পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

  • Home
  • India
  • Bankura
  • পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জয়গুরু

জয়গুরু
28/09/2025

জয়গুরু

👉মিসেস এ্যালফ্রেক--জগৎস্রষ্টা প্রেমসরূপ,সৎসরূপ।তিনি এমন হওয়া সত্ত্বেও তাঁর সৃষ্ট জগতে অসৎ-প্রবণতা আসলো কোথা থেকে? এটা কি...
28/09/2025

👉মিসেস এ্যালফ্রেক--জগৎস্রষ্টা প্রেমসরূপ,সৎসরূপ।তিনি এমন হওয়া সত্ত্বেও তাঁর সৃষ্ট জগতে অসৎ-প্রবণতা আসলো কোথা থেকে? এটা কি সহজাত না অর্জ্জিত?
শ্রীশ্রীঠাকুর--ঈশ্বর এর বিপরীত প্রান্ত হ'লো শাতন যা বিশ্লিষ্ট করে।ভগবানের প্রতি বিমুখ হ'য়ে,তাঁকে অস্বীকার ক'রে তাঁর বিরুদ্ধ যা' তার প্রতি আকৃষ্ট হ'য়ে,তাকে প্রাধান্য দিয়ে চলার স্বাধীনতাটুকু মানুষের আছে।এই সাধ্বীনতার উপর তিনি হস্তক্ষেপ করেন না।তিনি যেমন ইচ্ছাময়,প্রত্যেকটি মানুষকে তেমনি ইচ্ছাময় ক'রে ছেড়ে দিয়েছেন।যে ইচ্ছাময় যেমন ইচ্ছা করে,সে ইচ্ছাময় তেমন হয়,তেমন পায়--বিধির অনুবর্ত্তনে।পরমপিতা বিশ্ববিধাতা আর আমরা হলাম আমাদের স্ব-স্ব ভাগ্য-বিধাতা।স্রষ্টার বেটা সেও এক স্বতন্ত্র স্রষ্টা।যার প্রাণে যেমন চায়,সে তেমন সৃষ্টির মালিক হয়।
👉মিসেস এ্যালফ্রেক---শয়তান কি জগতে বেশী শক্তিশালী?
শ্রীশ্রীঠাকুর--আমরা যার কাছে নতি স্বীকার করি,সেই-ই আমাদের কাছে শক্তিমান হয়।অসৎ যখন আমাদের নিরাশ করে এবং প্রবৃত্তির পথে চলতে-চলতে অস্তিত্ব যখন সাবাড় হ'তে বসে,তখন আমাদের আকাক্ষা উদগ্র হ'য়ে ওঠে বাঁচা-বাড়ার জন্য।তখন আমরা আর্ত্ত হয়ে উঠি।তারপর আসে ভগবানের প্রতি আনুগত্য বা অনুরাগ।তখন থেকে চাকা ঘুরে যায়।অবশ্য তার জীবন হ'তে থাকে সুন্দর ও সমৃদ্ধ।একটা ভরসার কথা এই যে,আমরা যতই হারানো মেষ হই না কেন এবং ভগবানের দয়াকে যতই আমরা উপেক্ষা করি না কেন,ভগবানের দয়া আমাদের অনুসরণ করেই যতক্ষণ সম্ভব।যখন আর পারে না,তখন আসে বিনাশ।তারপরও ভগবানের দয়া যা' করতে পারে,তা' করতে ছাড়ে না।কিন্তু পরমপিতার ইচ্ছা থাকা সত্ত্বেও পরমপিতা আমাদের সাহায্য করতে পারেন না,যদি আমরা তাঁকে সে সুযোগ না দিই।জ্ঞানী বাপ কি ছেলের কিছু করতে পারে যদি ছেলে বাপের কথা না শোনে? বাপ যদি জ্ঞানী হয়,বহুদর্শী হয়,অভিজ্ঞ হয়,বিচক্ষণ হয় আর ছেলে যদি তার বাধ্য হয়,তার উপদেশ-নির্দ্দেশ মতো চলে,তাহ'লে কিন্তু সে অনেক লাভবান হ'তে পারে।
(আঃপ্রঃ--১০/৪২)

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
28/09/2025

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

20/09/2025

ঠাকুরবাড়িতে_গিয়ে_পালনীয়_কিছু_বিষয়

আমরা অনেকেই নিয়মিত দেওঘর ঠাকুরবাড়ি যাই। অনেকেই কখনো যাননি। হয়তো ভবিষ্যতে যাবেন।

ঠাকুরবাড়িতে গেলে কয়েকটি বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন। যথা,-

★ শ্রীশ্রীআচার্য্যদেব বা ঠাকুর পরিবারের কারো ছবি বা ভিডিও বিনা অনুমতিতে নিতে নেই। যদি মোবাইলে ছবি নিতে ইচ্ছে হয় তবে উনাদের নিবেদন করে অনুমতিক্রমে নিতে হয়। লুকিয়ে বা উনাদের অজ্ঞাতসারে ছবি তুলা এবং তা স্যোসাল মিডিয়ায় পোস্ট করা অপরাধ।

★শ্রীশ্রীআচার্য্যদেব অথবা গুরু পরিবারের কেউ যখন রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই মুহূর্তে উনাদের চলার পথে প্রনাম করতে নেই। উনারা যখন নিবেদন শুনার জন্য বসেন তখন গিয়ে প্রনাম করাই শ্রেয়।

★ অপরিছন্ন পোষাকে বা গালে কয়েকদিনের সেভ না করা খোঁচা খোঁচা দাড়ি নিয়ে আচার্য্যদেব বা গুরু পরিবারের কারো সামনে যেতে নেই। পরিছন্ন পোষাকে পরিপাটি হয়ে সদাচার বজায় রেখে উনাদের সামনে যেতে হয়।

★ সর্দিকাশি-জ্বর বা কোনধরনের সংক্রামক রোগ নিয়ে তাঁদের সন্নিকটে যেতে নেই। অসুস্থ অবস্থায় নিজেকে দূরে সরিয়ে রাখাই ভক্তের পরিচয়।

★ আচার্য্যদেব যখন নাটমন্ডপে বসে কথা বলেন তখন তার সামনে বসে মোবাইলে কথা বলা, মোবাইল ঘাটাঘাটি করা, নিজেদের মধ্যে কথাবার্তা বলা,এগুলো অনুচিত। 🙏🏻

শ্রীচৌধুরী-আমাদের কি ভগবান দর্শন হতে পারে?শ্রীশ্রীপিতৃদেব-- আমাদের যদি তেমন ব্যাকুলতা থাকে, নিশ্চয় হবে, জরুর হবে। যে ব্য...
19/09/2025

শ্রীচৌধুরী-আমাদের কি ভগবান দর্শন হতে পারে?

শ্রীশ্রীপিতৃদেব-- আমাদের যদি তেমন ব্যাকুলতা থাকে, নিশ্চয় হবে, জরুর হবে। যে ব্যাকুল হয়েছে ভগবান দর্শন করা খুবই সম্ভব তার। যে বিধিমত অনুশীলন করে চলেছে, তাঁর পথে চলার চেষ্টা করছে তারও ব্যাকুলতা আসবে, সেও নিশ্চয়ই ঈশ্বরলাভ করবে। ব্যাকুলতা থাকলেই তাঁর দয়া এসে পড়ে। গোড়ার কথাই হচ্ছে ব্যাকুলতা। যে ভগবান দর্শন করে তার মাধ্যমে আবার বহুলোক দর্শন করে। ব্যাকুল হওয়া দরকার তো! ব্যাকুল হওয়ার জন্য আমাদের মত মানুষের অনুশীলনের দরকার। সাঁতার শিখতে গেলে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে গেলে যেমন অনুশীলনের দরকার, নিষ্ঠার দরকার, ঈশ্বরলাভ করতে গেলেও দরকার।

(ইষ্ট-প্রসঙ্গে, ৫ম খন্ড, বুধবার, ৩০শে কার্ত্তিক, ১৩৪৮,
ইং- ১৬/১১/৭৭)

পূজ্যপাদ্য আচার্য দেবের সাথে পূজ্যপাদ অবিন দাদা ও পূজনীয় অর্ণব দাদা। জয়গুরু 🙏🏻
19/09/2025

পূজ্যপাদ্য আচার্য দেবের সাথে পূজ্যপাদ অবিন দাদা ও পূজনীয় অর্ণব দাদা। জয়গুরু 🙏🏻

19/09/2025

সকল গুরুভাই কে জয়গুরু।। যারা এখনো ফলো করেন নি প্লিজ ফলো করে নিন।।

জয়গুরু 🙏🏻
18/09/2025

জয়গুরু 🙏🏻

Joyguru🙏🏻
18/09/2025

Joyguru🙏🏻

তুমি আছো হৃদয় জুড়ে জয়গুরু 🙏🏻
17/09/2025

তুমি আছো হৃদয় জুড়ে জয়গুরু 🙏🏻

Address

Bankura

Telephone

+917001829441

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share