28/02/2025
আমি আবার হারিয়ে যাবো দিনের শেষে পড়ে থাকা অসান্ত বিকেল পার হয়ে আনন্ত অন্ধকারে ।
কোনো এক সুদূর অতীতে কিংবা কোনো প্রভাতের ক্ষতিতে ,,
পড়ে থাকা ছিন্ন ভিন্ন দেহ রয়ে যাবে কোনো মর্গে বা দাহ করা হবে কোনো নির্জন শ্মশানে ।
কিংবা রয়ে যাবে কোনো অভুক্ত শেয়ালের প্রভাতের খাদ্য তালিকায় ।
আর আমি ,
হম আমি ... যাত্রা করব কোনো এক অজানার সন্ধানে সবাইকে হারিয়ে , প্রিয়জনদের কাঁদিয়ে অসীমের পথে ।
যে পথের নেই কোনো শেষ ... নেই কোনো শুরু ...
ধূ ধূ করা তেপান্তরের মাঠের মতো কিংবা হয়তো কোনো উত্তপ্ত মরুভূমি ,
যেমন ভাবে সবাই খুঁজে মরীচিকা ...
তেমনই আমি হেঁটে যাবো সিংঘল সমুদ্র পার হয়ে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ...
সেই অন্ধকারে নিয়ন আলোয় দেখবো নিজের গোলায়মান নিথর দেহকে ,
আর বাকিরা ...
হম বাকিরা.... থাকবে সবাই নিজের মতো নিজের নিজের আপনজনের সঙ্গে ।
হয়তো কেউ রাখবে না মনে আমাই,
হয়তো এটাই হলো বাস্তবতা ।
মৃতের থেকে সম্পর্ক রাখে কি লাভ !...
তাই দূরত্ব বজায় করে মৃতের পরিবারের থেকে ... হা হা হা .. কিন্তু তারাই বলে একই সুরে "খুব ভালো ছিলো ছেলেটা !"
এই দুনিয়ার এক নিষ্ঠুর পরিহাস যা যুগে যুগে চলে এসেছে আর চলবে নিরন্তর ...
মৃত্যুর সত্যতা জানার জন্য নিজের নিথর দেহ দেখতে হয় কোনো এর ঝুলন্ত সিলিং ফ্যানে কিংবা কোনো বৃক্ষের ডালে ...
আর আমি ফিরে চলি নিজের গন্তব্য স্থলে ।
" দিগন্ত ব্রিস্তিত সোনা রঙ্গা ধানে দেশেতে আগাদ মৃত্যুর স্বাধীনতা "
তাই মৃত্যু আমায় ডাকে ,
নতুন এক মৃত্যুর আনন্দে ,
মৃত মানুষের ভিড়ে থেকে ,
নিজের মৃত্যুকে আওভান করবো... সানন্দে ।
_suprabhat