তাই এই মারন রোগ থেকে গোটা যুবসমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের,,
এদের প্রয়োজন বিজ্ঞান সম্মত উপায়ে সঠিক চিকিৎসার।।
আমরা আপনাকে আসক্তি এবং মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রে স্বাগত জানাই।
অ্যালকোহল/মাদক আসক্তি এবং মনস্তাত্ত্বিক ব্যাধি চিকিত্সা কেন্দ্র।
Call...8250266110/9800987765
আমাদের ঠিকানা.....
https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
বনগাঁ,পাইকপাড়া ,বাঘের বটতলা (সার্ভিস সেন্টার)
উত্তর ২৪ পরগনা. 743235

26 শে জুন আজ বিশ্ব মাদক বিরোধী দিবস ৷ এই দিনটি পালনের মূল বিষয়-‘মাদক মুক্ত সমাজের লক্ষ্যে মাদক সেবনের বিরুদ্ধে অধিক সচেত...
26/06/2023

26 শে জুন আজ বিশ্ব মাদক বিরোধী দিবস ৷
এই দিনটি পালনের মূল বিষয়-‘মাদক মুক্ত সমাজের লক্ষ্যে মাদক সেবনের বিরুদ্ধে অধিক সচেতনতা’ ৷
মাদক আসক্ত ব্যক্তির নৈতিকতা বলতে কিছু থাকে না
আর নৈতিকতা না থাকলে সমাজে শৃঙ্খলা থাকে না
আর শৃঙ্খলাইীন সমাজ অরাজক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়ী থাকে ৷আসুন মাদকমুক্ত সমাজ গড়ে তুলি ৷
জীবন একটাই জীবনকে ভালোবাসুন আর মাদক থেকে দূরে থাকুন ৷
Call..8250266110//9531707566//9800987765
https://maps.app.goo.gl/rzRUwaYEgqbYxffTA
বনগাঁ ,পাইক পাড়া ,বাঘের বটতলা ( সার্ভিস সেন্টার) উওর 24 পরগণা , পশ্চিমবঙ্গ ,743235
Not a business we are hare to serve to guide to the helpless.🙏🙏

Address

Https://maps. App. Goo. Gl/wSPkJYB7pPpEwF1f 8
Bangaon
743263

Telephone

+918250266110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Partha video creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Partha video creator:

Share

Category