ThE ফিলিংস

ThE ফিলিংস অনুভূতির চার দেওয়াল........

Video 📸 Creator

28/08/2024

"স্মৃতি হত্যা করতে পারলে, এ শহরে কেউ আর আত্মহত্যা করতো না...!!"✨🖤🖤🖤

*****ঋতুপর্ণ সঞ্চালিত " ঘোষ & কম্পানিতে " সৌরভকে ঋতুপর্ণ প্রশ্ন করেছিলেন, সৌরভ ডোনার নাচের প্রোগ্রাম দেখতে যান কিনা। সৌর...
28/08/2024

*****ঋতুপর্ণ সঞ্চালিত " ঘোষ & কম্পানিতে "
সৌরভকে ঋতুপর্ণ প্রশ্ন করেছিলেন, সৌরভ
ডোনার নাচের প্রোগ্রাম দেখতে যান কিনা।
সৌরভ খুব তাচ্ছিল্য ভরে সংক্ষিপ্ত উত্তর
দিয়েছিলেন - ধুর ! ঋতুপর্ণ সম্ভবত কিছুটা
অবাক হয়েই আবার প্রশ্ন করেন - যাস্ না ?'
সৌরভ আরও তাচ্ছিল্য ভরে উত্তর দিয়েছিলেন -
আজ পর্যন্ত একদিনও যাইনি। ভঙ্গিটা এমন, ওসব
ফালতু মেয়েলি ব্যাপারে আমার মতন পুরুষসিংহ
পার্টিসিপেট করতে যাবে কেন। সৌরভের পাশেই
বসেছিলেন ডোনা, তার মুখটা দেখে মনে আছে
আমার মায়া লেগেছিল।
অথচ আজ ? একদা স্ত্রীর যে প্রফেশনকে নিয়ে
তিনি তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, গণরোষ থেকে
এস্কেপ রুট খুঁজতে এখন সেই প্রফেশনের
আয়োজিত একটি মিছিলকেই সম্বল করতে হচ্ছে।
যে স্ত্রীকে তাচ্ছিল্য করে বলেছিলেন - হকিটা হবে
না বুঝেই নাচে ইন্টারেস্টেড হয়েছিল, আজ তারই
নাচের দলকে আশ্রয় করতে হচ্ছে নিজের প্রেস্টিজ
বাঁচাতে। একে কী বলব ? আয়রনি না পোয়েটিক
জাস্টিস ?

