01/09/2024
✊😢।। তিলোত্তমার প্রতি ।।😢✊
✒️কলমে : অশেষ সেনগুপ্ত
শহর কলকাতা : The City Of Joy এর
আলোর আড়ালে ঘন আঁধার , ঘুমন্ত যত অলিগলি ,
নরপশুর বর্বরতায় , হাসপাতালে তোমায়
খুঁজে পেতেই..মোমের আলোয়, প্ল্যাকার্ড হাতে..
উঠলো জেগে.. , 'জাস্টিস চাই'— আওয়াজ তুলি!
পার্ক স্ট্রিট,কলেজ স্কোয়ার কিংবা হাওড়া ব্রিজে ,
বাঙাল-ঘটির ডার্বির মাঠ ,জনাকীর্ণ সরণী বেয়ে—
তোমার স্বপ্ন , কর্ম , শ্রম , বাঁচার আকুতি ....
ঝড় হয়ে ওঠে ; ভিক্টোরিয়া- কে ছুঁয়ে গঙ্গায় মেশে ,
নারীসুরক্ষার প্রশ্ন ছুঁড়ে ..মানুষের বিবেক নাড়িয়ে দিয়ে!
তুমি চলে যেতে পাওয়া গেল দেহ—ক্ষতবিক্ষত!
নারকীয় নির্যাতন... কাপড় আর চোখ রক্তে লাল!
যে জন দেখেছে , শিউরে উঠেছে!
— 'যে প্রাণপাত করে রোগীকে বাঁচাতে ,
কর্তব্যরত তারই কিনা এমন করুণ হাল!'
তোমাকে হারালাম, তবু সত্যি ঢাকতে
লিপ্ত হয়েছিল ...ঘৃণ্য কর্মে ওরা!
হাসপাতাল ভাঙচুর , প্রমাণ লোপাট... ,
ক্ষমতার জোরে কোর্টেও ওদের পাল্লা ভারী !
ধিক্! এ স্বার্থের রাজনীতি — মূল্যবোধহারা!
তিলোত্তমা, শুনতে পাচ্ছো... তোমার—
গলা টিপে ধরা , রূদ্ধ স্বরের মুক্ত রূপ?
জাস্টিস-এর দাবী কোনো সীমানা মানেনি!
বৃদ্ধ বাবার সেলাইয়ের কল , মায়ের বুকের শূন্যতায়
গলে পড়া মোমের প্রলেপ ,অশ্রুসিক্ত দুঃখের স্তুপ!
তোমার জন্য সেদিন রাতে ... 'রাত দখল';
মোমবাতি - মশাল ,গণবিক্ষোভ ,প্রতিবাদী ডাক!
শিরদাঁড়া আর কলমটা বাঁচিয়ে রেখেছি আজও!
জানো?..'মা' আসছেন , অপেক্ষা তবু জাস্টিসের ;
হিংস্র হুংকার ,দেয়ালে পিঠ..! তাও বদলের আশা ,
..... ঘুরে দাঁড়ানোর শক্তিটা থাক!
তীব্র ঝড় আজ শান্ত কিছুটা ; ষড়যন্ত্রের হাতছানি..
তবু , পথে নামি , বিক্ষোভ করি , জাস্টিস খুঁজি!
দেখো...কত মুখোশ-ধারীর মুখোশ খসেছে!
নীরবতা মানে সম্মতিদান , কার হৃদয় এত পাষাণ?
ওঠো তিলোত্তমা , লড়তে হবে ! ....ধৈর্য হারালে বুঝি?
⚖️ ⚖️
🏥 🏥
🚫 🚫
✒️ ✒️ ✒️ ✊ ✊
✨🔥🔥✨