Rohan রোহান

Rohan রোহান হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত! হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট!
(5)

রামলালার সূর্য তিলক 🙏জয় শ্রী রাম🚩🚩🚩
17/04/2024

রামলালার সূর্য তিলক 🙏

জয় শ্রী রাম🚩🚩🚩

Alert ⚠️⚠️ যারা যারা এই Fb new My Avatar Puzzle Ai ( artificial intelligence )  টার ব্যাবহার করে নিজের ফটো কে এমন একটা A...
09/04/2024

Alert ⚠️⚠️ যারা যারা এই Fb new My Avatar Puzzle Ai ( artificial intelligence ) টার ব্যাবহার করে নিজের ফটো কে এমন একটা Anime মতো বানাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি। এটা একটা Fake deep site & এটা পচুর পরিমাণে data Lake করে। এবং আপনার ওই face টা যে কোনো drak site এ কোনো ভিডিওতে ব্যাবহার ও হতে পারে। তাই এই সব ফাঁদে পা রাখবেন না। ⚠️⚠️⚠️

28/02/2024

❤️

05/02/2024

Good night

02/02/2024

বিষের চেয়ে বেশি বিষাক্ত হয়
একটা মানুষের মিথ্যা অভিনয়

৫০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাম লালা নিজের জন্মভূমিতেই ফিরে এলেন 🙏🙏 🚩🚩আজ তার প্রাণ প্রতিষ্ঠার এক ঐতিহ...
21/01/2024

৫০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাম লালা নিজের জন্মভূমিতেই ফিরে এলেন 🙏🙏 🚩🚩
আজ তার প্রাণ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক দিবস 🙏🙏 জয় শ্রী রাম 🚩🚩

আমার ছাদ বাগানের কিছু প্রিয় ফুল
17/01/2024

আমার ছাদ বাগানের কিছু প্রিয় ফুল

13/01/2024

আসুন আমরা একজন আরেক জন কে ফলো দিয়ে
নিজেদের পেইজ বড়ো করি

হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব কর, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয়ে রুদ্ধ হউ...
12/01/2024

হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব কর, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয়ে রুদ্ধ হউক, মষ্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হউক।

তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও। তবেই তাহার নিকট হইতে শক্তিও সাহায্য আসিবে-অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। গত দশ বৎসর ধরিয়া আমার মুলমন্ত্র ছিল এগিয়ে যাও।

এখনও বলিতেছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, তখনও বলিয়াছি-এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাইতেছে, এখনও বলিতেছি-এগিয়ে যাও।

বৎস, ভয় পাইও না। উপরে তারকাখচিত অনন্ত আকাশমন্ডলের দিকে সভয় দৃষ্টিতে চাহিয়া মনে করিও না, উহা তোমাকে পিষিয়া ফেলিবে। অপেক্ষা কর, দেখিবে-অল্পক্ষণের মধ্যে দেখিবে, সবই তোমার পদতলে।

টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালবাসায় সব হয়-চরিএই বাধাবিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে।...

আরো শীত চুঁয়ে পড়ুক গাছের পাতার তলায়,আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়.....
06/01/2024

আরো শীত চুঁয়ে পড়ুক গাছের পাতার তলায়,
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়.....

01/01/2024

আমি ভাই রাত জেগে নতুন বছর শুরু করিনা
কারন সকালে আমাদের পিকনিক থাকে ,
যারা রাত জেগে Happy New Year জানিয়েছ তাদের কে অনেক ধন্যবাদ ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।
বছরের প্রথম দিন থেকে শেষ দিন যেনো সবার খুব ভালো কাটে এটাই 🙏 করি।
জয় মহাকাল , জয় তারা, হরে কৃষ্ণ, জয় শ্রী রাম

নিজেকে একা ভাবিনা, জানি    কেউ না থাকলে তুমি     ❤️❤️❤️🙏 আছো মা 🙏❤️❤️❤️
26/11/2023

নিজেকে একা ভাবিনা, জানি
কেউ না থাকলে তুমি
❤️❤️❤️🙏 আছো মা 🙏❤️❤️❤️

এতো সুন্দর বলে তোমার নাম অপরাজিতা
21/11/2023

এতো সুন্দর বলে তোমার নাম অপরাজিতা

সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করি আমি সকলই তোমার ইচ্ছা🙏  জয় মা কালী 🌺🙏
11/11/2023

সকলই তোমার ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি কর মা
লোকে বলে করি আমি
সকলই তোমার ইচ্ছা🙏

জয় মা কালী 🌺🙏

সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে ধবল রোগী দেখলে এড়িয়ে যাও কেন?কালো রং যদি এতোই কুৎসিত হয়, তবে কালো চুলের মায়ায়...
01/11/2023

সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে,
তবে ধবল রোগী দেখলে এড়িয়ে যাও কেন?

কালো রং যদি এতোই কুৎসিত হয়,
তবে কালো চুলের মায়ায় কেন পড়ো?

মুখের দাগগুলোকে যদি তোমার জন্যে লুকোতে হয়,
তবে চোখের নিচের তিলটাকে ভালো কেন বাসো?

ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতোটাই ভালো লাগে,
তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ কেন হও?

সাজগোজে যদি ভালো না লাগে,
তবে কপালের টিপ আর চোখের কাজল কেন ভালো লাগে?

চঞ্চলতা যদি ভালো লাগে,
তবে ভদ্রতা কেন খোঁজ করো?

বেসামাল ভালোবাসা যদি চাও,
পরিশেষে বেহায়া কেন বলো?

শুভঃ মহাষ্টমীর শুভেচ্ছা
22/10/2023

শুভঃ মহাষ্টমীর শুভেচ্ছা

সবাই দেখে নিন
26/09/2023

সবাই দেখে নিন

রাধে রাধে শুভ রাধাষ্টমীরাধাষ্টমীর শুভেচ্ছা সবাইকে 🙏
23/09/2023

রাধে রাধে
শুভ রাধাষ্টমী
রাধাষ্টমীর শুভেচ্ছা সবাইকে 🙏

মরক্কোর ভূমিকম্পর পাশে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷বিপদের সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল উন্মুক্ত করে দেওয়া হয়েছে ...
11/09/2023

মরক্কোর ভূমিকম্পর পাশে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷

বিপদের সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল উন্মুক্ত করে দেওয়া হয়েছে " সবাই গিয়ে রোনালদোর বিলাশ বহুল হোটেলে আশ্রয় নিতে পারবে৷

জীবনে এই একজন ফুটবলার দেখলাম" যেখানেই এইরকম পরিস্থিতি হোক সেখানেই ক্রিস্টিয়ানো রোনালদো পাশে দাঁড়িয়ে যায়🙏🙏
ভালোবাসা রোনালদো 💖

আমি স্কুল, হাসপাতাল বানিয়েছি। যারা অনেক গরিব, তাদের খাবার, কাপর, জুতা দিয়েছি। সেনেগালের অতি দরিদ্র এক অঞ্চলে প্রত্যেকটা ...
05/09/2023

আমি স্কুল, হাসপাতাল বানিয়েছি। যারা অনেক গরিব, তাদের খাবার, কাপর, জুতা দিয়েছি। সেনেগালের অতি দরিদ্র এক অঞ্চলে প্রত্যেকটা পরিবারকে মাসে ৭০ ইউরো করে দিই আমি। আমার দামী গাড়ি, বাড়ির দরকার নেই, দরকার নেই খামোকা বিমানে ঘোরাঘুরি করার, আমি বরং এর চেয়ে আমার লোকদের সাহায্য করতেই পছন্দ করি।

🗣সাদিও মানে

রাস্তায় যেতে যেতে ক্লিক করলামলিডার  #সিধুমুর্মু
04/09/2023

রাস্তায় যেতে যেতে ক্লিক করলাম
লিডার #সিধুমুর্মু

এই জগৎ সংসারে আমরা না কিছু নিয়ে আসি , না কিছু সঙ্গে নিয়ে যাবো। যা যাবে তা হলো আমাদের কর্মফল, সুতরাং কর্ম করে যাও।     ...
26/08/2023

এই জগৎ সংসারে
আমরা না কিছু নিয়ে আসি ,
না কিছু সঙ্গে নিয়ে যাবো।
যা যাবে তা হলো আমাদের কর্মফল,
সুতরাং কর্ম করে যাও।

🙏হরেকৃষ্ণ🙏

I love my India......Jay Hind Jay Bharat 🇮🇳🚩🚩
24/08/2023

I love my India......Jay Hind Jay Bharat 🇮🇳🚩🚩

আল হিলালে  নেইমার যে বেতনে সাক্ষর করেছেন, সেখানে প্রতি সেকেন্ডে  ৫৭৫ টাকা পাবেন তিনি।মিনিটে ৩৪ হাজার, ঘন্টায় ২০ লাখ, মাস...
22/08/2023

আল হিলালে নেইমার যে বেতনে সাক্ষর করেছেন,
সেখানে প্রতি সেকেন্ডে ৫৭৫ টাকা পাবেন তিনি।

মিনিটে ৩৪ হাজার, ঘন্টায় ২০ লাখ, মাসে ১৪৪ কোটি আর বছরে সব মিলে ২৫০০ কোটি টাকা আয় হবে নেইমারের!

দৈনিক যে ৮ ঘন্টা ঘুমাবেন সেই ৮ ঘন্টায় ক্লাব দিবে তাকে ১ কোটি ৬ লক্ষ টাকা।

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when Rohan রোহান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rohan রোহান:

Videos

Share


Other Digital creator in Bankura

Show All