এবং আপনি যে মিছিলে মন থেকে হাঁটবেন না,
তাও আমরা জানি। যে ক্ষমতা কাঠামো নারীকে
পুরুষের চেয়ে ছোট মনে করে, নারীকে ডিমিন
করে, যে ক্ষমতা কাঠামো থেকে উৎসারিত হয়
নারীর বিরুদ্ধে বিদ্বেষ এবং দখলের মনোভাব,
আপনি সেই ক্ষমতা কাঠামোর একজন গর্বিত
অংশীদার। উপায় থাকলে আপনি কোনওদিনই
এই মিছিলে পা মেলাতেন না।

~~~~~সংগৃহীত ~~~~~

23/08/2024

ও #প্রেমিক তুমি কোথায় বলোতো?তুমি লুকিয়ে আছো কেন?
আমরা না হয় মেয়ে হারালাম,বোন হারালাম,দিদি হারালাম....
তুমি তো প্রেম হারালে....
তোমার যন্ত্রণা তো একেবারেই অন্যরকম হওয়ার কথা...
তবুও তুমি এতো নিশ্চুপ কি করে?
নাকি ভয় পাচ্ছো- তোমার বুঝি আর "মেয়ে" জুটবে না!

বিশ্বাস করো তোমাকে এতো কাপুরুষ ভাবতে মন চাইছে না।
তাহলে প্রেমের ওপর থেকে ভরসা উঠে যাবে।
একটা সাদা শার্ট আর ডেনিম পরে সামনে এগিয়ে আসো...ভিড়ের থেকে আলাদা হয়ে বুঝলে।
প্রেমের কোন নিবিড় মুহুর্তে তোমার কাছে কি গোপন কিছুই ভাগ করেনি তোমার হবু স্ত্রী-প্রাক্তন প্রেমিকা? প্রেমিকার মন না বোঝার মতো অতো অপদার্থ তুমি নিশ্চয় নও।
এসো প্রেমিক-তাজমহল বানাবার মন যে তোমার নেই তা আমরা বুঝে গেছি🙏- নিদেন পক্ষে সুবিচার টুকুর লড়াই এ এসো। না হয় মুখ ঢেকেই এসো যাতে ১০ বছর পর তোমার বউ বাচ্চা তোমাকে চিনে না ফেলে। যাতে তোমার প্রাক্তন প্রেমিকাও তোমাকে আর চিনতে না পারে।
মেঘনাদ থেকে "মানুষ" হও... মানুষ হও 🔥
ও প্রেমিক!


নিজেদের মানুষ বলে মনে করেন, ছিঃ .. ঝাড়গ্রামে জ্বলন্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হল মা হাতির শরীরে, মারা গেলো সে। এই আমরা মানু...
18/08/2024

নিজেদের মানুষ বলে মনে করেন, ছিঃ ..

ঝাড়গ্রামে জ্বলন্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হল মা হাতির শরীরে, মারা গেলো সে। এই আমরা মানুষ! ছিঃ! আর কদিন পরে আয়নার সামনে নিজেদের দেখে ভয়ে নিজেরাই চমকে উঠবো না তো?

কেরালা ফল পেয়েছে,ঝাড়গ্রাম'ও পাবে। প্রকৃতি কখনো ক্ষমা করে না। কর্মফল'এর জন্য অপেক্ষা শুরু হলো।


তোমার দুর্গা চোদ্দো তলায়প্রমাণ লোপাটে মগ্ন।আমার দুর্গা আর জি করেপরে ছিলো যে নগ্ন।।তোমার দুর্গা ভীষণ জেদি চটিতে গলিয়ে প...
18/08/2024

তোমার দুর্গা চোদ্দো তলায়
প্রমাণ লোপাটে মগ্ন।
আমার দুর্গা আর জি করে
পরে ছিলো যে নগ্ন।।
তোমার দুর্গা ভীষণ জেদি
চটিতে গলিয়ে পা,
আমার দুর্গা তীব্র কন্ঠে
বলছে নিপাত যা।।

গল্পটা খুব চেনা তাই না ... 😭😭       ゚
18/08/2024

গল্পটা খুব চেনা তাই না ... 😭😭

হয়তো সবকিছুই শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই, মোমবাতি ও গলে যাবে, মানুষের ভিতরের জ্বলতে থাকা আগুন ধুকতে ধুকতে নিভে যাবে। ওই ...
17/08/2024

হয়তো সবকিছুই শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই, মোমবাতি ও গলে যাবে, মানুষের ভিতরের জ্বলতে থাকা আগুন ধুকতে ধুকতে নিভে যাবে।
ওই মেয়েটির বাবা মা কেবলমাত্র চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষীর শাস্তির আশায়।
হয়তো কেউ একজন ধরাও পড়বে, হয়তো আসলেই সে দোষী কিংবা সেও শীকার হবে ক্ষমতাধর ব্যক্তির।
কিছুদিন শ্রীঘরে থাকা, সেখানে আবার কাজেরও ব্যাবস্থা আছে, পারিশ্রমিক আছে, অনেকদিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায় , তার উপর যদি মানসিক ভারসাম্যহীনতা যুক্ত করা যায়, তাহলে সোনায় সোহাগা।

কিন্তু ওই হসপিটাল ঠিক আগের মতোই চলতে থাকবে, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কথা আসতে আসতে সবাই ভুলে যাবে, ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে।
আবার কোন এক রাস্তায় একা একটা মেয়ের সাথে একই ঘটনা ঘটবে।
স্কুল কলেজ টিউশন অফিস বাস ট্রেন হাসপাতাল কোনটা সুরক্ষিত স্থান তা আর জানা নেই।
মৃত্যুর পরেও প্রশ্ন উঠেছে সে কেন একা গিয়েছিল, বেঁচে থাকলে জানিনা তাকে কতবার মৃত্যুযন্ত্রণা ভোগ করতে হতো।
হাসপাতাল কে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে, ডাক্তার কে ভগবান সর্বপরি মেয়েদের কে মা লক্ষী।
যে মন্দিরের ভগবান অসুরক্ষিত সেখানে ন্যায়বিচার বিলাসিতা মাত্র।

তুমি একজন ডাক্তার, নার্স, শিক্ষিকা, উকিল পুলিশ কিংবা একজন গৃহিণী , বয়ষ্ক মহিলা হও কি একটা বয়স পাঁচেক এর বাচ্চা।
তোমার পরিচয় তুমি একটা মেয়ে,
তুমি ভোগ্য বস্তু, তোমার পরিচয় তুমি একটা মাংসপিন্ড।

কোন মাতৃগর্ভে আর কন্যা সন্তানের জন্ম না হোক, কোন প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না না শোনা যায়,প্রতিটা কন্যা ভ্রুণ শেষ হয়ে যাক মাতৃগর্ভে,কোন মা যেন আর একটা মা লক্ষীর স্বপ্ন না দেখে।
এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপ মুছে ফেলা সম্ভব।


"হামাগুড়ি" --শঙ্খ ঘোষঘুমটা ভেঙ্গে গেল হঠাৎ।বাইরে কি ঝড় হচ্ছে?দাপাদাপি করছে জানলার পাল্লাদুটো,মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে।ফে...
17/08/2024

"হামাগুড়ি"
--শঙ্খ ঘোষ

ঘুমটা ভেঙ্গে গেল হঠাৎ।
বাইরে কি ঝড় হচ্ছে?
দাপাদাপি করছে জানলার পাল্লাদুটো,
মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে।
ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হল ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ।

-'কে ওখানে? কে?'
হামা কোনো শব্দই করে না।
উঠে আসি কাছে, আবারও জিজ্ঞেস করিঃ
-'কে আপনি? কী চান?'
সে তবু নিশ্চুপ থেকে এ - কোণে ও -কোণে ঘুরছে
মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়।
-'কিছু কি খুঁজছেন আপনি?'
শুনতে পাচ্ছিঃ
-'খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই -
পেলেই বেরিয়ে যাব, নিজে নিজে হেঁটে।'
-'কি খুঁজছেন?'
মিহি স্বরে বললেন তিনি :
-'মেরুদণ্ডখানা।'
সেই মুহুর্তে বিদ্যুৎ ঝলকালো ফের। চমকে উঠে দেখিঃ
একা নয়, বহু বহু জন
একই খোঁজে হামা দিচ্ছে এ-কোণে ও কোণে ঘর জুড়ে।



একরাত বেড়িয়ে কী হবে?⚡️ রামমোহন রায় যেদিন প্রথম একটা মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন সেদিনও এমনই শুনেছিলেন যে একজনকে বা...
16/08/2024

একরাত বেড়িয়ে কী হবে?

⚡️ রামমোহন রায় যেদিন প্রথম একটা মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন সেদিনও এমনই শুনেছিলেন যে একজনকে বাঁচিয়ে কী হবে?

⚡️বিদ্যাসাগর যেদিন প্রথম একজন বিধবার বিবাহ দিয়েছিলেন সেদিনও তাঁকে শুনতে হয়েছিল যে একজনের বিয়ে দিয়ে ক'টা বিধবার জীবন বাঁচাবেন?

⚡️বেথুন যেদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির মেয়েটিকে স্কুলে ভর্তি করতে বলছিলেন সেদিন তাঁকেও শুনতে হয়েছিল যে ওই কয়েকটা মেয়েকে বিদ্যেবতী করে কী হবে?

⚡️ যেদিন ক্ষুদিরাম ফাঁ সির দড়ি গলায় পরেছিলেন সেদিনও অনেকে বলেছিলেন যে ওই একজন ঝু লে গিয়ে কী হবে? দেশ স্বাধীন হবে?

প্রশ্নটা বড় পুরনো কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে তারপর কী কী হয়েছে এই প্রত্যেকটা ঘটনার পরে। একটা বারুদের স্তূপে আগু*ন জ্বা*লাতে একটা দেশলাই কাঠির গুরুত্ব কতটা জানেন নিশ্চয়? আর এ তো অগ্নিশিখা.. 🔥


16/08/2024

সেই হাড় হিম করা অডিও ক্লিপ...

Address

Bankura

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ThE ফিলিংস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share