Ashes Babu

Ashes Babu etc.
❤️ Thanks for following ❤️

আমার কবিতা স্মৃতির জানালা,
জীবন-ছবির সাদামাটা রূপ।
আমার কলম বাস্তব খোঁজে,
গড়ে চলে কত বারুদের স্তূপ..!
~অশেষ সেনগুপ্ত, College student , B.C.C , Mathematics Department।।
writing poems, drawing potraits..

ট্রেন্ডিং চলছে তাই দিলাম আর কি!😉✨❤️                   ❤️🫰
29/03/2025

ট্রেন্ডিং চলছে তাই দিলাম আর কি!😉✨❤️



❤️🫰

22/03/2025

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks a lot for your support!!🙏😊😇✨❤️

16/03/2025

🍂খসে পড়াদের কথা🍂
✒️কলমে: অশেষ সেনগুপ্ত

রাঙা পলাশের রূপ আহামরি কত..!
কবির কলম বুঝি স্তাবকের মতো—
হৃদয়-রঙে বসন্তকে সাজিয়ে গুছিয়ে নেয়..।

রঙে ও রূপেতে বসন্ত আসে যার.. ,
ঝরে পড়লেই দাম থাকে নাকো তার!
ব্যস্ত মানুষ তাচ্ছিল্যেই তারে মাড়িয়ে দেয়..।

সে গোলাপের মত প্রেমিকের হাত ধরে...
সাজতে পারে না প্রেয়সীর খোঁপা-জুড়ে!
রঙের আগুন ছড়িয়ে দিয়ে লুটায় হাঁটাপথে..।

এমনই.. জন্মের পর জীবন-মায়ার দেশে...
ঝরে যেতে হয় গোধূলিবেলার শেষে..!
শ্মশান চিতার ছাই মাখে সে উদাস মনোরথে!

খসে পড়াদের খবর শুধু তারাদের কাছে থাকে,
মৃত্যুও কভু প্রেমের থেকে যত্নে আগলে রাখে!
এই মায়াজাল মায়াময় যত, ততোধিক বর্বর..!

পথে ঝরে পড়া রিক্ত পাতারা সূর্য ডোবার বেলায়..
পদে পদে তোলে মর্মরধ্বনি — করুণ অবহেলায়!
নতুন পাতায় মোড়া গাছটির কাঁদেনাকো অন্তর..!

~ ♾️




✨❤️ ❤️✨

❤️

🎉✨ ... Share ও follow করার অনুরোধ রইলো সকলকে ✨💖🙏😇

"A historic win for Team India! 🎉🥇The hard work, dedication, and spirit have brought glory to our nation. Kudos to our c...
10/03/2025

"A historic win for Team India! 🎉🥇
The hard work, dedication, and spirit have brought glory to our nation. Kudos to our champions — you truly deserve this trophy!"

🫡Special tribute to our captain:Rohit Sharma
& Mentor:Gautam Gambhir .. Such a fine Bowling and Batting lineup!! 🏏
🏆🏏Our whole team played very well 🫡🎉🇮🇳

🎉🏆
💙 🏏🇮🇳
🏆
🇮🇳। 🏏
💙। 🏆
🇮🇳। 💙🐯
🏆🎉 🇮🇳🏏
🏏 🏆
✨❤️

12/01/2025

পৌষমাস...
কম্বল জড়ানো সুখস্বপ্নের উষ্ণতা ছেড়ে
গোবর-নিকানো উঠানে নেমে আসি..।
বড়লক্ষ্মীর আলপনা ডিঙিয়ে সদর খুলতেই..
উত্তরের শীতল হাওয়া চেতনার কড়া নেড়ে যায়!
খেজুরের গাছে বাঁধা কলসি উপচে পড়ে রসে ;
মহলে আগুনের আঁচ গনগনে হয়ে জ্বলতে থাকে!
গুড় - লবাতের ফেরিওয়ালা সুর তুলে হাঁক পাড়ে..।
মিঠে রোদ গায়ে লাগলে ভেসে আসে ঢেঁকির শব্দ,
মেয়েদের চপল হাসিতে গুঁড়ো হয় চালের অন্তর!
তোড়ার শব্দ তুলে কারা যেন জল আনতে যায়..।
চাল শুকালে বিছানা রোদে ফেলার প্রস্তুতি চলে।
বিকালের খেলা শেষ না হতেই আঁধার নামে মাঠে ,
সন্ধ্যায় চায়ের কাপে ঘন হয়ে ওঠে আলাপচারিতা..।
উনুন থেকে সদ্য নামানো পুলিপিঠের উষ্ণ ভাপ...
ক্ষণিকের মধ্যেই.. শীতল কুয়াশায় হারিয়ে যায় !
মকর কুঁড়ে জ্বলে ওঠে সংক্রান্তি-র কাকভোরে ,
পুকুরের কনকনে জলে 'মকর চান' সেরে ওরা..
কাঁপতে কাঁপতে ঘিরে বসে সেই তপ্ত অগ্নিকুণ্ড!
গুড় আর ভাজা পিঠের মমত্বে, মেলা বা বনভোজনে..
জমে ওঠে পৌষ-পার্বণ! টুসুর গান ভেসে আসে..
দূর কোথা হতে ! ... "এসো পৌষ যেও না..."
মনমাঝে প্রতিধ্বনিত হয় বারে বারে......!!
✒️ ~ অশেষ সেনগুপ্ত




05/01/2025

I gained 4 followers, created 2 posts and received 347 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Thank you ... keep supporting 🙏❤️❤️❤️

01/01/2025

🖤✨।।একটি বছর।।✨🖤
✒️কলমে: অশেষ সেনগুপ্ত
একটি বছর সময়ের ঢেউ,
নদীর মতোই বয়ে চলে।
চরের বালিতে ফেলে আসা দাগ..
সবটা মোছেনা স্রোতের জলে!

কিছু দাগে দিই অধিক আঁচড়,
যতনে তাদের আগলে রাখি;
অনেক আঁচড় ধুয়ে যায় স্রোতে,
আবার শুরু হয় দাগা-দাগি!

দুকূল ছাপিয়ে বন্যা আসে,
ভেসে যায় কারও জীবনের চর!
তলিয়ে যায় সে চিরতরে আর..
ভেঙে পড়ে তার ইচ্ছের ঘর!

কেউ বা আবার সাঁতরে ওঠে,
ভাঙা ঘর আপন মেরামত করে।
দাগ কাটে সে, আসছে বছর...
স্রোতের আঘাত সইবার তরে!

(পেইজটি follow করে পাশে থাকুন,share করুন)




16/10/2024

❤️‍🔥 উৎসবে ফেরা ❤️‍🔥
✒️ কলমে: অশেষ সেনগুপ্ত

পুজোর মরশুম..
বাংলার যত পাড়া, মহল্লা, কলোনি ...
উজ্জ্বল আলোয় ছেয়েছে ফের।
ঢাকের বাদ্যি শুনি চারিদিকে ,
উৎসবে ফেরার লেগেছে মহা ধুম্ !

মাস-দুয়েক আগে প্রায় ...
আলো জ্বলেছিল আজকের মতোই ,
না ! নতুন শিল্পকেন্দ্র তৈরি হয়নি ..।
সে চিন্তাধারা .. পাম এভিনিউ-র দু-কামরায়
ঢলে পড়েছে মৃত্যু-অঙ্কে , কষ্ট সয়ে বন্দীদশায়!

জ্বলেছিল আলোকশিখা — আগুনের !
আদি প্রস্তরযুগ থেকে উঠে আসা সেই আগুন ,
যা মানুষকে বন্য-বর্বর থেকে করেছিল সভ্য.. ;
ও পুরাতন বর্বরতার সীমা অতিক্রান্ত আজ ,
নারকীয় ক্ষুধা — অসুরদেহ , পাষাণ মনের !

জনসমাবেশ.... রাত দখল !
শরতের কাশফুল-গায়ে রবির রাঙা আলো
...যেন তার সাদা অ্যাপ্রনে লেগে থাকা রক্ত !
মাতৃজাতির সন্মান যেখানে ভূলুণ্ঠিত ,
উমাকে বলেছি,"শক্তি দাও মা, তুমিই সম্বল"!

দেখি... মনুষ্যত্বের শবদেহ !
তোলাবাজ-দের লাথিতে রাজপথে লুটিয়ে..
ফুচকা বিক্রেতার দিনের রুজি—শেষ সম্বলটুকু!
জয়নগরের অভাগা মেয়েটির আর্তি শোনেনি কেউ!
"হে মা... ! তুমি অন্তত ওর আকুতিতে সাড়া দিও।"

সিঁদুর - রাঙা বিজয়ার রাত...
অনেক দুর্গা বোধনের আগেই হয়েছে বিসর্জন!
নিভেছে মোমবাতি ,ঝিমিয়ে পড়েছে অনশন-মঞ্চ ;
তবুও লড়াই জারি ! এ বর্বরতার তিমির শেষ হবেই!
মা যে করেছে শক্তিরূপে .. যুদ্ধজয়ের আশীর্বাদ !
16th October, 2024

✊😢।।  তিলোত্তমার প্রতি ।।😢✊                                    ✒️কলমে :  অশেষ সেনগুপ্ত         শহর কলকাতা : The City Of ...
01/09/2024

✊😢।। তিলোত্তমার প্রতি ।।😢✊
✒️কলমে : অশেষ সেনগুপ্ত

শহর কলকাতা : The City Of Joy এর
আলোর আড়ালে ঘন আঁধার , ঘুমন্ত যত অলিগলি ,
নরপশুর বর্বরতায় , হাসপাতালে তোমায়
খুঁজে পেতেই..মোমের আলোয়, প্ল্যাকার্ড হাতে..
উঠলো জেগে.. , 'জাস্টিস চাই'— আওয়াজ তুলি!

পার্ক স্ট্রিট,কলেজ স্কোয়ার কিংবা হাওড়া ব্রিজে ,
বাঙাল-ঘটির ডার্বির মাঠ ,জনাকীর্ণ সরণী বেয়ে—
তোমার স্বপ্ন , কর্ম , শ্রম , বাঁচার আকুতি ....
ঝড় হয়ে ওঠে ; ভিক্টোরিয়া- কে ছুঁয়ে গঙ্গায় মেশে ,
নারীসুরক্ষার প্রশ্ন ছুঁড়ে ..মানুষের বিবেক নাড়িয়ে দিয়ে!

তুমি চলে যেতে পাওয়া গেল দেহ—ক্ষতবিক্ষত!
নারকীয় নির্যাতন... কাপড় আর চোখ রক্তে লাল!
যে জন দেখেছে , শিউরে উঠেছে!
— 'যে প্রাণপাত করে রোগীকে বাঁচাতে ,
কর্তব্যরত তারই কিনা এমন করুণ হাল!'

তোমাকে হারালাম, তবু সত্যি ঢাকতে
লিপ্ত হয়েছিল ...ঘৃণ্য কর্মে ওরা!
হাসপাতাল ভাঙচুর , প্রমাণ লোপাট... ,
ক্ষমতার জোরে কোর্টেও ওদের পাল্লা ভারী !
ধিক্! এ স্বার্থের রাজনীতি — মূল্যবোধহারা!

তিলোত্তমা, শুনতে পাচ্ছো... তোমার—
গলা টিপে ধরা , রূদ্ধ স্বরের মুক্ত রূপ?
জাস্টিস-এর দাবী কোনো সীমানা মানেনি!
বৃদ্ধ বাবার সেলাইয়ের কল , মায়ের বুকের শূন্যতায়
গলে পড়া মোমের প্রলেপ ,অশ্রুসিক্ত দুঃখের স্তুপ!

তোমার জন্য সেদিন রাতে ... 'রাত দখল';
মোমবাতি - মশাল ,গণবিক্ষোভ ,প্রতিবাদী ডাক!
শিরদাঁড়া আর কলমটা বাঁচিয়ে রেখেছি আজও!
জানো?..'মা' আসছেন , অপেক্ষা তবু জাস্টিসের ;
হিংস্র হুংকার ,দেয়ালে পিঠ..! তাও বদলের আশা ,
..... ঘুরে দাঁড়ানোর শক্তিটা থাক!

তীব্র ঝড় আজ শান্ত কিছুটা ; ষড়যন্ত্রের হাতছানি..
তবু , পথে নামি , বিক্ষোভ করি , জাস্টিস খুঁজি!
দেখো...কত মুখোশ-ধারীর মুখোশ খসেছে!
নীরবতা মানে সম্মতিদান , কার হৃদয় এত পাষাণ?
ওঠো তিলোত্তমা , লড়তে হবে ! ....ধৈর্য হারালে বুঝি?

⚖️ ⚖️
🏥 🏥
🚫 🚫
✒️ ✒️ ✒️ ✊ ✊
✨🔥🔥✨

A perfect moment ✌🏻     .... A dazzling shot📸                                                                           ...
28/07/2024

A perfect moment ✌🏻
.... A dazzling shot📸



✊🩸ছাত্র আন্দোলন🩸✊                                ✒️ কলমে: অশেষ সেনগুপ্ত            অস্তগামী সূর্যের প্রভা — শেষের বেলায়...
19/07/2024

✊🩸ছাত্র আন্দোলন🩸✊
✒️ কলমে: অশেষ সেনগুপ্ত

অস্তগামী সূর্যের প্রভা —
শেষের বেলায় রাঙা আলো দিয়ে..
ভেসে থাকা মেঘে, শান্ত-স্নিগ্ধ বিকেলটাকে
যেন জড়িয়ে ধরে .... দুহাত বাড়িয়ে!

সবুজের এই প্রাণময়তার মাঝে
আলতার মতো লাল বিন্দু হয়ে মিশে যেতে যেতে ...
( তারও কি আর মন তাহা চায়? )
দিগন্তে সে-ও থমকে দাঁড়ায় ;
সকলের মনে সাহস জোগায়,
অস্তের পরে উদিত হতে।

অগ্নিদীপ্ত লাল আভা তার....
নয়নে - চিত্তে আনে জাগরণ;
অন্যায়ের প্রতিবাদে লড়তে শেখায়....
লাঠির আঘাতে, বুলেটের ঘায়!
চিরসবুজ তরুণ ছাত্রসমাজ..
ন্যায়ের দাবিতে আঘাত সহে ,
রক্তমাখা ক্ষতময় দেহে , করে শহীদের মৃত্যুবরণ!

আজকে.. লালিত স্বপ্ন বুকে ,
নিম্ন-মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা সেই ছেলেটা...
যে অভাবের মধ্যেও, বিনা অভিযোগে,
যোগ্য চাকুরির আশায়... থামায়নি পড়া;
সংসার যাদের অচল.... পাঠরত সন্তানের পাঠানো
টিউশনি পড়ানোর টাকা-কটা ছাড়া!

সেখানে শাসক - প্রশাসন কোটা -র নামে
যোগ্যতাকে শ্বাসরুদ্ধ করে, অবলীলায়...
পরিশ্রমীর আসন ... বিলিয়ে দেয় বংশপরম্পরায়!
মেধাবীর অধিকারের দাবি.. প্রতিবাদ হলে,
ভাগ্যে জোটে ' গুণ্ডা '-র তকমা,
সাথে জলকামান আর গুলিবর্ষণ!
ঘুরে দাঁড়ালেই বুকে পুলিশের গুলি ,
রডের আঘাতে পা ভেঙে যায় !

সাময়িকভাবে মাথা নীচু হয়, পরিণত হয়..
উচ্ছল প্রাণ শহীদের দেহে ,রক্তে মাখা!
পরক্ষণেই আগুন জ্বলে; আঘাত ওদের শক্ত করে,
প্রতিবাদমুখর শিক্ষাপ্রতিষ্ঠান, পথ অবরোধ;
‌‌ এহেন দৃশ্য এ পরাধীন দেশের ইতিহাসেও আছে লেখা ।

‌ এই সূর্যের আভা ঝরেছিল সেদিনও,
‌ সেই রক্তমাখা শহীদের গায়ে।
‌ আজকের মতোই .....
‌ ব্যারিকেডের ওপারে সাহসী স্লোগান,
সন্তানহারার অশ্রু-বিলাপ, বিরোধীদের অত্যাচার,
নির্বিচারে গুলি আর প্রশাসনের নীরবতা..;
তবুও এ শক্তি চিরঅমর‌ - অজেয়।
কত অন্যায়ের বিরুদ্ধে এর জাগরণের গাথা —
ঠিক সূর্যের মতোই , ন্যায়ের দাবিতে হবে প্রতিবাদ ;
হবে স্বাধীন দেশে সত্যের জয় ...রক্তের বিনিময়ে!






Picture:

Address


Telephone

+919339023989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashes Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashes Babu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share