13/07/2025
আমার চোখে তাকাও।
দেখো, কত নিদারুণ প্রেমের জ্বরে ভুগছি! তুমি ঐ কাজল চোখে তাকিয়ে আমার জ্বর মাপো আজ।
বাইরে বৃষ্টি হচ্ছে, শব্দ শুনছো?
এ বুকে মাথা রেখে দেখো, ঘড়ির কাঁটার মতো হৃদপিণ্ডের কম্পন। তুমি বেহুশ করে দাও, বেহুশ না হলে প্রেমের বারুদ বক্ষে নিয়ে আমি যে থাকতে পারি না৷ আমি জানি, কামনায় নিজের সব বোধবুদ্ধি হারিয়ে ফেলেছি! এবার তোমার আলিঙ্গন পেলেই হাফ ছেড়ে বাঁচতে পারি।
একটু আমার চোখে তাকাও।
দেখো, কেমন উতলা হয়ে আছি৷ প্রেমের তাগিদে ঠোঁটের চুমুর আবদারে কিছুতেই মন মানছে না। আমি তো কবেই পাগল হয়ে আছি, তুমি শান্ত করবে বলে।
সবাই আমায় উন্মাদ বলে।
অথচ তুমি জানো, তুমি না থাকলে আমি কেমন উন্মাদ হয়ে যাই! প্রেমের আহ্বানে দুচোখের ইশারায় আমাকে পাগল করো। তোমার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে আমিও নিতে পারি অমানিশার স্বাদ!
তোমার বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে আমি শুধু তোমার গায়ের গন্ধ নিবো, চুলে নাক ডুবিয়ে হারিয়ে যাবো সাগরের ঢেউয়ের সাথে। আমার চোখে তাকাও, আমি কেমন উন্মাদ হয়ে আছি। ঠোঁটের চুমুর আবদার রাখো, আলিঙ্গনে পিষে ফেলো৷ আমি বুঝতে চাই, পৃথিবীতে তোমার বুক ছাড়া আর কোথাও আমার আশ্রয় নেই!
(সংগৃহীত)