
19/03/2025
সাপ্তাহিক পত্রিকা "আমার দেশ" আজ ১৯শে মার্চ সংখ্যায় আমাদের এই গ্রুপের লেখক ও কবিদের মধ্যে ৯ জনের লেখা প্রকাশিত হয়েছে। যাঁদের লেখা প্রকাশিত হয়েছে তাঁরা হলেন -
অরবিন্দ সরকার (মুর্শিদাবাদ),
আশীষ কুমার চক্রবর্তী (হলদিয়া),
প্রদীপ জানা (পূর্ব মেদিনীপুর),
তুহিন কান্তি ভট্টাচার্য (সাঁতরাগাছি), কৃষ্ণদাস দে (ওন্দা),
শিউলি পাল বড়াল (মুর্শিদাবাদ),
স্বপন কুমার ধর (খড়গপুর),
অর্কোপল মুখার্জী (ওন্দা)
এছাড়া প্রসূন চ্যাটার্জীর বিশেষ নিবন্ধ "হোলি বার্তা" প্রকাশিত হয়েছে।
সকলকে অনেক ধন্যবাদ🙏💕 জানাই।
সবার কলম চলতে থাকুক।
এই সাপ্তাহিক পত্রিকায় প্রকাশের জন্য লেখা দিন। তবে পত্রিকার ঘোষণা মতো কবিতা বা নিবন্ধ বা অনুগল্প হতে হবে ২০ লাইনের মধ্যে।
লেখা পাঠান 8926297677 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে