দেশে বিদেশে

দেশে বিদেশে Discover the Fusion: Europe Travel, Indian Culture, Fun, Cooking, Dance and many more! 💃🤷‍♀️🤳
(1)

01/07/2025

জীবনে প্রথমবার এরকম একটা কাণ্ড ঘটালাম 😂😂😂 সবকিছুরই অভিজ্ঞতা হওয়া দরকার 😜 fans

25/06/2025

মিউনিখ থেকে আমরা গিয়েছিলাম বাবারিয়ান ক্যাসেলে। জায়গাটা মিউনিখ থেকে অনেকটাই দূরে। দুবার ট্রেন এবং বাস চেঞ্জ করে আমরা গিয়েছিলাম। প্রচন্ড ঠান্ডা ঝোড়ো হাওয়া তার সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি। দুর্গটা পাহাড়ের অনেক উপরে, গভীর জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি পথ পেয়ে যেতে হয়। এত উঁচুতে আমরা হেঁটে উঠতে পারবো না সেই কারণেই আমরা ঘোড়ার গাড়ি করেছিলাম। হাড় কাঁপানো ঠান্ডা তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম উপরের দিকে তখন একটা বেশ গা ছম ছম করা পরিবেশ। স্বর্ণ আগের থেকে ভেতরে ঢোকার জন্য আমাদের টিকিট বুক করে রেখেছিল। আমাদের ভেতরে ঢোকার টাইম ছিল বিকাল চারটা। ভেতরে ঢোকার পর ওদের গাইড আমাদের সবাইকে একটা করে মাইক্রোফোন দিল কানে লাগাবার জন্য এবং উনি সমস্ত বিষয়টা জার্মান ভাষায় বলে বলে দিচ্ছিলেন। যদিও আমরা বুঝতে পারিনি। ভেতরে ঢুকে মনে হচ্ছিল বহু শতাব্দী পূর্বে কোন এক রাজার প্রাসাদে আমরা প্রবেশ করেছি। ভেতরে এমন সব মায়াবী কারুকার্য দেখে অবাক হয়ে গেলাম। রাজ দরবার, রাজার শয়ন কক্ষ, রানীদের থাকার জায়গা ইত্যাদি সমস্ত কিছুই এখনো অক্ষত অবস্থায় রয়েছে।
দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত রাজবাড়ি সব কিছুই এখনো একই রকম ভাবে সাজানো গোছানো রয়েছে। নির্দিষ্ট সময়ের পরে আমরা আবার ঘোড়ার গাড়ি করে নিচে নেমে এলাম। মনের মধ্যে অজস্র জীবন্ত স্মৃতি নিয়ে আমরা আবার নিজেদের রুমে ফিরে গেলাম।

Narayan Chandra Goswami

.

সাড়ে তিন টার সময় গেলাম লোভার মিউজিয়াম। এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে মোনালিসার সেই বিখ্যাত...
24/06/2025

সাড়ে তিন টার সময় গেলাম লোভার মিউজিয়াম। এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে মোনালিসার সেই বিখ্যাত ছবিটা আছে। প্রকাণ্ড বিল্ডিং, খানিকটা এল টাইপের, পাঁচতলা বাড়ি, হাফ কিমি দৈর্ঘ্য তো হবেই। আমার আর স্বর্ণর টিকিট আগে থেকেই বুক করা ছিল আমাদের সময় ছিল বিকাল সাড়ে তিনটা। লাইন দিয়ে দাঁড়াবার পরে সিকিউরিটি চেকিং হল। ভেতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ দশ-বারোটা এসকেলেটার দিয়ে ওঠানামা করছে। স্বর্ণ আগের থেকেই ঠিক করে রেখেছিল নির্দিষ্ট কিছু কিছু জায়গা দেখব কারণ পুরোটা দেখতে হলে দু তিন দিন সময় লেগে যাবে। ভেতরে যে অপরূপ পেইন্টিং কারুকার্য এগুলো চোখে না দেখলে বর্ণনা করা যায় না। গ্রিক ইটালি, ফ্রান্স ইত্যাদি বহু দেশের শিল্পের অপরূপ সমন্বয় এই মিউজিয়ামে দেখা যায়। হাজার হাজার বিদেশি পর্যটক ঘুরাঘুরি করে সে সব অপরূপ দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করছে আমরাও তার সাথে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সেই সব অপরূপ শিল্পগুলিকে। মোনালিসার ছবি চাক্ষুষ দেখার খুব ইচ্ছা ছিল আমার , তাই মনের মধ্যে বিরাট কৌতূহল নিয়ে ওখানে গেলাম। ছবি তুললাম, মোনালিসার পাশে দাঁড়িয়েও ছবি তুললাম। ওইখানটাতেই ভিড় বেশি ছিল। তবে যেটা দেখলাম ওর চাইতেও অনেক ভালো ভালো বিভিন্ন ছবি রয়েছে। কম সময়ের মধ্যে যতটা সম্ভব খুব দ্রুততার সঙ্গে আমরা দেখে নিলাম তারপর নিচে নামলাম। যদি কখনো কেউ প্যারিসে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন জীবন সার্থক হয়ে যাবে। মানুষ যে এমন শিল্প সৃষ্টি করতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। এটা দেখে সত্যি সত্যি জীবন ধন্য হয়ে গেল। বাইরে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করে যখন ডিনার শেষ করে বাড়ি ফিরলাম তখন রাত্রি বারোটা।

Narayan Chandra Goswami

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when দেশে বিদেশে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category