09/08/2025
অনেক বছর পর এবছর রাখি পূর্ণিমার দিন দারুন কাটলো, কাজের সূত্রে আমার ভাই ও অনেক টাই দূরে থাকে, এই স্পেশাল দিন গুলো তে তাই বেশ মন খারাপ এই লাগে, আর এদিকে আমার বরের নিজের বোন না থাকায় তার কাছেও এই স্পেশাল দিন গুলো সেভাবে স্পেশাল হয় না, আর তাছাড়া বাড়ির থেকে অনেক টাই দূরে, আর এই মামাতো বোন এর নিজের কোনো ভাই বা বোন নেই তো ওরও same অবস্থা, এই স্পেশাল দিন গুলো খুব মিস্ করে ।
কিন্তু এই বছর টা বেশ স্পেশাল, পড়াশুনোর সূত্রে ওর মামাতো বোন এসেছে পুনে তে, একদম আমাদের সামনে থাকে, দারুন কাটলো আজকের দিন টা আমাদের সকলের এই 🥰❣️ গুড্ডু ও দারুন খুশি আজ 😄 পিমনি এনেছে তার পছন্দের মিষ্টি, খেলনা 😘💞 ভালোবাসায় মোড়া একটা সুন্দর দিন 🧿🥰
#রাখিবন্ধন #ভিডিওভাইরালシ