22/06/2025
সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখে আমাদের আলোর দিশা কর্মযোগ একজন সদস্য খবর পায় বাঁকুড়ার ভৈরবস্থানে একটি বাছুর অসুস্থ হয়ে পড়ে আছে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, বিষয়টি আলোর দিশা কর্মযোগ জানার পর সেই স্থানে গিয়ে বাছুরটিকে খুঁজে বার করে, তারপর বাঁকুড়া ডগ রেসকিউ টিম এর সদস্য জয়জিতের সাহায্য নিয়ে একজনকে ডেকে চিকিৎসার ব্যবস্থা করে ,,, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে ,,, সকলের প্রচেষ্টায় দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসা করার পর বাছুরটি সুস্থ হয়ে উঠে দাঁড়ায়।